ETV Bharat / bharat

Student Killed by Family: পরিবারের অমতে প্রেম, ডাক্তারি ছাত্রীকে খুন করলেন আপনজনেরা ! - মহারাষ্ট্র

পরিবারের অমতে প্রেম করার চরম খেসারত দিতে হল এক ছাত্রীকে ৷ তাঁকে খুন করার অভিযোগ উঠেছে পরিবারেরই সদস্যদের বিরুদ্ধে (Student Killed by Family) ৷ মহারাষ্ট্রের ঘটনা ৷

Student Killed by Family for her love affair with a local youth
প্রতীকী ছবি
author img

By

Published : Jan 27, 2023, 10:53 PM IST

মুম্বই, 27 জানুয়ারি: 23 বছরের ডাক্তারি (আয়ুর্বেদিক ওষুধ ও অস্ত্রোপচার) পড়ুয়াকে খুনের অভিযোগ উঠল তাঁরই পরিবারের সদস্যদের বিরুদ্ধে (Student Killed by Family) ৷ সূত্রের দাবি, নিহত তরুণী এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ৷ তাতেই আপত্তি ছিল পরিবারের বাকি সদস্যদের ৷ আর শুধুমাত্র সেই কারণেই ওই তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ ৷ মহারাষ্ট্রের এই ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম শুভাঙ্গী ৷ মেধাবী শুভাঙ্গী ডাক্তারি পড়ছিলেন ৷ স্নাতকস্তরের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি ৷ শুভাঙ্গীকে খুনের অভিযোগে শুক্রবার তাঁর বাবা-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, খুনের ঘটনাটি ঘটে গত 22 জানুয়ারি ৷ মুম্বই থেকে প্রায় 600 কিলোমিটার দূরে অবস্থিত পিম্পি মহিপাল গ্রামে ওই তরুণীকে খুন করেন তাঁরই আপজনেরা ! প্রসঙ্গত, তরুণীর পরিবার এই গ্রামের বাসিন্দা নয় ৷

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে বিবাদের জের, 4 বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন ব্যক্তির

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, নিজের গ্রামেরই এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল শুভাঙ্গীর ৷ সেই যুবকের নাম তরুণ ৷ কিন্তু, শুভাঙ্গীর পরিবারের এই সম্পর্কে ঘোরতর আপত্তি ছিল ৷ পরিবারের সদস্যরা শুভাঙ্গীকে বহুবার বুঝিয়ে-সুজিয়ে এই সম্পর্কে থেকে বের করে আনার চেষ্টা করেন ৷ কিন্তু, তাঁদের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয় ৷ এই অবস্থায় শুভাঙ্গীর সঙ্গে অন্য যুবকের বিয়েও পাকা করে দেওয়া হয় ৷ কিন্তু, তাতেও শুভাঙ্গীর মন ঘোরানো যায়নি ৷

শুভাঙ্গীর জেদের কাছে হার মানতে হয় পরিবারের সদস্যদের ৷ শুভাঙ্গীর বিয়ে ভেঙে দিতে বাধ্য হন তাঁরা ৷ কিন্তু, এতে পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয় বলে মনে করেন শুভাঙ্গীর বাড়ির লোকেরা ৷ এরপরই তাঁরা ঠিক করেন, শুভাঙ্গীকে আর বাঁচতে দেওয়া যাবে না ! এরপর গত 22 তারিখ শুভাঙ্গীকে শ্বাসরোধ করে খুন করা হয় ৷ তারপর প্রমাণ লোপাট করতে তাঁর দেহ জ্বালিয়ে দেওয়া হয় ৷ গোটা কাজটাই করা হয় অন্য গ্রামে গিয়ে ৷ কিন্তু, শুভাঙ্গীর হঠাৎ বেপাত্তা হয়ে যাওয়ায় অবাক হন প্রতিবেশীরা ৷ বিষয়টি পুলিশের কানেও যায় ৷ তদন্ত শুরুর পরই খুনের ঘটনা সামনে আসে ৷ এরপর শুক্রবার পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷

মুম্বই, 27 জানুয়ারি: 23 বছরের ডাক্তারি (আয়ুর্বেদিক ওষুধ ও অস্ত্রোপচার) পড়ুয়াকে খুনের অভিযোগ উঠল তাঁরই পরিবারের সদস্যদের বিরুদ্ধে (Student Killed by Family) ৷ সূত্রের দাবি, নিহত তরুণী এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ৷ তাতেই আপত্তি ছিল পরিবারের বাকি সদস্যদের ৷ আর শুধুমাত্র সেই কারণেই ওই তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ ৷ মহারাষ্ট্রের এই ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম শুভাঙ্গী ৷ মেধাবী শুভাঙ্গী ডাক্তারি পড়ছিলেন ৷ স্নাতকস্তরের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি ৷ শুভাঙ্গীকে খুনের অভিযোগে শুক্রবার তাঁর বাবা-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, খুনের ঘটনাটি ঘটে গত 22 জানুয়ারি ৷ মুম্বই থেকে প্রায় 600 কিলোমিটার দূরে অবস্থিত পিম্পি মহিপাল গ্রামে ওই তরুণীকে খুন করেন তাঁরই আপজনেরা ! প্রসঙ্গত, তরুণীর পরিবার এই গ্রামের বাসিন্দা নয় ৷

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে বিবাদের জের, 4 বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন ব্যক্তির

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, নিজের গ্রামেরই এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল শুভাঙ্গীর ৷ সেই যুবকের নাম তরুণ ৷ কিন্তু, শুভাঙ্গীর পরিবারের এই সম্পর্কে ঘোরতর আপত্তি ছিল ৷ পরিবারের সদস্যরা শুভাঙ্গীকে বহুবার বুঝিয়ে-সুজিয়ে এই সম্পর্কে থেকে বের করে আনার চেষ্টা করেন ৷ কিন্তু, তাঁদের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয় ৷ এই অবস্থায় শুভাঙ্গীর সঙ্গে অন্য যুবকের বিয়েও পাকা করে দেওয়া হয় ৷ কিন্তু, তাতেও শুভাঙ্গীর মন ঘোরানো যায়নি ৷

শুভাঙ্গীর জেদের কাছে হার মানতে হয় পরিবারের সদস্যদের ৷ শুভাঙ্গীর বিয়ে ভেঙে দিতে বাধ্য হন তাঁরা ৷ কিন্তু, এতে পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয় বলে মনে করেন শুভাঙ্গীর বাড়ির লোকেরা ৷ এরপরই তাঁরা ঠিক করেন, শুভাঙ্গীকে আর বাঁচতে দেওয়া যাবে না ! এরপর গত 22 তারিখ শুভাঙ্গীকে শ্বাসরোধ করে খুন করা হয় ৷ তারপর প্রমাণ লোপাট করতে তাঁর দেহ জ্বালিয়ে দেওয়া হয় ৷ গোটা কাজটাই করা হয় অন্য গ্রামে গিয়ে ৷ কিন্তু, শুভাঙ্গীর হঠাৎ বেপাত্তা হয়ে যাওয়ায় অবাক হন প্রতিবেশীরা ৷ বিষয়টি পুলিশের কানেও যায় ৷ তদন্ত শুরুর পরই খুনের ঘটনা সামনে আসে ৷ এরপর শুক্রবার পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.