কলকাতা, 15 জুলাই: তাঁর মেয়ের সঙ্গে ললিত মোদির (Lalit Modi) আদৌ কোনও সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে কোনও ধারণাই নেই তাঁর ! শুক্রবার কলকাতার বাড়িতে বসে এমনটাই দাবি করলেন সুস্মিতা সেনের (Sushmita Sen) বাবা, অবসরপ্রাপ্ত বায়ুসেনা আধিকারিক সুবীর সেন (Shubeer Sen) ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত থেকেই খবরের শিরোনামে রয়েছেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি এবং প্রাক্তন মিস ইউনিভার্স তথা অভিনেত্রী সুস্মিতা সেন ৷ ললিত নিজেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, সুস্মিতার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি এবং শীঘ্রই তাঁরা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ৷
এই বিষয়ে সুস্মিতার বাবা সুবীরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না ৷ শুক্রবার সকালে মেয়ের সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে ৷ কিন্তু, সে এই বিষয়ে আমাকে কিছুই বলেনি ৷ সংবাদমাধ্যমেই আমি ললিত মোদির টুইট দেখেছি ৷ কিন্তু, এর বেশি আমি কিছুই জানি না ৷ তাই আমার পক্ষে এ নিয়ে কোনও মন্তব্য করাও সম্ভব নয় ৷ "
আরও পড়ুন: Sushmita Sen-Lalit Modi Relationship: ললিত মোদির সঙ্গে সত্যিই কি সম্পর্কে ? নীরবতা ভাঙলেন সুস্মিতা
সুবীরের দাবি, শুক্রবার সকালে যখন সুস্মিতার সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছিল, তখন একবারের জন্যও ললিত মোদির প্রসঙ্গ ওঠেনি ৷ সুবীর বলেন, "যদি সত্যিই এমন কোনও ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা আমার মেয়ের জীবনে নতুন মোড় আনবে ৷ আমি ভবিষ্যতে নিশ্চয় এই বিষয়ে জানতে পারব ৷ কিন্তু, এখনও পর্যন্ত আমি এই বিষয়ে কিছুই জানি না ৷"
সংবাদমাধ্যমের তরফ থেকে সুবীর সেনের কাছে জানতে চাওয়া হয়, তাঁর মেয়ের সঙ্গে ললিত মোদির সম্পর্ক গড়ে ওঠার বিষয়ে তিনি কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি না ? জবাবে সুবীর বলেন, প্রায় দেড় বছর আগে সুস্মিতা একবার কলকাতার বাড়িতে এসেছিলেন ৷ তারপর থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে পরিবারের কারও সঙ্গে সুস্মিতা কোনও কথা বলেননি ৷
এরপরই সুবীরকে প্রশ্ন করা হয়, ললিত মোদিকে কি সেন পরিবার জামাই হিসাবে মেনে নিতে প্রস্তুত ? জবাবে সুবীর বলেন, সেটা তখনই বলা সম্ভব, যদি দেখা যায়, ললিতের সঙ্গে সত্যিই সুস্মিতার বিয়ে হচ্ছে ! সুবীরের কথায়, "আমি যদি এই বিষয়ে কিছু জানতে পারি, তাহলে অবশ্যই সংবাদমাধ্যমকে সেকথা জানাব ৷ কারণ, এক্ষেত্রে লুকিয়ে রাখার মতো কিছুই নেই ৷"