ETV Bharat / bharat

'লজ্জাজনক ! মহিলাদের ক্ষমতায় বিজেপির আপত্তি', মমতার বিরুদ্ধে গিরিরাজের মন্তব্যের জবাবে মহুয়া

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 11:57 AM IST

Updated : Dec 7, 2023, 12:28 PM IST

Mahua Moitra slams Giriraj Singh: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করায় কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের মহিলা সাংসদরা ৷ সংসদের বাইরে প্রতিবাদ দেখালেন তাঁরা ৷

Mahua Moitra
মহুয়া মৈত্র

দিল্লি, 7 ডিসেম্বর: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে 'কুরুচিকর' মন্তব্য ৷ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ বৃহস্পতিবার সংসদে শীতকালীন অধিবেশন বসার আগে এ নিয়ে সরব হন তৃণমূলের মহিলা সাংসদরা ৷ সংসদের বাইরে গিরিরাজ সিংয়ের মন্তব্যের বিরুদ্ধে ব্যানার হাতে প্রতিবাদ দেখান মহুয়া-সহ বাকিরা ৷ তাঁর মন্তব্যের জন্য এ দিন মন্ত্রিসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে বহিষ্কারের দাবি তোলেন তৃণমূলের মহিলা সাংসদরা ।

  • Mr Not So Honourable Minister @girirajsinghbjp - your shameful misogynistic comments about only lady CM in India reek of your sick perverted mentality.
    Yes we love our jashn. We love our thumkas. We celebrate that @BJP4India can never rule Bengal. pic.twitter.com/CphZSsvbzs

    — Mahua Moitra (@MahuaMoitra) December 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় মন্ত্রীর করা মন্তব্যের ভিডিয়ো এক্সে পোস্ট করেন মহুয়া মৈত্র ৷ সঙ্গে তিনি লেখেন, "মিস্টার নট সো অনারেবল মিনিস্টার গিরিরাজ সিং ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে আপনার লজ্জাজনক অশোভন মন্তব্য আপনার অসুস্থ বিকৃত মানসিকতার পরিচয় দেয় । হ্যাঁ আমরা আমাদের 'জশন'কে ভালোবাসি । আমরা আমাদের 'ঠুমকা' ভালোবাসি । আমরা সেটা উদযাপন করি ৷ বিজেপি কোনও দিনও বাংলা শাসন করতে পারবে না ।"

অন্য একটি পোস্টে তিনি ভিডিয়ো বার্তার সঙ্গে লেখেন, "নির্লজ্জ নারীবিদ্বেষী গিরিরাজ সিং আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দেবেন কী উচিত ? আপনি বছরের পর বছর ধরে কোটি কোটি দরিদ্র মানুষকে তাদের ন্যায্য মনরেগা কাজের মজুরির টাকা এবং আবাস তহবিল থেকে বঞ্চিত রেখেছেন ৷ তবুও আপনার কুরুচিকর অসুস্থ মন আমাদের মুখ্যমন্ত্রীকে বলে কী উচিত ৷" তিনি বলেন, "নারীরা কর্তৃত্ব দিচ্ছে, ক্ষমতায় রয়েছে তা দেখতে পারেন না নির্লজ্জ গিরিরাজ সিংহ ও বিজেপি । তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাওয়াতো দূরের কথা, তিনি এখন সরাসরি মিথ্যা কথা বলেছেন ৷ তিনি বলছেন যে এই কথা তিনি কখনও বলেননি ৷"

  • Shameless @girirajsinghbjp & @BJP4India cannot handle women in power & in authority. Forget apologizing - he now lies outright, says he never said what he did!
    Shandilyaji - जिस पापी को गुण नहीं गोत्र प्यारा है, समझो उसने ही हमें यहां मारा है https://t.co/TgiCCJ21ED

    — Mahua Moitra (@MahuaMoitra) December 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নেতাজি ইন্দোর স্টেডিয়ামে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান ছিল মঙ্গলবার ৷ সেই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সলমন খান, অনিল কাপুর থেকে শত্রুঘ্ন সিনহার মতো ব্যক্তিত্বরা ৷ সেই অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন ৷ তাঁকে নিজের সঙ্গে নৃত্যের তালে পা মেলাতে বলেন সলমন ৷ প্রথমে রাজি না হলেও বলিউডের ভাইজানের অনুরোধে আর না করতে পারেননি মুখ্যমন্ত্রী ৷ ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে মমতার এই নাচ নিয়ে 'কুরুচিকর' মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ৷ তিনি বলেন, "গরীবের অধিকার ছিনিয়ে নিয়ে দুর্নীতি হচ্ছে ৷ আর ফিল্ম ফেস্টিভ্যালে সলমন খানের সঙ্গে 'ঠুমকা' লাগাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এটা দুর্ভাগ্যজনক ৷"

তাঁর এই মন্তব্যের পরেই সরব হয় তৃণমূল ৷ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের কড়া সমালোচনা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শশী পাঁজারা ৷ এরপর সরব হলেন তৃণমূল সাংসদরাও ৷

আরও পড়ুন:

  1. মমতাকে নিয়ে গিরিরাজ সিংয়ের বক্তব্যের পালটা সরব তৃণমূল
  2. চলচ্চিত্র উৎসবের মঞ্চে সলমন-অনিলের সঙ্গে জমিয়ে নাচলেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো
  3. অনিল, সলমনদের সম্মান দিতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন; নাচ প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর

দিল্লি, 7 ডিসেম্বর: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে 'কুরুচিকর' মন্তব্য ৷ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ বৃহস্পতিবার সংসদে শীতকালীন অধিবেশন বসার আগে এ নিয়ে সরব হন তৃণমূলের মহিলা সাংসদরা ৷ সংসদের বাইরে গিরিরাজ সিংয়ের মন্তব্যের বিরুদ্ধে ব্যানার হাতে প্রতিবাদ দেখান মহুয়া-সহ বাকিরা ৷ তাঁর মন্তব্যের জন্য এ দিন মন্ত্রিসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে বহিষ্কারের দাবি তোলেন তৃণমূলের মহিলা সাংসদরা ।

  • Mr Not So Honourable Minister @girirajsinghbjp - your shameful misogynistic comments about only lady CM in India reek of your sick perverted mentality.
    Yes we love our jashn. We love our thumkas. We celebrate that @BJP4India can never rule Bengal. pic.twitter.com/CphZSsvbzs

    — Mahua Moitra (@MahuaMoitra) December 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় মন্ত্রীর করা মন্তব্যের ভিডিয়ো এক্সে পোস্ট করেন মহুয়া মৈত্র ৷ সঙ্গে তিনি লেখেন, "মিস্টার নট সো অনারেবল মিনিস্টার গিরিরাজ সিং ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে আপনার লজ্জাজনক অশোভন মন্তব্য আপনার অসুস্থ বিকৃত মানসিকতার পরিচয় দেয় । হ্যাঁ আমরা আমাদের 'জশন'কে ভালোবাসি । আমরা আমাদের 'ঠুমকা' ভালোবাসি । আমরা সেটা উদযাপন করি ৷ বিজেপি কোনও দিনও বাংলা শাসন করতে পারবে না ।"

অন্য একটি পোস্টে তিনি ভিডিয়ো বার্তার সঙ্গে লেখেন, "নির্লজ্জ নারীবিদ্বেষী গিরিরাজ সিং আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দেবেন কী উচিত ? আপনি বছরের পর বছর ধরে কোটি কোটি দরিদ্র মানুষকে তাদের ন্যায্য মনরেগা কাজের মজুরির টাকা এবং আবাস তহবিল থেকে বঞ্চিত রেখেছেন ৷ তবুও আপনার কুরুচিকর অসুস্থ মন আমাদের মুখ্যমন্ত্রীকে বলে কী উচিত ৷" তিনি বলেন, "নারীরা কর্তৃত্ব দিচ্ছে, ক্ষমতায় রয়েছে তা দেখতে পারেন না নির্লজ্জ গিরিরাজ সিংহ ও বিজেপি । তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাওয়াতো দূরের কথা, তিনি এখন সরাসরি মিথ্যা কথা বলেছেন ৷ তিনি বলছেন যে এই কথা তিনি কখনও বলেননি ৷"

  • Shameless @girirajsinghbjp & @BJP4India cannot handle women in power & in authority. Forget apologizing - he now lies outright, says he never said what he did!
    Shandilyaji - जिस पापी को गुण नहीं गोत्र प्यारा है, समझो उसने ही हमें यहां मारा है https://t.co/TgiCCJ21ED

    — Mahua Moitra (@MahuaMoitra) December 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নেতাজি ইন্দোর স্টেডিয়ামে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান ছিল মঙ্গলবার ৷ সেই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সলমন খান, অনিল কাপুর থেকে শত্রুঘ্ন সিনহার মতো ব্যক্তিত্বরা ৷ সেই অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন ৷ তাঁকে নিজের সঙ্গে নৃত্যের তালে পা মেলাতে বলেন সলমন ৷ প্রথমে রাজি না হলেও বলিউডের ভাইজানের অনুরোধে আর না করতে পারেননি মুখ্যমন্ত্রী ৷ ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে মমতার এই নাচ নিয়ে 'কুরুচিকর' মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ৷ তিনি বলেন, "গরীবের অধিকার ছিনিয়ে নিয়ে দুর্নীতি হচ্ছে ৷ আর ফিল্ম ফেস্টিভ্যালে সলমন খানের সঙ্গে 'ঠুমকা' লাগাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এটা দুর্ভাগ্যজনক ৷"

তাঁর এই মন্তব্যের পরেই সরব হয় তৃণমূল ৷ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের কড়া সমালোচনা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শশী পাঁজারা ৷ এরপর সরব হলেন তৃণমূল সাংসদরাও ৷

আরও পড়ুন:

  1. মমতাকে নিয়ে গিরিরাজ সিংয়ের বক্তব্যের পালটা সরব তৃণমূল
  2. চলচ্চিত্র উৎসবের মঞ্চে সলমন-অনিলের সঙ্গে জমিয়ে নাচলেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো
  3. অনিল, সলমনদের সম্মান দিতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন; নাচ প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর
Last Updated : Dec 7, 2023, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.