ETV Bharat / bharat

Lata Mangeshkar Temple : রাজকোটে লতা মঙ্গেশকরের স্মৃতিতে মন্দির বানাবেন ভূপেন্দ্র বাসবাদা - Temple in memory in Late Mangeshkar

ভূপেন্দ্র বাসবাদা রাজকোটের বাসিন্দা ৷ তিনি লতা মঙ্গেশকরের স্মৃতিতে গুজরাটের রাজকোটে একটি মন্দির তৈরি করবেন (Lata Mangeshkar Temple) ৷

Lata Mangeshkar Temple in Rajkot Gujarat
গুজরাটের রাজকোটে লতা মঙ্গেশকরের স্মৃতিতে মন্দির
author img

By

Published : Feb 8, 2022, 2:36 PM IST

রাজকোট, 8 ফেব্রুয়ারি : সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর নেই, এটা হতাশার হলেও কঠিন সত্য ৷ কিন্তু তিনি বেঁচে থাকবেন তাঁর স্বরের জাদুতে ৷ গুজরাটে রাজকোটের সঙ্গে ভারতরত্ন লতা মঙ্গেশকরের একটা গভীর সম্পর্ক আছে ৷ সেখানকার বহু উঠতি এবং বিখ্যাত গায়ক-গায়িকারা সরাসরি হোক বা অন্য কোনও উপায়ে লতা মঙ্গেশকরের সঙ্গে জড়িয়ে রয়েছেন ৷ তাঁর মৃত্যুতে সবাই গভীর শোকাহত ৷ এর মধ্যে তাঁর স্মৃতিতে একটি মন্দির তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজকোটের এক গায়ক ৷

ভূপেন্দ্র বাসবাদা রাজকোটের বাসিন্দা ৷ ভারতের কোকিলকণ্ঠীর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের স্মৃতিচারণা করে বলেন, "1954 সালে আমি আমেদাবাদে অনুষ্ঠিত সুগম সঙ্গীতে অংশ নিয়েছিলাম ৷ তখন আমার বয়স 12 বছর ৷ তাঁর (লতা মঙ্গেশকর) আমার গান ভাল লেগেছিল ৷ পরে তিনি আমায় ডেকে অন্য একটি গান গাইতে বলেন ৷"

আরও পড়ুন : Aishwarya Rai Bachchan on Lata Mangeshkar: সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য ঐশ্বর্যর

ভূপেন্দ্র সুরসম্রাজ্ঞীর জন্য একটি মন্দির তৈরির সিদ্ধান্ত নিয়েছেন ৷ এভাবেই তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে ৷ আগামী 6 মাসের মধ্যে তাঁরা এই মন্দির নির্মাণ করবেন এবং সেখানে লতা মঙ্গেশকরের একটি মূর্তি স্থাপন করা হবে (Temple in memory in Late Mangeshkar in Rajkot Gujarat) ৷

রাজকোট, 8 ফেব্রুয়ারি : সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর নেই, এটা হতাশার হলেও কঠিন সত্য ৷ কিন্তু তিনি বেঁচে থাকবেন তাঁর স্বরের জাদুতে ৷ গুজরাটে রাজকোটের সঙ্গে ভারতরত্ন লতা মঙ্গেশকরের একটা গভীর সম্পর্ক আছে ৷ সেখানকার বহু উঠতি এবং বিখ্যাত গায়ক-গায়িকারা সরাসরি হোক বা অন্য কোনও উপায়ে লতা মঙ্গেশকরের সঙ্গে জড়িয়ে রয়েছেন ৷ তাঁর মৃত্যুতে সবাই গভীর শোকাহত ৷ এর মধ্যে তাঁর স্মৃতিতে একটি মন্দির তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজকোটের এক গায়ক ৷

ভূপেন্দ্র বাসবাদা রাজকোটের বাসিন্দা ৷ ভারতের কোকিলকণ্ঠীর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের স্মৃতিচারণা করে বলেন, "1954 সালে আমি আমেদাবাদে অনুষ্ঠিত সুগম সঙ্গীতে অংশ নিয়েছিলাম ৷ তখন আমার বয়স 12 বছর ৷ তাঁর (লতা মঙ্গেশকর) আমার গান ভাল লেগেছিল ৷ পরে তিনি আমায় ডেকে অন্য একটি গান গাইতে বলেন ৷"

আরও পড়ুন : Aishwarya Rai Bachchan on Lata Mangeshkar: সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য ঐশ্বর্যর

ভূপেন্দ্র সুরসম্রাজ্ঞীর জন্য একটি মন্দির তৈরির সিদ্ধান্ত নিয়েছেন ৷ এভাবেই তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে ৷ আগামী 6 মাসের মধ্যে তাঁরা এই মন্দির নির্মাণ করবেন এবং সেখানে লতা মঙ্গেশকরের একটি মূর্তি স্থাপন করা হবে (Temple in memory in Late Mangeshkar in Rajkot Gujarat) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.