ETV Bharat / bharat

Terrorist Attack in Jammu and Kashmir : কাশ্মীরে পুলিশের বাসে জঙ্গি হামলা, দুই পুলিশকর্মীর মৃত্যুতে শোকপ্রকাশ মোদি-মমতার

উপত্যকায় ফের জঙ্গি হামলা (Terrorist Attack in Jammu and Kashmir) ৷ সোমবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরের শহরতলিতে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ ৷ প্রাণ গেল দুই পুলিশকর্মীর (Two Cops Killed) ৷ আহত 12 ৷

terrorist attack in jammu and kashmir, killed cops
Terrorist Attack in Jammu and Kashmir : আবারও রক্তাক্ত ভূস্বর্গ, জঙ্গিদের গুলিতে হত দুই পুলিশকর্মী, জখম 12
author img

By

Published : Dec 13, 2021, 8:22 PM IST

Updated : Dec 13, 2021, 9:51 PM IST

শ্রীনগর, 13 ডিসেম্বর : জঙ্গি হামলায় প্রাণ গেল দুই পুলিশকর্মীর (Two Cops Killed) ৷ ঘটনায় আহত হয়েছেন আরও 12 জন পুলিশকর্মী ৷ সোমবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরের জেওয়ান এলাকায় পান্থ চৌকে ঘটনাটি ঘটে (Terrorist Attack in Jammu and Kashmir) ৷ সূত্রের দাবি, স্থানীয় একটি পুলিশ ক্যাম্পের কাছেই পুলিশের গাড়ির উপর হামলা চালায় সন্ত্রাসবাদীরা ৷ গাড়িটি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়া হয় ৷ তাতেই প্রাণ যায় দু’জনের ৷ বাকিরা আহত হন ৷

আরও পড়ুন : শ্রীনগরে জঙ্গি হানায় শহিদ 2 সেনা জওয়ান

কাশ্মীর আঞ্চলিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের ইতিমধ্যেই স্থানীয় সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ৷ ঘটনায় নিহতদের মধ্যে একজন এএসআই এবং অন্যজন সিলেকশন গ্রেড কনস্টেবল ৷

পুলিশর গাড়িতে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় সম্পূর্ণ তথ্য চেয়ে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বারাণসী থেকেই ফোনে জম্মু কাশ্মীরের ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করার পাশাপাশি শহিদ পুলিশকর্মীদের পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন তিনি ৷ পিএমও-র তরফে টুইট করে তা জানানো হয়েছে ৷

  • PM @narendramodi has sought details on the terror attack in Jammu and Kashmir. He has also expressed condolences to the families of those security personnel who have been martyred in the attack.

    — PMO India (@PMOIndia) December 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকজ্ঞাপন করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ বর্তমানে গোয়া সফরে থাকা মমতা লিখেছেন, "শ্রীনগরের সন্ত্রাসবাদী হামলার খবরে আমি বিস্মিত ৷ শহিদদের পরিবারগুলিকে গভীর সমবেদনা জানাই ৷ যে সাহসী মানুষগুলি প্রাণ দিলেন তাঁদের জন্য ব্যথিত ৷ তাঁদের এই বলিদানকে কুর্নিশ জানাই ৷ এই দেশ তোমাদের কখনও ভুলবে না ৷"

  • Shocked to hear about the terror attack in Srinagar!

    I offer my deepest condolences to the bereaved families. To all the brave personnel who lost their lives, my heart goes out to you. I salute your supreme sacrifice. This nation will never forget you.

    — Mamata Banerjee (@MamataOfficial) December 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Manipur Ambush: মণিপুরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, কম্যান্ডিং অফিসার ও পরিবার-সহ মৃৃত 7

শ্রীনগর, 13 ডিসেম্বর : জঙ্গি হামলায় প্রাণ গেল দুই পুলিশকর্মীর (Two Cops Killed) ৷ ঘটনায় আহত হয়েছেন আরও 12 জন পুলিশকর্মী ৷ সোমবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরের জেওয়ান এলাকায় পান্থ চৌকে ঘটনাটি ঘটে (Terrorist Attack in Jammu and Kashmir) ৷ সূত্রের দাবি, স্থানীয় একটি পুলিশ ক্যাম্পের কাছেই পুলিশের গাড়ির উপর হামলা চালায় সন্ত্রাসবাদীরা ৷ গাড়িটি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়া হয় ৷ তাতেই প্রাণ যায় দু’জনের ৷ বাকিরা আহত হন ৷

আরও পড়ুন : শ্রীনগরে জঙ্গি হানায় শহিদ 2 সেনা জওয়ান

কাশ্মীর আঞ্চলিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের ইতিমধ্যেই স্থানীয় সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ৷ ঘটনায় নিহতদের মধ্যে একজন এএসআই এবং অন্যজন সিলেকশন গ্রেড কনস্টেবল ৷

পুলিশর গাড়িতে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় সম্পূর্ণ তথ্য চেয়ে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বারাণসী থেকেই ফোনে জম্মু কাশ্মীরের ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করার পাশাপাশি শহিদ পুলিশকর্মীদের পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন তিনি ৷ পিএমও-র তরফে টুইট করে তা জানানো হয়েছে ৷

  • PM @narendramodi has sought details on the terror attack in Jammu and Kashmir. He has also expressed condolences to the families of those security personnel who have been martyred in the attack.

    — PMO India (@PMOIndia) December 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকজ্ঞাপন করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ বর্তমানে গোয়া সফরে থাকা মমতা লিখেছেন, "শ্রীনগরের সন্ত্রাসবাদী হামলার খবরে আমি বিস্মিত ৷ শহিদদের পরিবারগুলিকে গভীর সমবেদনা জানাই ৷ যে সাহসী মানুষগুলি প্রাণ দিলেন তাঁদের জন্য ব্যথিত ৷ তাঁদের এই বলিদানকে কুর্নিশ জানাই ৷ এই দেশ তোমাদের কখনও ভুলবে না ৷"

  • Shocked to hear about the terror attack in Srinagar!

    I offer my deepest condolences to the bereaved families. To all the brave personnel who lost their lives, my heart goes out to you. I salute your supreme sacrifice. This nation will never forget you.

    — Mamata Banerjee (@MamataOfficial) December 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Manipur Ambush: মণিপুরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, কম্যান্ডিং অফিসার ও পরিবার-সহ মৃৃত 7

Last Updated : Dec 13, 2021, 9:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.