ETV Bharat / bharat

লকডাউন শিথিল হতেই বেলাগাম জনতা, কড়া পদক্ষেপের নির্দেশ দিল্লি হাইকোর্টের - করোনা

দিল্লির দোকান বাজারে মাস্ক ছাড়া লোকজনকে ঘুরেতে দেখার ছবি দেখে রীতিমত শঙ্কা প্রকাশ করেছেন বিচারপতিরা ৷ তাঁরা দিল্লি সরকারকে এর জন্য ভর্ৎসনা করেছেন ৷ সেই সঙ্গে সরকারের কাছে তাঁদের প্রশ্ন, সঙ্কট কি একেবারে কেটে গিয়েছে? এ নিয়ে আদালত জানিয়েছে, জাতীয় রাজধানীতে করোনার সংক্রমণ রোধ করতে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন রয়েছে ৷

the-delhi-high-court-on-friday-took-suo-motu-cognizance-of-various-images-of-marketplaces-circulated-from-in-delhi
লকডাউন শিথিল হতেই বেলাগাম জনতা, কড়া পদক্ষেপের নির্দেশ দিল্লি হাইকোর্টের
author img

By

Published : Jun 18, 2021, 5:25 PM IST

নয়াদিল্লি, 18 জুন : এই সপ্তাহের শুরু থেকে দিল্লিতে লকডাউন পরিস্থিতি বেশ কিছিটা শিথিল করা হয়েছে ৷ যেখানে দোকানপাট খোলা থেকে জনজীবনের একাধিক বিষয়ের নিয়মে শিথিল করেছে দিল্লি সরকার ৷ যার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভয়ঙ্কর সব ছবি ফুটে উঠেছে ৷ যেখানে দেখা যাচ্ছে, লোকজন মাস্ক ছাড়াই বাজারে ঘুরে বেড়াচ্ছেন ৷ বাজারগুলিতে অধিকাংশ বিক্রেতাদের মুখে মাস্ক নেই ৷ লোকজন নিজেদের খেয়াল খুশি মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ৷ এই ছবি সামনে আসতেই এবার সুয়োমোটো শুরু করল দিল্লি হাইকোর্ট ৷ যেখানে কেন্দ্র এবং দিল্লি সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে নোটিস পাঠাল বিচারপতি নবীন চাওলা এবং বিচারপতি আশা মেনন’র ডিভিশন বেঞ্চ ৷

জানা গিয়েছে, দিল্লির দোকান বাজারে মাস্ক ছাড়া লোকজনকে ঘুরেতে দেখার ছবি দেখে রীতিমত শঙ্কা প্রকাশ করেছেন বিচারপতিরা ৷ তাঁরা দিল্লি সরকারকে এর জন্য ভর্ৎসনা করেছেন ৷ সেই সঙ্গে সরকারের কাছে তাঁদের প্রশ্ন, সঙ্কট কি একেবারে কেটে গিয়েছে? এ নিয়ে আদালত জানিয়েছে, জাতীয় রাজধানীতে করোনার সংক্রমণ রোধ করতে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন রয়েছে ৷ সেই সঙ্গে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, আরও কড়া পদক্ষেপ করতে হবে এবং সেই সঙ্গে করোনা সংক্রান্ত নিয়মবিধি না মানলে দোকানদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে বলা হয়েছে ৷

আরও পড়ুন : Delhi Unlock: তিন মাসে সংক্রমণ সর্বনিম্ন, বিধিনিষেধ আরও শিথিল দিল্লিতে

কেন্দ্র এবং দিল্লি সরকারের তরফে আদালতে হাজির থাকা আইনজীবীরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ৷ দিল্লি হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে, লোকজন এভাবে সংক্রমণকে তাঁদের বাড়িতে নিয়ে যাচ্ছেন এবং সেখানকে নিজেদের পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে ৷ কোভিড-19’র দ্বিতীয় ঢেউ এখনও চলে যায়নি ৷ প্রসঙ্গত, আজকেই মামলার শুনানিতে দিল্লি এইমস’র চিকিৎসকরা দিল্লির বিভিন্ন এলাকার ভিড়ের ছবি আদালতে পেশ করেছিলেন ৷ তার প্রেক্ষিতেই এই মন্তব্য করেন বিচারপতিরা ৷

নয়াদিল্লি, 18 জুন : এই সপ্তাহের শুরু থেকে দিল্লিতে লকডাউন পরিস্থিতি বেশ কিছিটা শিথিল করা হয়েছে ৷ যেখানে দোকানপাট খোলা থেকে জনজীবনের একাধিক বিষয়ের নিয়মে শিথিল করেছে দিল্লি সরকার ৷ যার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভয়ঙ্কর সব ছবি ফুটে উঠেছে ৷ যেখানে দেখা যাচ্ছে, লোকজন মাস্ক ছাড়াই বাজারে ঘুরে বেড়াচ্ছেন ৷ বাজারগুলিতে অধিকাংশ বিক্রেতাদের মুখে মাস্ক নেই ৷ লোকজন নিজেদের খেয়াল খুশি মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ৷ এই ছবি সামনে আসতেই এবার সুয়োমোটো শুরু করল দিল্লি হাইকোর্ট ৷ যেখানে কেন্দ্র এবং দিল্লি সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে নোটিস পাঠাল বিচারপতি নবীন চাওলা এবং বিচারপতি আশা মেনন’র ডিভিশন বেঞ্চ ৷

জানা গিয়েছে, দিল্লির দোকান বাজারে মাস্ক ছাড়া লোকজনকে ঘুরেতে দেখার ছবি দেখে রীতিমত শঙ্কা প্রকাশ করেছেন বিচারপতিরা ৷ তাঁরা দিল্লি সরকারকে এর জন্য ভর্ৎসনা করেছেন ৷ সেই সঙ্গে সরকারের কাছে তাঁদের প্রশ্ন, সঙ্কট কি একেবারে কেটে গিয়েছে? এ নিয়ে আদালত জানিয়েছে, জাতীয় রাজধানীতে করোনার সংক্রমণ রোধ করতে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন রয়েছে ৷ সেই সঙ্গে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, আরও কড়া পদক্ষেপ করতে হবে এবং সেই সঙ্গে করোনা সংক্রান্ত নিয়মবিধি না মানলে দোকানদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে বলা হয়েছে ৷

আরও পড়ুন : Delhi Unlock: তিন মাসে সংক্রমণ সর্বনিম্ন, বিধিনিষেধ আরও শিথিল দিল্লিতে

কেন্দ্র এবং দিল্লি সরকারের তরফে আদালতে হাজির থাকা আইনজীবীরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ৷ দিল্লি হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে, লোকজন এভাবে সংক্রমণকে তাঁদের বাড়িতে নিয়ে যাচ্ছেন এবং সেখানকে নিজেদের পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে ৷ কোভিড-19’র দ্বিতীয় ঢেউ এখনও চলে যায়নি ৷ প্রসঙ্গত, আজকেই মামলার শুনানিতে দিল্লি এইমস’র চিকিৎসকরা দিল্লির বিভিন্ন এলাকার ভিড়ের ছবি আদালতে পেশ করেছিলেন ৷ তার প্রেক্ষিতেই এই মন্তব্য করেন বিচারপতিরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.