ETV Bharat / bharat

TMC Star Campaigners for Tripura Polls: ত্রিপুরায় ভোট প্রচারে তৃণমূলের 37 হেভিওয়েট !

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নামবেন 37 জন হেভিওয়েট (TMC Star Campaigners for Tripura Polls) ৷ কারা তাঁরা ?

TMC Star Campaigners for Tripura Polls
ফাইল ছবি
author img

By

Published : Feb 1, 2023, 4:55 PM IST

আগরতলা, 1 ফেব্রুয়ারি: ত্রিপুরায় ভোটপ্রচারে নামবেন তৃণমূল কংগ্রেসের 37 জন হেভিওয়েট নেতা ও নেত্রী (TMC Star Campaigners for Tripura Polls) ! বুধবার দলের পক্ষ থেকে তাঁদের নামের তালিকা প্রকাশ্যে আনা হয় ৷ এই বিষয়ে এদিন একটি টুইট করেছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ৷ সেই টুইটে বলা হয়েছে, "মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে পাথেয় করে ত্রিপুরার বুকে আসতে চলেছে উন্নয়নের নতুন যুগ ৷ বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তনের বার্তা নিয়ে ত্রিপুরায় প্রচারে আসতে চলেছেন আমাদের দলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ৷ রইল সেই তালিকা ৷ সকলকে ত্রিপুরার বুকে স্বাগত জানাই ৷"

সংশ্লিষ্ট তালিকার 1 ও 2 নম্বরে নাম রয়েছে যথাক্রমে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ৷ তাঁরা দু'জন যথাক্রমে আগামী 6 এবং 7 ফেব্রুয়ারি ত্রিপুরা সফরে আসবেন ৷ এছাড়াও ত্রিপুরায় ভোটপ্রচারে আসবেন দলের প্রবীণ নেতা তথা বাংলার রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ সব মিলিয়ে মোট 37 জন হেভিওয়েট ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটের প্রচার করবেন ৷ এই তালিকায় রয়েছেন মহুয়া মৈত্র, কাকলি ঘোষ দস্তিদার, মিমি চক্রবর্তী, ফিরহাদ হাকিম প্রমুখ ৷ ত্রিপুরায় আসবেন দলের মুখপাত্র কুণাল ঘোষ, মন্ত্রী শশী পাঁজা-সহ আরও অনেকে ৷ সব মিলিয়ে ত্রিপুরার ভোটে (Tripura Assembly Election 2023) বাংলার শাসকদলের ভোটপ্রচার জমাটি হবে বলেই মনে করা হচ্ছে ৷

  • .@MamataOfficial-এর আদর্শকে পাথেয় করে ত্রিপুরার বুকে আসতে চলেছে উন্নয়নের নতুন যুগ।

    বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তনের বার্তা নিয়ে ত্রিপুরায় প্রচারে আসতে চলেছেন আমাদের দলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। রইল সেই তালিকা।

    সকলকে ত্রিপুরার বুকে স্বাগত জানাই। pic.twitter.com/NjnGZzcOvj

    — AITC Tripura (@AITC4Tripura) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভোটমুখী ত্রিপুরায় নিরাপত্তায় জোর, থাকছে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

প্রসঙ্গত, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন বাংলার প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ ভোটপ্রচারে তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ৷ এছাড়াও ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা দলের নির্বাচন কমিটির চেয়ারম্যান পীযূষকান্তি বিশ্বাস, দলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং ত্রিপুরা তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিটির কো-চেয়ারম্যান অশিস লাল সিংও প্রচার কর্মসূচির অনেকটাই দায়ভার সামলাবেন ৷

এছাড়াও, তৃণমূলের তারকা প্রচারকদের মধ্যে থাকছেন সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্য এবং সুদীপ রাহা ৷ প্রসঙ্গত, এই তিনজনের প্রত্য়েকেই দলের যুব শাখার নেতৃত্বে বিভিন্ন পদ ও দায়িত্বে রয়েছেন ৷ ইতিমধ্য়েই ত্রিপুরায় মাটি কামড়ে লড়তেও দেখা গিয়েছে দেবাংশুকে ৷ দলীয় সহকর্মীদের নিয়ে একেবারে ত্রিপুরার রাস্তায় নেমে রাজনীতি করেছেন তিনি ৷

এর বাইরে সাংসদ তথা জনপ্রিয় অভিনেতা দেব, অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী, বিধায়ক ও সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী জুন মালিয়ার মতো সেলেব রাজনীতিকরা ত্রিপুরায় ভোটের প্রচার করতে আসবেন ৷

আগরতলা, 1 ফেব্রুয়ারি: ত্রিপুরায় ভোটপ্রচারে নামবেন তৃণমূল কংগ্রেসের 37 জন হেভিওয়েট নেতা ও নেত্রী (TMC Star Campaigners for Tripura Polls) ! বুধবার দলের পক্ষ থেকে তাঁদের নামের তালিকা প্রকাশ্যে আনা হয় ৷ এই বিষয়ে এদিন একটি টুইট করেছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ৷ সেই টুইটে বলা হয়েছে, "মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে পাথেয় করে ত্রিপুরার বুকে আসতে চলেছে উন্নয়নের নতুন যুগ ৷ বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তনের বার্তা নিয়ে ত্রিপুরায় প্রচারে আসতে চলেছেন আমাদের দলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ৷ রইল সেই তালিকা ৷ সকলকে ত্রিপুরার বুকে স্বাগত জানাই ৷"

সংশ্লিষ্ট তালিকার 1 ও 2 নম্বরে নাম রয়েছে যথাক্রমে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ৷ তাঁরা দু'জন যথাক্রমে আগামী 6 এবং 7 ফেব্রুয়ারি ত্রিপুরা সফরে আসবেন ৷ এছাড়াও ত্রিপুরায় ভোটপ্রচারে আসবেন দলের প্রবীণ নেতা তথা বাংলার রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ সব মিলিয়ে মোট 37 জন হেভিওয়েট ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটের প্রচার করবেন ৷ এই তালিকায় রয়েছেন মহুয়া মৈত্র, কাকলি ঘোষ দস্তিদার, মিমি চক্রবর্তী, ফিরহাদ হাকিম প্রমুখ ৷ ত্রিপুরায় আসবেন দলের মুখপাত্র কুণাল ঘোষ, মন্ত্রী শশী পাঁজা-সহ আরও অনেকে ৷ সব মিলিয়ে ত্রিপুরার ভোটে (Tripura Assembly Election 2023) বাংলার শাসকদলের ভোটপ্রচার জমাটি হবে বলেই মনে করা হচ্ছে ৷

  • .@MamataOfficial-এর আদর্শকে পাথেয় করে ত্রিপুরার বুকে আসতে চলেছে উন্নয়নের নতুন যুগ।

    বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তনের বার্তা নিয়ে ত্রিপুরায় প্রচারে আসতে চলেছেন আমাদের দলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। রইল সেই তালিকা।

    সকলকে ত্রিপুরার বুকে স্বাগত জানাই। pic.twitter.com/NjnGZzcOvj

    — AITC Tripura (@AITC4Tripura) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভোটমুখী ত্রিপুরায় নিরাপত্তায় জোর, থাকছে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

প্রসঙ্গত, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন বাংলার প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ ভোটপ্রচারে তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ৷ এছাড়াও ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা দলের নির্বাচন কমিটির চেয়ারম্যান পীযূষকান্তি বিশ্বাস, দলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং ত্রিপুরা তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিটির কো-চেয়ারম্যান অশিস লাল সিংও প্রচার কর্মসূচির অনেকটাই দায়ভার সামলাবেন ৷

এছাড়াও, তৃণমূলের তারকা প্রচারকদের মধ্যে থাকছেন সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্য এবং সুদীপ রাহা ৷ প্রসঙ্গত, এই তিনজনের প্রত্য়েকেই দলের যুব শাখার নেতৃত্বে বিভিন্ন পদ ও দায়িত্বে রয়েছেন ৷ ইতিমধ্য়েই ত্রিপুরায় মাটি কামড়ে লড়তেও দেখা গিয়েছে দেবাংশুকে ৷ দলীয় সহকর্মীদের নিয়ে একেবারে ত্রিপুরার রাস্তায় নেমে রাজনীতি করেছেন তিনি ৷

এর বাইরে সাংসদ তথা জনপ্রিয় অভিনেতা দেব, অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী, বিধায়ক ও সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী জুন মালিয়ার মতো সেলেব রাজনীতিকরা ত্রিপুরায় ভোটের প্রচার করতে আসবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.