ETV Bharat / bharat

Bihar Land Dispute: জমি বিবাদকে কেন্দ্র করে গুলির লড়াই, বিহারে মৃত 3

জমি বিবাদকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে বিহারের মধুবনীর শাহরওয়া গ্রাম ৷ এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক মহিলা-সহ 3 জনের ৷ তদন্ত শুরু করেছে পুুলিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Apr 1, 2023, 9:02 PM IST

মধুবনী, 1 এপ্রিল: জমি বিবাদকে কেন্দ্র করে এক শ্যুট-আউটে বিহারের মধুবনী জেলায় প্রাণ গেল তিন জনের ৷ জেলার লৌখা পুলিশ স্টেশনের অন্তর্গত শাহরওয়া গ্রামে এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ ৷ মৃতদের মধ্যে রয়েছেন, মাধোপুর পঞ্চায়েতের প্রধান অরবিন্দ গুরমাইতার ভাই ও মা ৷ এছাড়াও গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্য এক ব্যক্তিরও ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন জমি বিবাদকে কেন্দ্র করে বিবাদমান দু'পক্ষের মধ্যেই গুলি বিনিময় হয় ৷ গুরুতর যখম হন ওই তিনজন ৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই তিন জনকেই মৃত বলে ঘোষণা করা হয় ৷ ঘটনার খবর পেয়ে এলাকায় যান ফুলপরাসের ডিএসপি প্রভাতকুমার শর্মা ৷ তিনিও জানিয়েছেন, এদিনের শ্যুট-আউটের ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন তিন জন ৷ হাসপাতালে নিয়ে গেলেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি ৷ ঘটনায় একপক্ষের 2 জন ও অপর পক্ষের 1 জন মারা গিয়েছেন ৷

ফুলপরাসের ডিএসপি প্রভাতকুমার শর্মা আরও জানিয়েছেন, এই ঘটনার পর ওই এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ পরিস্থিতির যাতে আর কোনও অবনমন না-ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে ৷ তদন্ত চলছে, দোষীদের খুঁজে বের করে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল ৷ শনিবার তা চরমে ওঠে ৷ হঠাৎই দু'পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই তিনজন ৷ বাকিরা এলাকা ছেড়ে পালায় ৷ ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় ৷ গ্রামবাসীরা জানিয়েছেন, জমি বিবাদ যে এই মাত্রা পাবে তা তাঁরা কল্পনাও করতে পারেননি ৷ এই ঘটনার পর মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ৷

আরও পড়ুন: গুজরাতে তরুণীকে ধর্ষণে অভিযুক্ত ইনস্টাগ্রাম থেকে পরিচয় হওয়া যুবক

মধুবনী, 1 এপ্রিল: জমি বিবাদকে কেন্দ্র করে এক শ্যুট-আউটে বিহারের মধুবনী জেলায় প্রাণ গেল তিন জনের ৷ জেলার লৌখা পুলিশ স্টেশনের অন্তর্গত শাহরওয়া গ্রামে এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ ৷ মৃতদের মধ্যে রয়েছেন, মাধোপুর পঞ্চায়েতের প্রধান অরবিন্দ গুরমাইতার ভাই ও মা ৷ এছাড়াও গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্য এক ব্যক্তিরও ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন জমি বিবাদকে কেন্দ্র করে বিবাদমান দু'পক্ষের মধ্যেই গুলি বিনিময় হয় ৷ গুরুতর যখম হন ওই তিনজন ৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই তিন জনকেই মৃত বলে ঘোষণা করা হয় ৷ ঘটনার খবর পেয়ে এলাকায় যান ফুলপরাসের ডিএসপি প্রভাতকুমার শর্মা ৷ তিনিও জানিয়েছেন, এদিনের শ্যুট-আউটের ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন তিন জন ৷ হাসপাতালে নিয়ে গেলেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি ৷ ঘটনায় একপক্ষের 2 জন ও অপর পক্ষের 1 জন মারা গিয়েছেন ৷

ফুলপরাসের ডিএসপি প্রভাতকুমার শর্মা আরও জানিয়েছেন, এই ঘটনার পর ওই এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ পরিস্থিতির যাতে আর কোনও অবনমন না-ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে ৷ তদন্ত চলছে, দোষীদের খুঁজে বের করে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল ৷ শনিবার তা চরমে ওঠে ৷ হঠাৎই দু'পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই তিনজন ৷ বাকিরা এলাকা ছেড়ে পালায় ৷ ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় ৷ গ্রামবাসীরা জানিয়েছেন, জমি বিবাদ যে এই মাত্রা পাবে তা তাঁরা কল্পনাও করতে পারেননি ৷ এই ঘটনার পর মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ৷

আরও পড়ুন: গুজরাতে তরুণীকে ধর্ষণে অভিযুক্ত ইনস্টাগ্রাম থেকে পরিচয় হওয়া যুবক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.