ETV Bharat / bharat

Three Youth Drowned at Khanjo River: বোকারোর খাঞ্জো নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন 3 যুবক - নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন 3 যুবক

Youths Drown at Khanjo River in Bokaro: বোকারো খাঞ্জো নদীতে তলিয়ে গেলেন 3 যুবক ৷ জানা গিয়েছে, তাঁরা সম্পর্ক ভাই হন ৷ বাড়ি থেকে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনজন ৷ সেখানে গিয়ে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যান তিন জনেই ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 4:06 PM IST

বোকারো, 10 সেপ্টেম্বর: বোকারোর খাঞ্জো নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন তিন যুবক ৷ শনিবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের বোকারো জেলার জারিডিহ থানা এলাকার জিনা বস্তির কাছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জারিডিহ থানা ও পেটোয়ার থানার পুলিশ ৷ ডুবুরিদের নামিয়ে ওই তিন যুবকের খোঁজ শুরু করেছে প্রশাসন ৷ জানা গিয়েছে, ওই তিন যুবক সম্পর্কে ভাই ৷ নিখোঁজ যুবকদের বাড়িতে খবর দেওয়া হল, তাঁরাও খাঞ্জো নদীর ধারে এসে পৌঁছান ৷

বোকারো জেলার জারিডিহ থানা এলাকার জৈনম মোড়ের কাছে শিক্ষক কলোনির বাসিন্দা মনোজ রাই ৷ তাঁর দুই ছেলে আকাশ রাই ও মণিশ রাই এবং তাঁদের খুড়তুতো ভাই নীতেশ রাই ৷ এই তিন যুবক ঘুরতে যাচ্ছেন বলে বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন ৷ অনেকক্ষণ হয়ে গেলেও তিনজন বাড়িতে না ফেরায় আকাশকে তাঁর মা ফোন করেন ৷ সেই সময় তিনি বাড়িতে জানিয়েছিলেন, তাঁরা খাঞ্জো নদীতে স্নান করছেন ৷ স্নান সেরে দ্রুত বাড়ি ফিরবেন ৷

কিন্তু, সন্ধ্যা হয়ে গেলেও তিন ভাইয়ের কেউ বাড়ি ফেরেননি ৷ এর পরেই পরিজনেরা আকাশ, মণিশ এবং নীতেশের খোঁজে জিনা বস্তি এলাকার কাছে খাঞ্জো নদীর পাড়ে পৌঁছান ৷ সেখানে রাস্তার ধারে তাঁদের গাড়ি দাঁড় করানো ছিল ৷ গাড়ির ভিতরে তিনজনের জামাকাপড় এবং মোবাইল ফোনও পাওয়া গিয়েছে ৷ কিন্তু, তাঁদের কোনও হদিস পাননি পরিবারের সদস্যরা ৷ এর পরেই দ্রুত জারিডিহি থানায় খবর দেওয়া হয় ৷ সেখান থেকে পেটোয়ার থানার পুলিশকেও খবর দেওয়া হয় ৷ দুই থানার পুলিশ আধিকারিক এবং কর্মীরা নদীর পাড়ে পৌঁছান ৷

আরও পড়ুন: আত্রেয়ী নদীতে দুর্ঘটনা ! স্নান করতে নেমে মৃত্যু যুবকের

জানা গিয়েছে, পুলিশ যে সময় সেখানে পৌঁছায়, তখন মুশলাধার বৃষ্টি হচ্ছিল ৷ ফলে ডুবুরি নামিয়ে উদ্ধারকাজে সমস্যা হয় ৷ খারাপ আবহাওয়ার কারণে নদীতে স্রোত অনেক বেশি ছিল বলে জানা গিয়েছে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী ওই তিন যুবকের খোঁজে নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি জারি রয়েছে ৷ তবে, তাঁদের কোনও খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷ জারিডিহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালন রবিদাস জানান, রাত থেকে বেলা গড়িয়ে গেলেও তিনজনের খোঁজ মেলেনি ৷ নদীতে প্রবল স্রোত রয়েছে ৷ তা হলে ওই তিনজন অন্যত্র ভেসে গিয়ে থাকতে পারেন বলেও মনে করছে পুলিশ ৷

বোকারো, 10 সেপ্টেম্বর: বোকারোর খাঞ্জো নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন তিন যুবক ৷ শনিবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের বোকারো জেলার জারিডিহ থানা এলাকার জিনা বস্তির কাছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জারিডিহ থানা ও পেটোয়ার থানার পুলিশ ৷ ডুবুরিদের নামিয়ে ওই তিন যুবকের খোঁজ শুরু করেছে প্রশাসন ৷ জানা গিয়েছে, ওই তিন যুবক সম্পর্কে ভাই ৷ নিখোঁজ যুবকদের বাড়িতে খবর দেওয়া হল, তাঁরাও খাঞ্জো নদীর ধারে এসে পৌঁছান ৷

বোকারো জেলার জারিডিহ থানা এলাকার জৈনম মোড়ের কাছে শিক্ষক কলোনির বাসিন্দা মনোজ রাই ৷ তাঁর দুই ছেলে আকাশ রাই ও মণিশ রাই এবং তাঁদের খুড়তুতো ভাই নীতেশ রাই ৷ এই তিন যুবক ঘুরতে যাচ্ছেন বলে বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন ৷ অনেকক্ষণ হয়ে গেলেও তিনজন বাড়িতে না ফেরায় আকাশকে তাঁর মা ফোন করেন ৷ সেই সময় তিনি বাড়িতে জানিয়েছিলেন, তাঁরা খাঞ্জো নদীতে স্নান করছেন ৷ স্নান সেরে দ্রুত বাড়ি ফিরবেন ৷

কিন্তু, সন্ধ্যা হয়ে গেলেও তিন ভাইয়ের কেউ বাড়ি ফেরেননি ৷ এর পরেই পরিজনেরা আকাশ, মণিশ এবং নীতেশের খোঁজে জিনা বস্তি এলাকার কাছে খাঞ্জো নদীর পাড়ে পৌঁছান ৷ সেখানে রাস্তার ধারে তাঁদের গাড়ি দাঁড় করানো ছিল ৷ গাড়ির ভিতরে তিনজনের জামাকাপড় এবং মোবাইল ফোনও পাওয়া গিয়েছে ৷ কিন্তু, তাঁদের কোনও হদিস পাননি পরিবারের সদস্যরা ৷ এর পরেই দ্রুত জারিডিহি থানায় খবর দেওয়া হয় ৷ সেখান থেকে পেটোয়ার থানার পুলিশকেও খবর দেওয়া হয় ৷ দুই থানার পুলিশ আধিকারিক এবং কর্মীরা নদীর পাড়ে পৌঁছান ৷

আরও পড়ুন: আত্রেয়ী নদীতে দুর্ঘটনা ! স্নান করতে নেমে মৃত্যু যুবকের

জানা গিয়েছে, পুলিশ যে সময় সেখানে পৌঁছায়, তখন মুশলাধার বৃষ্টি হচ্ছিল ৷ ফলে ডুবুরি নামিয়ে উদ্ধারকাজে সমস্যা হয় ৷ খারাপ আবহাওয়ার কারণে নদীতে স্রোত অনেক বেশি ছিল বলে জানা গিয়েছে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী ওই তিন যুবকের খোঁজে নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি জারি রয়েছে ৷ তবে, তাঁদের কোনও খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷ জারিডিহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালন রবিদাস জানান, রাত থেকে বেলা গড়িয়ে গেলেও তিনজনের খোঁজ মেলেনি ৷ নদীতে প্রবল স্রোত রয়েছে ৷ তা হলে ওই তিনজন অন্যত্র ভেসে গিয়ে থাকতে পারেন বলেও মনে করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.