আমেদাবাদ, 16 জুলাই: জামিন পেলেন না তিস্তা সেতলওয়াড় ৷ শুক্রবার গুজরাত পুলিশ তাঁর জামিনের বিরোধিতা করে ৷ সিটের অভিযোগ, সমাজকর্মী তিস্তা 'অনেক বড় ষড়যন্ত্র'র অংশ ৷ 2002-এ গুজরাত সংঘর্ষের পর প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল বিজেপি সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল ৷ তাদের হয়ে কাজ করেছেন তিস্তা, হলফনামায় দাবি পুলিশের (Teesta Setalvad was part of conspiracy to dismiss BJP government in Gujarat) ৷
অ্যাডিশনাল সেশন জাজ ডিডি ঠাক্কর (Additional sessions judge D D Thakkar) সিট-এর বক্তব্য রেকর্ড করে সোমবার জামিনের শুনানির দিন ধার্য করেছে ৷ 24 জুন গুজরাত সংঘর্ষের (2002) মামলায় নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দেয় দেশের সর্বোচ্চ আদালত ৷ পরদিনই গ্রেফতার হন এই মামলার আবেদনকারী জাকিয়া জাফরির পক্ষে থাকা সমাজকর্মী তিস্তা সেতলওয়াড় ৷ পাশাপাশি দুই প্রাক্তন আইপিএস আধিকারিক আর বি শ্রীকুমার এবং সঞ্জীব ভাটকেও গ্রেফতার করা হয় ৷ তাঁদের বিরুদ্ধে গুজরাত সংঘর্ষের মামলায় প্রমাণ বদলে দেওয়ার অভিযোগ ওঠে ৷
সিট হলফনামায় এক প্রত্যক্ষদর্শীর বিবৃতি তুলে জানিয়েছে, সেতলওয়াড়ে আহমেদ প্যাটেলের হয়ে কাজ করেছেন ৷ তিনি কংগ্রেস নেতার হয়ে 2002-এ গোধরা কাণ্ডের পর 30 লক্ষ টাকা নিয়েছিলেন ৷ সিট-এর দাবি, "সেই সময় দিল্লিতে ক্ষমতায় থাকা একটি শক্তিশালী জাতীয় রাজনৈতিক দল"-এর নেতাদের সঙ্গে দেখাসাক্ষাৎ করতেন তিস্তা সেতলওয়াড় ৷ সেখানে বিজেপি সরকারের প্রবীণ নেতাদের নাম গুজরাত সংঘর্ষের সঙ্গে জড়ানোর ছক কষা হত ৷
আরও পড়ুন: তিস্তা সেতলওয়াড়-সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সিপিআইএম পলিটব্যুরোর
আরেকজন সাক্ষীর দাবি অনুযায়ী সিট জানায়, 2006-এ সেতলওয়াড় একজন কংগ্রেস নেতাকে প্রশ্ন করেন, "কেন শুধু শাবানা আর জাভেদকে সুযোগ দেওয়া হচ্ছে" এবং তাঁকে রাজ্যসভার সদস্য করা হচ্ছে না ৷
তিস্তা, শ্রীকুমার এবং ভাটের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 468 (জালিয়াতি) এবং 194 (ভুয়ো তথ্য দেওয়া) ধারায় অভিযোগ আনা হয়েছে ৷