নয়াদিল্লি, 30 অগস্ট: প্রতারণার শিকার হয়েছেন বডি বিল্ডিংখ্যাত তিহাড় জেলের সহকারী-সুপার দীপক শর্মা ৷ এই পুলিশ আধিকারিক দিল্লির মধু বিহার থানায় 51 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেছেন ৷ জানা গিয়েছে, তিনি একটি স্বাস্থ্য পরিপূরক বা ফুড সাপ্লিমেন্টারি পণ্যে বিনিয়োগ করেছিলেন এবং তাঁকে সেই পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছিল ৷ ঘটনায় রৌনক গুলিয়া নামে এক মহিলা এবং তাঁর স্বামী অঙ্কিত গুলিয়ার বিরুদ্ধে দীপক শর্মাকে প্রতারণার অভিযোগ উঠেছে ৷ এই মহিলার সঙ্গে দীপক শর্মার প্রথম পরিচয় হয় একটি টিভি-শো তে ৷ সেখানে দীপক শর্মার সঙ্গে রৌনক গুলিয়া প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন ৷
পুলিশ সূত্রে খবর, তিহাড় জেলের এএসপি দীপক শর্মা পূর্ব দিল্লির পশ্চিম বিনোদ নগরে পরিবারের সঙ্গে থাকেন ৷ কয়েক বছর আগে একটি বেসরকারি চ্যানেলের রিয়ালিটি শো-তে অংশ নেন দীপক শর্মা ৷ বডি বিল্ডিংয়ের কারণে তিনি পরিচিত মুখ বলে, সেখানে তাঁকে প্রতিযোগী করা হয় ৷ সেই শো-তে রৌনক গুলিয়া নামে এই মহিলাও প্রতিযোগী ছিলেন ৷ 2021 সালের ওই শো-এর পর দীপক এবং রৌনকের ভালো বন্ধুত্ব হয় ৷ রৌনক 2022 সালে তাঁর স্বামী অঙ্কিতের সঙ্গে দীপক শর্মার পরিচয় করিয়ে দেন ৷ দীপক শর্মা তাঁর অভিযোগে জানিয়েছেন, অঙ্কিত একজন বড় ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিলেন নিজেকে ৷
এমনকি 2022 সালের মে মাসে রৌনক এবং তাঁর স্বামী সংস্থার এক ফুড সাপ্লিমেন্টারি পণ্যের উদ্ধোধনে গিয়েছিলেন দীপক শর্মা ৷ এক বডি বিল্ডার হিসেবে বন্ধুর আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন তিনি ৷ এক কয়েকমাস পরেই রৌনক গুলিয়া দীপকের সঙ্গে দেখা করেন এবং তাঁকে অঙ্কিতের সংস্থায় বিনিয়োগের প্রস্তাব দেন ৷ এমনকী 15 শতাংশ লভ্যাংশ এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার প্রস্তাবও দেন রৌনক ৷ এর জন্য 50 লক্ষ টাকার বিনিয়োগ করতে বলেন তিনি ৷ সেই মতো পুলিশের এই আধিকারিক মোট 51 লক্ষ টাকা বিনিয়োগ করেন ৷
আরও পড়ুন: স্বামীকে পুলিশে ধরেছে, শুনেই প্রতারককে সব গয়না তুলে দিলেন গৃহবধূ
দীপক শর্মা তাঁর অভিযোগে জানিয়েছেন, গত এপ্রিল মাসে তাঁর লভ্যাংশের প্রথম কিস্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু, সেই টাকা তিনি পাননি ৷ সেই সময় রৌনকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন দীপক শর্মা ৷ তবে, রৌনকের সঙ্গে তিনি কোনওভাবেই যোগাযোগ করতে পারেননি ৷ এর পরেই রৌনক গুলিয়া এবং তাঁর স্বামী অঙ্কিত গুলিয়া সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন দীপক শর্মা ৷ তিনি জানতে পারেন, এই দু’জন আগেও অনেকের সঙ্গে এভাবে প্রতারণা করেছেন ৷ এর পরেই পূর্ব দিল্লির মধু বিহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা পলাতক ৷ তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা ৷