ETV Bharat / bharat

করোনার ভয়ংকর দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী প্রবল সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট - করোনার দ্বিতীয় ঢেউ

প্রবল সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টই দেশে করোনাভাইরাসের ভয়ংকর দ্বিতীয় ঢেউয়ের কারণ ৷ এমনই দাবি করা হয়েছে সরকারি একটি গবেষণায় ৷

Super Infectious Delta Variant Caused Deadly Second Wave: report
করোনার ভয়ংকর দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী প্রবল সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট
author img

By

Published : Jun 4, 2021, 12:35 PM IST

নয়াদিল্লি, 4 জুন : দেশে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ৷ এই ভ্যারিয়েন্ট অনেক বেশি সংক্রামক ৷ সরকারি গবেষণায় এই তথ্যই উঠে এসেছে ৷

ভারতীয় সার্স কোভ 2 জেনোমিক কনসোশিয়া অ্যান্ড দ্য ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের গবেষণায় দাবি করা হয়েছে, ব্রিটেনে যে আলফা ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত করা হয়েছিল, তার থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট বা করোনাভাইরাসের B.1.617.2 স্ট্রেইন প্রায় 50 শতাংশ বেশি সংক্রামক ৷ দেশে 12,200-রও বেশি ভ্য়ারিয়েন্ট রয়েছে বলে দাবি করা হয়েছে গবেষণায় ৷ তবে সে সবের উপস্থিতি ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় অতি সূক্ষ্ম বলে মনে করছেন গবেষকরা ৷

আরও পড়ুন: তৃতীয় ঢেউ থাকবে 98 দিন, হবে দ্বিতীয় ঢেউয়ের মতোই ভয়ঙ্কর

এই ডেল্টা ভ্যারিয়েন্ট দেশের সব রাজ্যেই ছড়িয়েছে, তবে এর সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব পড়েছে দিল্লি, অন্ধ্রপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, ওডিশা ও তেলাঙ্গানাতে ৷ টিকাকরণের পর আলফা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার ঘটনা বিশেষ নেই বলে এই গবেষণায় দাবি করা হয়েছে ৷ ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য মৃত্যুর হার ও রোগীর জটিলতাও বৃদ্ধি পাচ্ছে বলে মত গবেষকদের ৷

29,000টি নমুনা নিয়ে গবেষণা চালিয়েছে জেনোম ৷ 8,900 নমুনায় মিলেছে B.1.617 স্ট্রেইন এবং 1,000-রও বেশি নমুনায় মিলেছে ডেল্টা ভ্যারিয়েন্ট ৷

নয়াদিল্লি, 4 জুন : দেশে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ৷ এই ভ্যারিয়েন্ট অনেক বেশি সংক্রামক ৷ সরকারি গবেষণায় এই তথ্যই উঠে এসেছে ৷

ভারতীয় সার্স কোভ 2 জেনোমিক কনসোশিয়া অ্যান্ড দ্য ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের গবেষণায় দাবি করা হয়েছে, ব্রিটেনে যে আলফা ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত করা হয়েছিল, তার থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট বা করোনাভাইরাসের B.1.617.2 স্ট্রেইন প্রায় 50 শতাংশ বেশি সংক্রামক ৷ দেশে 12,200-রও বেশি ভ্য়ারিয়েন্ট রয়েছে বলে দাবি করা হয়েছে গবেষণায় ৷ তবে সে সবের উপস্থিতি ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় অতি সূক্ষ্ম বলে মনে করছেন গবেষকরা ৷

আরও পড়ুন: তৃতীয় ঢেউ থাকবে 98 দিন, হবে দ্বিতীয় ঢেউয়ের মতোই ভয়ঙ্কর

এই ডেল্টা ভ্যারিয়েন্ট দেশের সব রাজ্যেই ছড়িয়েছে, তবে এর সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব পড়েছে দিল্লি, অন্ধ্রপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, ওডিশা ও তেলাঙ্গানাতে ৷ টিকাকরণের পর আলফা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার ঘটনা বিশেষ নেই বলে এই গবেষণায় দাবি করা হয়েছে ৷ ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য মৃত্যুর হার ও রোগীর জটিলতাও বৃদ্ধি পাচ্ছে বলে মত গবেষকদের ৷

29,000টি নমুনা নিয়ে গবেষণা চালিয়েছে জেনোম ৷ 8,900 নমুনায় মিলেছে B.1.617 স্ট্রেইন এবং 1,000-রও বেশি নমুনায় মিলেছে ডেল্টা ভ্যারিয়েন্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.