ETV Bharat / bharat

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিলেন রজনীকান্ত - সুপারস্টার রজনীকান্ত

রজনীকান্তের মেয়ে যে ছবিটি পোস্ট করেছেন সেখানে রজনীকান্তকে মাস্ক পরে বসে থাকতে দেখা যাচ্ছে ৷ আর একজন স্বাস্থ্যকর্মী পিপিই কিট পরে তাঁকে ভ্যাকসিন দিচ্ছেন ৷

superstar-rajinikanth-got-his-covid-19-vaccine-shot-today-in-chennai
করোনার ভ্যাকসিন নিলেন সুপারস্টার রজনীকান্ত
author img

By

Published : May 13, 2021, 6:20 PM IST

চেন্নাই, 13 মে : করোনার ভ্যাকসিন নিলেন দক্ষিণী তথা ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্ত ৷ আজ চেন্নাইয়ের এক বেসরকারি হাসাপাতালে ভ্যাকসিন নেন 70 বছরের এই তারকা ৷ তাঁর মেয়ে সৌন্দর্য রজনীকান্ত টুইটে সেই ছবি প্রকাশ করেন ৷

রজনীকান্তের মেয়ে সৌন্দর্য এদিন টুইট করে লেখেন, ‘‘আমাদারে থালাইভা ভ্যাকসিন নিয়েছেন ৷ আসুন আমরা একসঙ্গে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করি এবং জয়লাভ করি’’ ৷ রজনীকান্তের মেয়ে যে ছবিটি পোস্ট করেছেন সেখানে রজনীকান্তকে মাস্ক পরে বসে থাকতে দেখা যাচ্ছে ৷ আর একজন স্বাস্থ্যকর্মী পিপিই কিট পরে তাঁকে ভ্যাকসিন দিচ্ছেন ৷ আজ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিলেন রজনীকান্ত ৷

আরও পড়ুন : কোভিশিল্ডের দুটি ডোজ়ের ব্যবধান বাড়িয়ে 12-16 সপ্তাহ করার প্রস্তাব

এর আগে রজনীকান্তের কাছের বন্ধু এবং দক্ষিণী সিনেমার আরেক তারকা কামাল হাসান নিজের ভ্যাকসিন নেওয়ার ছবি টুইট করেছিলেন ৷ পাশাপাশি 18 থেকে 45 বছর বয়সীদের ভ্যাকসিনেশনের অনুমতি দিতেই বহু দক্ষিণী তারকা তাঁদের ভ্যাকসিনের প্রথম ডোজ় নিয়েছেন ৷

চেন্নাই, 13 মে : করোনার ভ্যাকসিন নিলেন দক্ষিণী তথা ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্ত ৷ আজ চেন্নাইয়ের এক বেসরকারি হাসাপাতালে ভ্যাকসিন নেন 70 বছরের এই তারকা ৷ তাঁর মেয়ে সৌন্দর্য রজনীকান্ত টুইটে সেই ছবি প্রকাশ করেন ৷

রজনীকান্তের মেয়ে সৌন্দর্য এদিন টুইট করে লেখেন, ‘‘আমাদারে থালাইভা ভ্যাকসিন নিয়েছেন ৷ আসুন আমরা একসঙ্গে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করি এবং জয়লাভ করি’’ ৷ রজনীকান্তের মেয়ে যে ছবিটি পোস্ট করেছেন সেখানে রজনীকান্তকে মাস্ক পরে বসে থাকতে দেখা যাচ্ছে ৷ আর একজন স্বাস্থ্যকর্মী পিপিই কিট পরে তাঁকে ভ্যাকসিন দিচ্ছেন ৷ আজ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিলেন রজনীকান্ত ৷

আরও পড়ুন : কোভিশিল্ডের দুটি ডোজ়ের ব্যবধান বাড়িয়ে 12-16 সপ্তাহ করার প্রস্তাব

এর আগে রজনীকান্তের কাছের বন্ধু এবং দক্ষিণী সিনেমার আরেক তারকা কামাল হাসান নিজের ভ্যাকসিন নেওয়ার ছবি টুইট করেছিলেন ৷ পাশাপাশি 18 থেকে 45 বছর বয়সীদের ভ্যাকসিনেশনের অনুমতি দিতেই বহু দক্ষিণী তারকা তাঁদের ভ্যাকসিনের প্রথম ডোজ় নিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.