ত্রিভান্দ্রম(কেরল), 22 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেরল সফরের আগে আত্মঘাতী হামলার হুমকি দিয়ে চিঠি এল ৷ কেরলে বিজেপির রাজ্য অফিসে চিঠিটি পাঠানো হয়েছে বলে খবর ৷ তা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে তুমুল চাঞ্চল্য সৃষ্টি করেছে । কেরল পুলিশ এবং গোয়েন্দা সংস্থা হুমকির চিঠির তদন্ত শুরু করেছে । এই চিঠিটি জোসেফ জন নাদুমুথামিল নামে এক ব্যক্তির কাছ থেকে এসেছে ৷ তাঁর বাড়ি এর্নাকুলামে। তিনিই চিঠিটি পাঠিয়েছেন নাকি তাঁর নাম করে অন্য কেউ এই কাজটি করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর, চিঠিটি এক সপ্তাহ আগে বিজেপির রাজ্য কমিটির অফিসে আসে ৷ পরে তা কেরল পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ তবে ঘটনাটি প্রকাশ্যে এসেছে শনিবার সকালে । সোমবার অর্থাৎ 24 এপ্রিল বিকেল পাঁচটায় কেরল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কেরলে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন তিনি ৷ এছাড়াও দু'দিনের সফরে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর । সেনাবাহিনীর বিশেষ বিমানে মধ্যপ্রদেশ থেকে কেরলের উদ্দেশে উড়ে যাবেন প্রধানমন্ত্রী । সেদিনের প্রথম কর্মসূচি হিসাবে সাড়ে পাঁচটা নাগাদ তিনি বিজেপির রোডশোতে যোগ দেবেন । তারপর থেভারা সেক্রেড হার্ট কলেজের মাঠে বিজেপি নেতৃত্বাধীন যুব সংগঠনগুলির তরফে আয়োজিত 'যুবম'-এর উদ্বোধন করবেন । রাতে তাজ মালাবার হোটেলে রাতে বিশ্রাম নেবেন তিনি ।
মঙ্গলবার প্রধানমন্ত্রী কোচি থেকে সকাল 9.25-এর উড়ান ধরবেন এবং 10.15তে তিরুবনন্তপুরম বিমানবন্দরে পৌঁছবেন । সেখানে তিনি সকাল 10.30 নাগাদ সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন । সকাল 11টায় সেন্ট্রাল স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী । কেরল সফরে প্রধানমন্ত্রী মোট চারটি রেল প্রকল্পের উদ্বোধন করবেন ৷ টেকনো সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং কোচি ওয়াটার মেট্রোর উদ্বোধনও করবেন । দুপুর 12টা 40 মিনিটে তিনি সুরাতের উদ্দেশে রওনা দেবেন ।
আরও পড়ুন: সুদানে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে উদ্ধারের নির্দেশ মোদির