ETV Bharat / bharat

BJP MLA Arrested পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গ্রেফতার বিজেপি বিধায়ক

author img

By

Published : Aug 23, 2022, 12:17 PM IST

Updated : Aug 23, 2022, 12:37 PM IST

নূপুর শর্মার মতোই এ বার পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল তেলাঙ্গানার বিজেপি বিধায়ক (T Raja Singh arrested) টি রাজা সিং-এর বিরুদ্ধে (BJP MLA Arrested)৷ তাঁকে গ্রেফতার করেছে হায়দরাবাদ থানার পুলিশ ৷

Telangana BJP MLA T Raja Singh arrested for offensive remarks against Prophet
থাম্বনেইল

হায়দরাবাদ, 23 অগস্ট: পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য গ্রেফতার করা হল তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং-কে (BJP MLA Arrested)৷ তাঁর গ্রেফতারির দাবিতে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে হায়দরাবাদে ৷ অবশেষে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ (T Raja Singh arrested)৷

ইউ টিউবে পোস্ট করা ভিডিয়োতে বিজেপি বিধায়ক টি রাজা সিং বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই শহরের বিভিন্ন থানা ঘিরে বিক্ষোভ শুরু হয় ৷ এই ভিডিয়ো পোস্ট করার জন্য তাঁর বিরুদ্ধে কেন এফআইআর দায়ের করা হবে না, এই প্রশ্নে সরব হন বিক্ষোভকারীরা ৷ তার জবাবে টি রাজা সিং বলেছিলেন, "শহরজুড়ে আজ আমার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে ৷ আমার বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করা হয়েছে ৷ এর কারণ কী ? আমাদের রাম কি রাম ছিলেন না ? আমাদের সীতা কি সীতা মা ছিলেন না ?"

আরও পড়ুন: নূপুরের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর দিল্লি পুলিশের কাছে পাঠাল সুপ্রিম কোর্ট

ইউ টিউবের ভিডিয়োয় দেখা গিয়েছে, হায়দরাবাদের গোশমহল বিধানসভা কেন্দ্রের দুবারের বিধায়ক স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকির কাজকে কটাক্ষ করছেন ৷ সেই সময়ই বিজেপি নেত্রীর নূপুর শর্মার মতোই পয়গম্বরকে নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ৷ গত সপ্তাহে হায়দরাবাদে ফারুকির অনুষ্ঠান ভণ্ডুল করে দিতে চেয়েছিলেন টি রাজা সিং ৷ অভিযোগ, অনুষ্ঠান বাতিল করে দেওয়ার জন্য 50 জনের দলবল নিয়ে গিয়ে মঞ্চ ভাঙার চেষ্টা করেন তিনি ৷ কট্টর হিন্দুত্ববাদী নেতার অভিযোগ ছিল, ফারুকি তাঁর শোয়ে হিন্দু দেবতাদের অপমান করেছেন ৷ সেই কারণে মানগালহাটে তাঁর নিজের বাড়িতে তাঁকে প্রিভেনটিভ কাস্টডিতে রাখা হয়েছিল ৷

হায়দরাবাদ সাউথ জোনের ডেপুটি কমিশনার পি সাই চৈতন্য জানিয়েছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে বিজেপি বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷

হায়দরাবাদ, 23 অগস্ট: পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য গ্রেফতার করা হল তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং-কে (BJP MLA Arrested)৷ তাঁর গ্রেফতারির দাবিতে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে হায়দরাবাদে ৷ অবশেষে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ (T Raja Singh arrested)৷

ইউ টিউবে পোস্ট করা ভিডিয়োতে বিজেপি বিধায়ক টি রাজা সিং বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই শহরের বিভিন্ন থানা ঘিরে বিক্ষোভ শুরু হয় ৷ এই ভিডিয়ো পোস্ট করার জন্য তাঁর বিরুদ্ধে কেন এফআইআর দায়ের করা হবে না, এই প্রশ্নে সরব হন বিক্ষোভকারীরা ৷ তার জবাবে টি রাজা সিং বলেছিলেন, "শহরজুড়ে আজ আমার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে ৷ আমার বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করা হয়েছে ৷ এর কারণ কী ? আমাদের রাম কি রাম ছিলেন না ? আমাদের সীতা কি সীতা মা ছিলেন না ?"

আরও পড়ুন: নূপুরের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর দিল্লি পুলিশের কাছে পাঠাল সুপ্রিম কোর্ট

ইউ টিউবের ভিডিয়োয় দেখা গিয়েছে, হায়দরাবাদের গোশমহল বিধানসভা কেন্দ্রের দুবারের বিধায়ক স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকির কাজকে কটাক্ষ করছেন ৷ সেই সময়ই বিজেপি নেত্রীর নূপুর শর্মার মতোই পয়গম্বরকে নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ৷ গত সপ্তাহে হায়দরাবাদে ফারুকির অনুষ্ঠান ভণ্ডুল করে দিতে চেয়েছিলেন টি রাজা সিং ৷ অভিযোগ, অনুষ্ঠান বাতিল করে দেওয়ার জন্য 50 জনের দলবল নিয়ে গিয়ে মঞ্চ ভাঙার চেষ্টা করেন তিনি ৷ কট্টর হিন্দুত্ববাদী নেতার অভিযোগ ছিল, ফারুকি তাঁর শোয়ে হিন্দু দেবতাদের অপমান করেছেন ৷ সেই কারণে মানগালহাটে তাঁর নিজের বাড়িতে তাঁকে প্রিভেনটিভ কাস্টডিতে রাখা হয়েছিল ৷

হায়দরাবাদ সাউথ জোনের ডেপুটি কমিশনার পি সাই চৈতন্য জানিয়েছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে বিজেপি বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷

Last Updated : Aug 23, 2022, 12:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.