ETV Bharat / bharat

Supreme Court: আজ থেকে শুরু সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের শুনানির সরাসরি সম্প্রচার - সাংবিধানিক বেঞ্চের শুনানির সরাসরি সম্প্রচার

সুপ্রিম কোর্টের (Supreme Court) সাংবিধানিক বেঞ্চে যে সব গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে, সেগুলির সরাসরি সম্প্রচার শুরু হল ৷ আজ থেকে ইউটিউবে সেই সম্প্রচার শুরু হয়েছে (Live Streaming of Constitutional Bench Proceedings) ৷ 2018 সালে তৎকালীন প্রধান বিচারপতির রায়কে আজ থেকে কার্যকর করা হল ৷

supreme-court-begins-live-streaming-of-constitutional-bench-proceedings
supreme-court-begins-live-streaming-of-constitutional-bench-proceedings
author img

By

Published : Sep 27, 2022, 4:26 PM IST

নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর: ভারতের ইতিহাসে প্রথমবারের জন্য সুপ্রিম কোর্ট (Supreme Court) মঙ্গলবার, তার সাংবিধানিক বেঞ্চের কার্যক্রম সরাসরি সম্প্রচার শুরু করেছে (Live Streaming of Constitution Bench Proceedings) ৷ সাংবিধানিক বেঞ্চের বিচার প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার webcast.gov.in/scindia/. এ দেখতে পারবে সাধারণ মানুষ ৷ 2018 সালের 27 সেপ্টেম্বর একটি যুগান্তকারী রায়ে তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চ সাংবিধানিক বিচার প্রক্রিয়ার সরাসরি সম্প্রচারের বিষয়টিতে অনুমোদন দিয়েছিল ৷

সেখানে বলা হয়েছিল, গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে সাংবিধানিক বেঞ্চের শুনানির (Constitutional Bench Proceedings) সরাসরি সম্প্রচার করা যাবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৷ সেই রায় দেওয়ার সময় তিনি রূপকভাবে বলেছিলেন, ‘সূর্যের আলোই সেরা জীবাণুনাশক’ ৷ সেই রায় ঘোষণার 4 বছর পর আজ তা কার্যকর করা হল ৷ প্রসঙ্গত, এর আগে সোমবার প্রধান বিচারপতি উমেশ উদয় ললিত জানিয়েছেন, সাংবিধানিক বেঞ্চের শুনানি সম্প্রচারের জন্য খুব শীঘ্রই একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে ৷ তবে, এখন শুনানিগুলি ইউটিউবে সম্প্রচার করা হবে ৷ সিজেআই-এর নেতৃত্বে সুপ্রিম কোর্ট বিচারপতিদের মিটিংয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়ার পর এই ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন: শুনানির লাইভ-স্ট্রিমিং হবে সুপ্রিম কোর্টের নিজস্ব প্ল্যাটফর্মে

ওই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 27 সেপ্টেম্বর মঙ্গলবার থেকে সাংবিধানিক বেঞ্চের শুনানির সরাসরি সম্প্রচার করা হবে ৷ যা তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের যুগান্তকারী রায়ের 4 বছর পর কার্যকর করা হল ৷ সূত্রের খবর, শুনানির সরাসরি সম্প্রচার প্রথমে ইউটিউবে হবে ৷ তার পর সেটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তোলা হবে ৷ সাধারণ মানুষ এই শুনানি তাঁদের মোবাইল ফোন ও কম্পিউটার থেকে চালাতে পারবেন ৷

নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর: ভারতের ইতিহাসে প্রথমবারের জন্য সুপ্রিম কোর্ট (Supreme Court) মঙ্গলবার, তার সাংবিধানিক বেঞ্চের কার্যক্রম সরাসরি সম্প্রচার শুরু করেছে (Live Streaming of Constitution Bench Proceedings) ৷ সাংবিধানিক বেঞ্চের বিচার প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার webcast.gov.in/scindia/. এ দেখতে পারবে সাধারণ মানুষ ৷ 2018 সালের 27 সেপ্টেম্বর একটি যুগান্তকারী রায়ে তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চ সাংবিধানিক বিচার প্রক্রিয়ার সরাসরি সম্প্রচারের বিষয়টিতে অনুমোদন দিয়েছিল ৷

সেখানে বলা হয়েছিল, গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে সাংবিধানিক বেঞ্চের শুনানির (Constitutional Bench Proceedings) সরাসরি সম্প্রচার করা যাবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৷ সেই রায় দেওয়ার সময় তিনি রূপকভাবে বলেছিলেন, ‘সূর্যের আলোই সেরা জীবাণুনাশক’ ৷ সেই রায় ঘোষণার 4 বছর পর আজ তা কার্যকর করা হল ৷ প্রসঙ্গত, এর আগে সোমবার প্রধান বিচারপতি উমেশ উদয় ললিত জানিয়েছেন, সাংবিধানিক বেঞ্চের শুনানি সম্প্রচারের জন্য খুব শীঘ্রই একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে ৷ তবে, এখন শুনানিগুলি ইউটিউবে সম্প্রচার করা হবে ৷ সিজেআই-এর নেতৃত্বে সুপ্রিম কোর্ট বিচারপতিদের মিটিংয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়ার পর এই ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন: শুনানির লাইভ-স্ট্রিমিং হবে সুপ্রিম কোর্টের নিজস্ব প্ল্যাটফর্মে

ওই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 27 সেপ্টেম্বর মঙ্গলবার থেকে সাংবিধানিক বেঞ্চের শুনানির সরাসরি সম্প্রচার করা হবে ৷ যা তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের যুগান্তকারী রায়ের 4 বছর পর কার্যকর করা হল ৷ সূত্রের খবর, শুনানির সরাসরি সম্প্রচার প্রথমে ইউটিউবে হবে ৷ তার পর সেটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তোলা হবে ৷ সাধারণ মানুষ এই শুনানি তাঁদের মোবাইল ফোন ও কম্পিউটার থেকে চালাতে পারবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.