আগরতলা, 1 ফেব্রুয়ারি: ত্রিপুরায় ভোটপ্রচারে নামবেন তৃণমূল কংগ্রেসের 37 জন হেভিওয়েট নেতা ও নেত্রী (TMC Star Campaigners for Tripura Polls) ! বুধবার দলের পক্ষ থেকে তাঁদের নামের তালিকা প্রকাশ্যে আনা হয় ৷ এই বিষয়ে এদিন একটি টুইট করেছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ৷ সেই টুইটে বলা হয়েছে, "মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে পাথেয় করে ত্রিপুরার বুকে আসতে চলেছে উন্নয়নের নতুন যুগ ৷ বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তনের বার্তা নিয়ে ত্রিপুরায় প্রচারে আসতে চলেছেন আমাদের দলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ৷ রইল সেই তালিকা ৷ সকলকে ত্রিপুরার বুকে স্বাগত জানাই ৷"
সংশ্লিষ্ট তালিকার 1 ও 2 নম্বরে নাম রয়েছে যথাক্রমে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ৷ তাঁরা দু'জন যথাক্রমে আগামী 6 এবং 7 ফেব্রুয়ারি ত্রিপুরা সফরে আসবেন ৷ এছাড়াও ত্রিপুরায় ভোটপ্রচারে আসবেন দলের প্রবীণ নেতা তথা বাংলার রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ সব মিলিয়ে মোট 37 জন হেভিওয়েট ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটের প্রচার করবেন ৷ এই তালিকায় রয়েছেন মহুয়া মৈত্র, কাকলি ঘোষ দস্তিদার, মিমি চক্রবর্তী, ফিরহাদ হাকিম প্রমুখ ৷ ত্রিপুরায় আসবেন দলের মুখপাত্র কুণাল ঘোষ, মন্ত্রী শশী পাঁজা-সহ আরও অনেকে ৷ সব মিলিয়ে ত্রিপুরার ভোটে (Tripura Assembly Election 2023) বাংলার শাসকদলের ভোটপ্রচার জমাটি হবে বলেই মনে করা হচ্ছে ৷
-
.@MamataOfficial-এর আদর্শকে পাথেয় করে ত্রিপুরার বুকে আসতে চলেছে উন্নয়নের নতুন যুগ।
— AITC Tripura (@AITC4Tripura) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তনের বার্তা নিয়ে ত্রিপুরায় প্রচারে আসতে চলেছেন আমাদের দলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। রইল সেই তালিকা।
সকলকে ত্রিপুরার বুকে স্বাগত জানাই। pic.twitter.com/NjnGZzcOvj
">.@MamataOfficial-এর আদর্শকে পাথেয় করে ত্রিপুরার বুকে আসতে চলেছে উন্নয়নের নতুন যুগ।
— AITC Tripura (@AITC4Tripura) February 1, 2023
বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তনের বার্তা নিয়ে ত্রিপুরায় প্রচারে আসতে চলেছেন আমাদের দলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। রইল সেই তালিকা।
সকলকে ত্রিপুরার বুকে স্বাগত জানাই। pic.twitter.com/NjnGZzcOvj.@MamataOfficial-এর আদর্শকে পাথেয় করে ত্রিপুরার বুকে আসতে চলেছে উন্নয়নের নতুন যুগ।
— AITC Tripura (@AITC4Tripura) February 1, 2023
বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তনের বার্তা নিয়ে ত্রিপুরায় প্রচারে আসতে চলেছেন আমাদের দলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। রইল সেই তালিকা।
সকলকে ত্রিপুরার বুকে স্বাগত জানাই। pic.twitter.com/NjnGZzcOvj
আরও পড়ুন: ভোটমুখী ত্রিপুরায় নিরাপত্তায় জোর, থাকছে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
প্রসঙ্গত, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন বাংলার প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ ভোটপ্রচারে তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ৷ এছাড়াও ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা দলের নির্বাচন কমিটির চেয়ারম্যান পীযূষকান্তি বিশ্বাস, দলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং ত্রিপুরা তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিটির কো-চেয়ারম্যান অশিস লাল সিংও প্রচার কর্মসূচির অনেকটাই দায়ভার সামলাবেন ৷
এছাড়াও, তৃণমূলের তারকা প্রচারকদের মধ্যে থাকছেন সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্য এবং সুদীপ রাহা ৷ প্রসঙ্গত, এই তিনজনের প্রত্য়েকেই দলের যুব শাখার নেতৃত্বে বিভিন্ন পদ ও দায়িত্বে রয়েছেন ৷ ইতিমধ্য়েই ত্রিপুরায় মাটি কামড়ে লড়তেও দেখা গিয়েছে দেবাংশুকে ৷ দলীয় সহকর্মীদের নিয়ে একেবারে ত্রিপুরার রাস্তায় নেমে রাজনীতি করেছেন তিনি ৷
এর বাইরে সাংসদ তথা জনপ্রিয় অভিনেতা দেব, অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী, বিধায়ক ও সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী জুন মালিয়ার মতো সেলেব রাজনীতিকরা ত্রিপুরায় ভোটের প্রচার করতে আসবেন ৷