ETV Bharat / bharat

কুম্ভমেলায় ভুয়ো করোনা পরীক্ষা, মামলার নির্দেশ উত্তরাখণ্ড সরকারের

কুম্ভমেলা চলাকালীন করোনা পরীক্ষা কেলেঙ্কারিতে হরিদ্বার জেলা প্রশাসনকে এফআইআর দায়ের করার নির্দেশ দিল উত্তরাখণ্ড সরকার ৷ মেলা চলাকালীন হরিদ্বারে পাঁচটি জায়গায় করোনা পরীক্ষা করার জন্য দিল্লি ও হরিয়ানা থেকে যে পরীক্ষাগারগুলি ছিল, তাদের বিরুদ্ধে মামলা করার আদেশ দেওয়া হয়েছে ৷

কুম্ভমেলা
কুম্ভমেলা
author img

By

Published : Jun 17, 2021, 12:13 PM IST

নয়াদিল্লি, 17 জুন : কুম্ভমেলার সময় ভুয়ো কোভিড পরীক্ষা করার অভিযোগে বেসরকারি পরীক্ষাগারগুলির বিরুদ্ধে মামলা করতে হরিদ্বার জেলা প্রশাসনকে নির্দেশ দিল উত্তরাখণ্ড সরকার ৷ বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ কুম্ভমেলার সময় অর্থাৎ 1 থেকে 30 এপ্রিল পর্যন্ত করোনা পরীক্ষার জন্য মূলত দিল্লি ও হরিয়ানা ভিত্তিক এই বেসরকারি পরীক্ষাগারগুলি রাজ্য সরকার দ্বারা নিযুক্ত হয়েছিল ৷

মহাকুম্ভ চলাকালীন করোনা পরীক্ষা কেলেঙ্কারিতে হরিদ্বার জেলা প্রশাসনকে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ড সরকার ৷ মেলা চলাকালীন হরিদ্বারে পাঁচটি জায়গায় করোনা পরীক্ষা করার জন্য দিল্লি ও হরিয়ানা থেকে যে পরীক্ষাগারগুলি ছিল, তাদের বিরুদ্ধে মামলা করার আদেশ দেওয়া হয়েছে ৷ সংবাদ সংস্থা এএনআইকে এমনটাই জানান রাজ্য সরকারের মুখপাত্র সুবোধ ইউনিয়াল ৷

গত সপ্তাহে, ধর্মীয় সমাবেশে এক লাখেরও বেশি জাল করোনা পরীক্ষা-নিরীক্ষার খবর প্রকাশিত হওয়ার পর হরিদ্বার জেলা প্রশাসন এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে ৷ রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, উত্তরাখণ্ড হাইকোর্ট থেকে নির্ধারণ করে দেওয়া দৈনিক 50 হাজার করোনা পরীক্ষার কোটা পূরণের জন্যই পরীক্ষাগারগুলি এই ধরনের জাল পরীক্ষা করেছে ৷

এই বিষয়ে হরিদ্বার জেলা ম্যাজিস্ট্রেট সি রবিশঙ্কর বলেন, ‘‘কুম্ভমেলা চলাকালীন যে সমস্ত পরীক্ষাগারগুলিকে করোনা আরটি-পিসিআর এবং র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল তা আপাতত আটকানো হয়েছে ৷’’

কুম্ভমেলা চলাকালীন করোনা পরীক্ষার জন্য 22টি বেসরকারি পরীক্ষাগার ভাড়া করা হয়েছিল ৷ হরিদ্বারে অনুষ্ঠিত এই ধর্মীয় সমাবেশে কমপক্ষে 70 লাখ ভক্ত অংশ নিয়েছেন বলে ধারণা ৷ পিটিআই সূত্রে খবর, এই ধর্মীয় সমাবেশে মেডিক্যাল কর্মীদের দ্বারা পরিচালিত প্রায় দু'লাখ ভক্তের করোনা পরীক্ষা করা হয় ৷ যার মধ্যে 2 হাজার 600 জনের করোনা পজিটিভ ধরা পড়ে ৷

আরও পড়ুন : বিধানসভা নির্বাচন, কুম্ভ মেলায় ছড়িয়েছে করোনা সংক্রমণ, জনস্বার্থ মামলার শুনানি আজ

নয়াদিল্লি, 17 জুন : কুম্ভমেলার সময় ভুয়ো কোভিড পরীক্ষা করার অভিযোগে বেসরকারি পরীক্ষাগারগুলির বিরুদ্ধে মামলা করতে হরিদ্বার জেলা প্রশাসনকে নির্দেশ দিল উত্তরাখণ্ড সরকার ৷ বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ কুম্ভমেলার সময় অর্থাৎ 1 থেকে 30 এপ্রিল পর্যন্ত করোনা পরীক্ষার জন্য মূলত দিল্লি ও হরিয়ানা ভিত্তিক এই বেসরকারি পরীক্ষাগারগুলি রাজ্য সরকার দ্বারা নিযুক্ত হয়েছিল ৷

মহাকুম্ভ চলাকালীন করোনা পরীক্ষা কেলেঙ্কারিতে হরিদ্বার জেলা প্রশাসনকে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ড সরকার ৷ মেলা চলাকালীন হরিদ্বারে পাঁচটি জায়গায় করোনা পরীক্ষা করার জন্য দিল্লি ও হরিয়ানা থেকে যে পরীক্ষাগারগুলি ছিল, তাদের বিরুদ্ধে মামলা করার আদেশ দেওয়া হয়েছে ৷ সংবাদ সংস্থা এএনআইকে এমনটাই জানান রাজ্য সরকারের মুখপাত্র সুবোধ ইউনিয়াল ৷

গত সপ্তাহে, ধর্মীয় সমাবেশে এক লাখেরও বেশি জাল করোনা পরীক্ষা-নিরীক্ষার খবর প্রকাশিত হওয়ার পর হরিদ্বার জেলা প্রশাসন এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে ৷ রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, উত্তরাখণ্ড হাইকোর্ট থেকে নির্ধারণ করে দেওয়া দৈনিক 50 হাজার করোনা পরীক্ষার কোটা পূরণের জন্যই পরীক্ষাগারগুলি এই ধরনের জাল পরীক্ষা করেছে ৷

এই বিষয়ে হরিদ্বার জেলা ম্যাজিস্ট্রেট সি রবিশঙ্কর বলেন, ‘‘কুম্ভমেলা চলাকালীন যে সমস্ত পরীক্ষাগারগুলিকে করোনা আরটি-পিসিআর এবং র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল তা আপাতত আটকানো হয়েছে ৷’’

কুম্ভমেলা চলাকালীন করোনা পরীক্ষার জন্য 22টি বেসরকারি পরীক্ষাগার ভাড়া করা হয়েছিল ৷ হরিদ্বারে অনুষ্ঠিত এই ধর্মীয় সমাবেশে কমপক্ষে 70 লাখ ভক্ত অংশ নিয়েছেন বলে ধারণা ৷ পিটিআই সূত্রে খবর, এই ধর্মীয় সমাবেশে মেডিক্যাল কর্মীদের দ্বারা পরিচালিত প্রায় দু'লাখ ভক্তের করোনা পরীক্ষা করা হয় ৷ যার মধ্যে 2 হাজার 600 জনের করোনা পজিটিভ ধরা পড়ে ৷

আরও পড়ুন : বিধানসভা নির্বাচন, কুম্ভ মেলায় ছড়িয়েছে করোনা সংক্রমণ, জনস্বার্থ মামলার শুনানি আজ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.