ETV Bharat / bharat

Bilkis Bano Case বিলকিসের ধর্ষকদের মুক্তিকে চ্যালেঞ্জ, বিবেচনা করবে সুপ্রিম কোর্ট - বিলকিসের ধর্ষকদের মুক্তি

2002 সালে গুজরাত দাঙ্গা (Gujarat Riots) চলাকালীন বিলকিস বানোকে (Bilkis Bano Case) ধর্ষণ করা হয় ৷ পরে 11 জন সাজাপ্রাপ্ত হয় ৷ সম্প্রতি গুজরাত সরকার (Gujarat Government) তাদের মুক্তি দেয় ৷ তার বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের হল ৷

Supreme Court to Consider Hearing Plea against Grant of Remission to 11 Convicts in Bilkis Bano Case
Bilkis Bano Case বিলকিসের ধর্ষকদের মুক্তির বিরুদ্ধে মামলার শুনানি বিবেচনা করা হবে, জানাল সুপ্রিম কোর্ট
author img

By

Published : Aug 23, 2022, 1:26 PM IST

Updated : Aug 23, 2022, 4:15 PM IST

নয়াদিল্লি, 23 অগস্ট : বিলকিস বানোর (Bilkis Bano Case) 11 জন ধর্ষককে সম্প্রতি মুক্তি দিয়েছে গুজরাত সরকার (Gujarat Government) ৷ এই নিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্ক চলছে দেশজুড়ে ৷ এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন জমা পড়ল ৷ যে আবেদনের প্রেক্ষিতে শুনানির বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত ৷

মঙ্গলবার বর্ষীয়ান আইনজীবী কপিল সিবলের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয় ৷ তারই প্রেক্ষিতে প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে থাকা বেঞ্চ শুনানির বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেয় ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, ওই সাজাপ্রাপ্তদের মুক্তির বিষয়টি বিবেচনা করার জন্য আগেই সুপ্রিম কোর্টই একটি নির্দেশ দিয়েছিল ৷ তার প্রেক্ষিতেই গুজরাত সরকার বিষয়টি বিবেচনা করে এবং সম্প্রতি ওই 11 জনকে মুক্তি দেওয়া হয় ৷ এদিন কপিল সিবল যে আবেদন করেছেন, সেখানে তিনি জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ নিয়ে তাঁর কোনও আপত্তি নেই ৷ সেটা ঠিকই ছিল ৷ কিন্তু মুক্তি দেওয়ার জন্য যে কারণ দেখানো হয়েছে, সেটার বিরোধিতা করে এই মামলা করা হয়েছে ৷

প্রসঙ্গত, বিলকিস বানো ধর্ষিতা হয়েছিলেন 2002 সালের গুজরাত দাঙ্গার (Gujarat Riots) সময় ৷ ঘটনাটি ঘটে ওই বছর 3 মার্চ ৷ বিলকিস বানো সেই সময় অন্তঃসত্ত্বা ছিলেন ৷ তাঁকে গণধর্ষণ করা হয় ৷ তাঁর তিন বছরের মেয়ে সালেহা-সহ 14 জনকে খুন করা হয় ৷ সম্প্রতি ওই ঘটনায় দোষীদের মুক্তি দেয় গুজরাত সরকার ৷

আর মুক্তির পর তাদের যেভাবে স্বাগত জানানো হয়েছে, তা নিয়েই বিতর্ক তৈরি হয় ৷ বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয় ৷ এই পরিস্থিতিতে শোভাসিনী আলি, রেবতী লাল ও রূপরেখা বর্মা জনস্বার্থ মামলা দায়ের করেন সুপ্রিম কোর্ট ৷ এছাড়া কপিল সিবল ও আইনজীবী অপর্ণা ভাটও প্রধান বিচারপতির বেঞ্চে বিষয়টি উত্থাপন করেছেন ৷

আরও পড়ুন : অন্তঃসত্ত্বা বিলকিস বানোর গণধর্ষণ ও 7 খুন, সাজাপ্রাপ্ত 11 জন দোষীর মুক্তি

নয়াদিল্লি, 23 অগস্ট : বিলকিস বানোর (Bilkis Bano Case) 11 জন ধর্ষককে সম্প্রতি মুক্তি দিয়েছে গুজরাত সরকার (Gujarat Government) ৷ এই নিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্ক চলছে দেশজুড়ে ৷ এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন জমা পড়ল ৷ যে আবেদনের প্রেক্ষিতে শুনানির বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত ৷

মঙ্গলবার বর্ষীয়ান আইনজীবী কপিল সিবলের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয় ৷ তারই প্রেক্ষিতে প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে থাকা বেঞ্চ শুনানির বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেয় ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, ওই সাজাপ্রাপ্তদের মুক্তির বিষয়টি বিবেচনা করার জন্য আগেই সুপ্রিম কোর্টই একটি নির্দেশ দিয়েছিল ৷ তার প্রেক্ষিতেই গুজরাত সরকার বিষয়টি বিবেচনা করে এবং সম্প্রতি ওই 11 জনকে মুক্তি দেওয়া হয় ৷ এদিন কপিল সিবল যে আবেদন করেছেন, সেখানে তিনি জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ নিয়ে তাঁর কোনও আপত্তি নেই ৷ সেটা ঠিকই ছিল ৷ কিন্তু মুক্তি দেওয়ার জন্য যে কারণ দেখানো হয়েছে, সেটার বিরোধিতা করে এই মামলা করা হয়েছে ৷

প্রসঙ্গত, বিলকিস বানো ধর্ষিতা হয়েছিলেন 2002 সালের গুজরাত দাঙ্গার (Gujarat Riots) সময় ৷ ঘটনাটি ঘটে ওই বছর 3 মার্চ ৷ বিলকিস বানো সেই সময় অন্তঃসত্ত্বা ছিলেন ৷ তাঁকে গণধর্ষণ করা হয় ৷ তাঁর তিন বছরের মেয়ে সালেহা-সহ 14 জনকে খুন করা হয় ৷ সম্প্রতি ওই ঘটনায় দোষীদের মুক্তি দেয় গুজরাত সরকার ৷

আর মুক্তির পর তাদের যেভাবে স্বাগত জানানো হয়েছে, তা নিয়েই বিতর্ক তৈরি হয় ৷ বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয় ৷ এই পরিস্থিতিতে শোভাসিনী আলি, রেবতী লাল ও রূপরেখা বর্মা জনস্বার্থ মামলা দায়ের করেন সুপ্রিম কোর্ট ৷ এছাড়া কপিল সিবল ও আইনজীবী অপর্ণা ভাটও প্রধান বিচারপতির বেঞ্চে বিষয়টি উত্থাপন করেছেন ৷

আরও পড়ুন : অন্তঃসত্ত্বা বিলকিস বানোর গণধর্ষণ ও 7 খুন, সাজাপ্রাপ্ত 11 জন দোষীর মুক্তি

Last Updated : Aug 23, 2022, 4:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.