ETV Bharat / bharat

নাগরিকদের টিকাকরণের থেকেও বেশি টিকা বিদেশে সরবরাহ করেছে ভারত - টিকাবণ্টন

করোনার টিকা উৎপাদনকারী দেশগুলির মধ্যে ভারত অগ্রগণ্য ৷ এখনও পর্যন্ত যতজন ভারতীয়কে টিকা দেওয়া হয়েছে, তার থেকেও বেশি টিকা অন্যান্য দেশে সরবরাহ করা হয়েছে ৷ রাষ্ট্রসংঘের সাধারণ সভায় জানালেন ভারতের প্রতিনিধি ৷

Supplied More Vaccines Globally Than Vaccinated Our Own, India Tells UN
নাগরিকদের টিকাকরণের থেকেও বেশি টিকা বিদেশে সরবরাহ করেছে ভারত
author img

By

Published : Mar 27, 2021, 1:06 PM IST

রাষ্ট্রসংঘ, 27 মার্চ : ভারত যতজন নাগরিককে এখনও পর্যন্ত করোনার টিকা দিয়েছে, তার থেকে অনেক বেশি টিকা বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করেছে ৷ রাষ্ট্রসংঘে একথা জানাল ভারত সরকার ৷ একইসঙ্গে নয়াদিল্লির আশঙ্কা, বিশ্বব্যাপী কোভিড টিকার অসম বণ্টন আগামী দিনে করোনা মোকাবিলায় সবথেকে বড় প্রতিবন্ধকতা তৈরি করবে ৷ এক্ষেত্রে সবথেকে বেশি বিপদে পড়বে আর্থিকভাবে পিছিয়ে থাকা রাষ্ট্রগুলি ৷ ইতিমধ্যেই বিশ্বে করোনা টিকার সুষম বণ্টনের পক্ষে রাজনৈতিকভাবেও সওয়াল করেছে ভারত ৷ যাকে সমর্থন জানিয়েছে রাষ্ট্রসংঘের 180টিরও বেশি সদস্য় দেশ ৷

রাষ্ট্রসংঘে ভারতের উপ-স্থায়ী প্রতিনিধি কে নাগরাজ নায়ডু বলেন, ‘‘টিকা আবিষ্কার নিয়ে সমস্যা মিটে গিয়েছে ৷ এবার টিকার সুষম বণ্টনে গুরুত্ব দিতে দিতে হবে ৷ এক্ষেত্রে বিশ্বব্য়াপী অসহযোগিতা, বৈষম্য দরিদ্র রাষ্ট্রগুলির ক্ষতি করবে ৷’’

এবার পড়ুন : 5 মাস পর ফের 60 হাজারের গণ্ডি ছাড়াল করোনা

প্রসঙ্গত, করোনার টিকা উৎপাদনকারী দেশগুলির মধ্যে ভারত অগ্রগণ্য ৷ রাষ্ট্রসংঘের সাধারণ সভায় নায়ডু জানান, আগামী ছ’মাসের মধ্যেই দেশের 30 কোটি নাগরিককে টিকা দেওয়ার প্রক্রিয়া শেষ করবে ভারত ৷ সেইসঙ্গে 70টিরও বেশি দেশে কোভিডের টিকা সরবরাহ করা হবে ৷ এই প্রসঙ্গে ভারতের প্রতিনিধি বলেন, ‘‘সত্যি বলতে কী, এখনও পর্যন্ত ভারত যত টিকা নিজের নাগরিকদের দিয়েছে, তার থেকে অনেক বেশি টিকা অন্যান্য় দেশে সরবরাহ করেছে ৷’’

রাষ্ট্রসংঘ, 27 মার্চ : ভারত যতজন নাগরিককে এখনও পর্যন্ত করোনার টিকা দিয়েছে, তার থেকে অনেক বেশি টিকা বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করেছে ৷ রাষ্ট্রসংঘে একথা জানাল ভারত সরকার ৷ একইসঙ্গে নয়াদিল্লির আশঙ্কা, বিশ্বব্যাপী কোভিড টিকার অসম বণ্টন আগামী দিনে করোনা মোকাবিলায় সবথেকে বড় প্রতিবন্ধকতা তৈরি করবে ৷ এক্ষেত্রে সবথেকে বেশি বিপদে পড়বে আর্থিকভাবে পিছিয়ে থাকা রাষ্ট্রগুলি ৷ ইতিমধ্যেই বিশ্বে করোনা টিকার সুষম বণ্টনের পক্ষে রাজনৈতিকভাবেও সওয়াল করেছে ভারত ৷ যাকে সমর্থন জানিয়েছে রাষ্ট্রসংঘের 180টিরও বেশি সদস্য় দেশ ৷

রাষ্ট্রসংঘে ভারতের উপ-স্থায়ী প্রতিনিধি কে নাগরাজ নায়ডু বলেন, ‘‘টিকা আবিষ্কার নিয়ে সমস্যা মিটে গিয়েছে ৷ এবার টিকার সুষম বণ্টনে গুরুত্ব দিতে দিতে হবে ৷ এক্ষেত্রে বিশ্বব্য়াপী অসহযোগিতা, বৈষম্য দরিদ্র রাষ্ট্রগুলির ক্ষতি করবে ৷’’

এবার পড়ুন : 5 মাস পর ফের 60 হাজারের গণ্ডি ছাড়াল করোনা

প্রসঙ্গত, করোনার টিকা উৎপাদনকারী দেশগুলির মধ্যে ভারত অগ্রগণ্য ৷ রাষ্ট্রসংঘের সাধারণ সভায় নায়ডু জানান, আগামী ছ’মাসের মধ্যেই দেশের 30 কোটি নাগরিককে টিকা দেওয়ার প্রক্রিয়া শেষ করবে ভারত ৷ সেইসঙ্গে 70টিরও বেশি দেশে কোভিডের টিকা সরবরাহ করা হবে ৷ এই প্রসঙ্গে ভারতের প্রতিনিধি বলেন, ‘‘সত্যি বলতে কী, এখনও পর্যন্ত ভারত যত টিকা নিজের নাগরিকদের দিয়েছে, তার থেকে অনেক বেশি টিকা অন্যান্য় দেশে সরবরাহ করেছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.