ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে

author img

By

Published : Jun 14, 2021, 3:10 PM IST

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top 3
Top 3

1.Mukul Roy in TMC : তৃণমূলে ছেড়ে যাওয়া পদেই প্রত্যাবর্তন হতে পারে মুকুলের

বিজেপিতে সর্বভারতীয় সহ-সভাপতি ছিলেন মুকুল রায় ৷ গত শুক্রবার তিনি সেই পদ ও দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন ৷ কিন্তু এখনও তাঁকে কোন পদ দেওয়া হবে, তা ঠিক হয়নি ৷ ঘাসফুল শিবিরে এবার কোন পদে বসতে চলেছেন মুকুল ? এই নিয়েই আলোচনা চলছে ৷

2.Mukul Roy : উপেক্ষার কারণেই পদ্ম-সঙ্গ ত্যাগ, বলছেন মুকুল ঘনিষ্ঠরা

মুকুলের ঘনিষ্ঠ মহল বলছে, যে কৈলাস বিজয়বর্গীয় এক সময় মুকুল রায়কে গুরুত্ব দিতেন, বিধানসভা নির্বাচন পূর্ববর্তী সময়ে তিনি আর মুকুল রায়ের সঙ্গে সেভাবে যোগাযোগ করতেন না । একাধিক কারণে ক্ষোভের মেঘ জমছিল মুকুলের মনে । শেষ পর্যন্ত তাঁর দলবদলের সিদ্ধান্ত ।

3.Mamata Banerjee : সিঙ্গুর বিল পাসের দশম বর্ষপূর্তিতে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার

সিঙ্গুর জমি পুনর্বাসন এবং উন্নয়ন বিল পাসের 10 বছর পূর্তি উপলক্ষে টুইটারে কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সোমবার 10 বছর আগের সেই ঘটনা উল্লেখ করার পাশাপাশি বর্তমান কৃষক আন্দোলনের প্রসঙ্গও টানেন তিনি ৷ বুঝিয়ে দেন, কৃষকদের যন্ত্রণায় তিনি সমব্যথী ৷ একইসঙ্গে, নয়া তিন কৃষি আইনের ইস্যু টেনে কৃষকদের পাশে থেকেই কেন্দ্রবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি দেন তৃণমূল সুপ্রিমো ৷

4.প্রণব-পুত্র অভিজিতের টুইট ডিলিট, বাড়ছে জল্পনা

প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ও (Abhijit Mukherjee) কি এ বার কংগ্রেস ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিচ্ছেন ? রাজ্য রাজনীতিতে এই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে ৷

5.বিজেপিতে যোগ দিলেন তেলাঙ্গানার টিআরএস নেতা

তেলাঙ্গানার টিআরএস নেতা এতালা রাজেন্দর ৷ তিনি সোমবার বিজেপিতে যোগদান করলেন ৷

6.Newtown Shoot-Out : নিউটাউন এনকাউন্টার কাণ্ডে আটক 3

এনকাউন্টারের পর একাধিক তথ্য প্রমাণ সামনে এসেছে ৷ সেই মারফত তদন্তে নেমে প্রত্যেক জেলার এসপিদের (SP) সঙ্গে বৈঠক করে এসটিএফের (STF) শীর্ষ আধিকারিকরা । এলাকায় এলাকায় তল্লাশি অভিযানও শুরু করে জেলা পুলিশ । এর পরই এই 3 জনকে আটক করল পুলিশ ।

7.তৃণমূলে ফিরতে চেয়ে মুকুলের বাড়িতে গাইঘাটার ধনেশ

এই বিষয়ে ধনেশনারায়ণ গুহ বলেন, "আমি মুকুলদার হাত ধরে যেমন বিজেপিতে গিয়েছিলাম, তেমনি মুকুলদার হাত ধরে তৃণমূলে ফিরতে চাই । তাই মুকুলদার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ।"

8.Maize cultivation : লকডাউন তার উপর অতিবৃষ্টি, ব্যাপক ক্ষতির মুখে উত্তর দিনাজপুরের ভুট্টা চাষ

অতিবৃষ্টি এবং লকডাউনের জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে উত্তর দিনাজপুরের ভুট্টা চাষ (Maize cultivation) ৷ খেত থেকে ভুট্টা ভাঙার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না ৷ আবার লকডাউনের জন্য ভুট্টা বাজার অবধি নিয়ে যাওয়াও যাচ্ছে না ৷ ঋণ নিয়ে চাষ করার পর ফসল বাজারজাত না করতে পারায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন জেলার প্রচুর চাষি ৷

9.Suvendu Adhikari : বিজেপি বিধায়কদের হুমকির অভিযোগ, আজ রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু

বিজেপি সূত্রে খবর, আজ বিকেল 4টে নাগাদ রাজ্যভবনে আসবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

10.দেনা মেটাতে আড়াই বছরের মেয়েকে বিক্রি করছিলেন বাবা, উদ্ধারে দাদু

দেনা করেছিলেন, কিন্তু শোধ করতে পারেননি ৷ টাকাপয়সার অভাব ছিল ৷ তাই দেনাদার টাকা চাইতে এলে নিজের আড়াই বছরের মেয়েকে বিক্রি করে দিলেন বাবা ৷ যদিও পরে দাদু এফআইআর করে উদ্ধার করেন নাতনিকে ৷

1.Mukul Roy in TMC : তৃণমূলে ছেড়ে যাওয়া পদেই প্রত্যাবর্তন হতে পারে মুকুলের

বিজেপিতে সর্বভারতীয় সহ-সভাপতি ছিলেন মুকুল রায় ৷ গত শুক্রবার তিনি সেই পদ ও দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন ৷ কিন্তু এখনও তাঁকে কোন পদ দেওয়া হবে, তা ঠিক হয়নি ৷ ঘাসফুল শিবিরে এবার কোন পদে বসতে চলেছেন মুকুল ? এই নিয়েই আলোচনা চলছে ৷

2.Mukul Roy : উপেক্ষার কারণেই পদ্ম-সঙ্গ ত্যাগ, বলছেন মুকুল ঘনিষ্ঠরা

মুকুলের ঘনিষ্ঠ মহল বলছে, যে কৈলাস বিজয়বর্গীয় এক সময় মুকুল রায়কে গুরুত্ব দিতেন, বিধানসভা নির্বাচন পূর্ববর্তী সময়ে তিনি আর মুকুল রায়ের সঙ্গে সেভাবে যোগাযোগ করতেন না । একাধিক কারণে ক্ষোভের মেঘ জমছিল মুকুলের মনে । শেষ পর্যন্ত তাঁর দলবদলের সিদ্ধান্ত ।

3.Mamata Banerjee : সিঙ্গুর বিল পাসের দশম বর্ষপূর্তিতে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার

সিঙ্গুর জমি পুনর্বাসন এবং উন্নয়ন বিল পাসের 10 বছর পূর্তি উপলক্ষে টুইটারে কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সোমবার 10 বছর আগের সেই ঘটনা উল্লেখ করার পাশাপাশি বর্তমান কৃষক আন্দোলনের প্রসঙ্গও টানেন তিনি ৷ বুঝিয়ে দেন, কৃষকদের যন্ত্রণায় তিনি সমব্যথী ৷ একইসঙ্গে, নয়া তিন কৃষি আইনের ইস্যু টেনে কৃষকদের পাশে থেকেই কেন্দ্রবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি দেন তৃণমূল সুপ্রিমো ৷

4.প্রণব-পুত্র অভিজিতের টুইট ডিলিট, বাড়ছে জল্পনা

প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ও (Abhijit Mukherjee) কি এ বার কংগ্রেস ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিচ্ছেন ? রাজ্য রাজনীতিতে এই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে ৷

5.বিজেপিতে যোগ দিলেন তেলাঙ্গানার টিআরএস নেতা

তেলাঙ্গানার টিআরএস নেতা এতালা রাজেন্দর ৷ তিনি সোমবার বিজেপিতে যোগদান করলেন ৷

6.Newtown Shoot-Out : নিউটাউন এনকাউন্টার কাণ্ডে আটক 3

এনকাউন্টারের পর একাধিক তথ্য প্রমাণ সামনে এসেছে ৷ সেই মারফত তদন্তে নেমে প্রত্যেক জেলার এসপিদের (SP) সঙ্গে বৈঠক করে এসটিএফের (STF) শীর্ষ আধিকারিকরা । এলাকায় এলাকায় তল্লাশি অভিযানও শুরু করে জেলা পুলিশ । এর পরই এই 3 জনকে আটক করল পুলিশ ।

7.তৃণমূলে ফিরতে চেয়ে মুকুলের বাড়িতে গাইঘাটার ধনেশ

এই বিষয়ে ধনেশনারায়ণ গুহ বলেন, "আমি মুকুলদার হাত ধরে যেমন বিজেপিতে গিয়েছিলাম, তেমনি মুকুলদার হাত ধরে তৃণমূলে ফিরতে চাই । তাই মুকুলদার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ।"

8.Maize cultivation : লকডাউন তার উপর অতিবৃষ্টি, ব্যাপক ক্ষতির মুখে উত্তর দিনাজপুরের ভুট্টা চাষ

অতিবৃষ্টি এবং লকডাউনের জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে উত্তর দিনাজপুরের ভুট্টা চাষ (Maize cultivation) ৷ খেত থেকে ভুট্টা ভাঙার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না ৷ আবার লকডাউনের জন্য ভুট্টা বাজার অবধি নিয়ে যাওয়াও যাচ্ছে না ৷ ঋণ নিয়ে চাষ করার পর ফসল বাজারজাত না করতে পারায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন জেলার প্রচুর চাষি ৷

9.Suvendu Adhikari : বিজেপি বিধায়কদের হুমকির অভিযোগ, আজ রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু

বিজেপি সূত্রে খবর, আজ বিকেল 4টে নাগাদ রাজ্যভবনে আসবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

10.দেনা মেটাতে আড়াই বছরের মেয়েকে বিক্রি করছিলেন বাবা, উদ্ধারে দাদু

দেনা করেছিলেন, কিন্তু শোধ করতে পারেননি ৷ টাকাপয়সার অভাব ছিল ৷ তাই দেনাদার টাকা চাইতে এলে নিজের আড়াই বছরের মেয়েকে বিক্রি করে দিলেন বাবা ৷ যদিও পরে দাদু এফআইআর করে উদ্ধার করেন নাতনিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.