কানপুর, 1 মার্চ : বাড়িওয়ালা ও তাঁর দুই সন্তানের গায়ে আগুন লাগিয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল ভাড়াটিয়ার বিরূদ্ধে ৷ ঘটনার জেরে মৃত্যু হয়েছে বাড়িওয়ালার পাঁচ বছরের মেয়ের ৷ অগ্নিদগ্ধ অবস্থায় বাড়িওয়ালা ও তাঁর এক সন্তানকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে ৷ কানপুরের আকবারপুটের ঘটনা ৷
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বাড়িওয়ালা অর্চনার বাড়িতে দীর্ঘদিন ধরেই থাকতেন ৷ অন্যদিকে অভিযুক্তর স্ত্রী সেনা জওয়ান ৷ ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল অভিযুক্ত ৷ কিন্তু পালানোর সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি ৷ চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷
পুলিশ সুপার কেশব কুমার চৌধুরি জানান, হঠাৎ কী কারণে অভিযুক্ত এই ঘটনা ঘটাল তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
স্থানীয় সূত্রে জানা যায় , অর্চনা ও তার পাঁচ বছরের মেয়েকে উদ্ধার করে কানপুরের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শিশুটির ৷ অর্চনা ও তাঁর আর এক সন্তানের অবস্থা গুরুতর হওয়ায়, তাদের কানপুর সিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷
আরও পড়ুন :ভারত মহাসাগরীয় অঞ্চলে নজর রাখবে ‘সিন্ধু নেত্র’
অর্চনার শ্বশুর কৈলাসনাথ যাদব জানান, " অর্চনা রান্না করছিল ৷ সেইসময় হঠাৎই অভিযুক্ত পেট্রল ছিটিয়ে মারার চেষ্টা করে তাঁকে ৷ "