ETV Bharat / bharat

Student Arrested : অপহরণের গল্প ফেঁদে 10 লাখ টাকা মুক্তিপণের দাবি, শ্রীঘরে প্রেমিক-সহ ছাত্রী

Student Arrested for Kidnapping Story: প্রেমিকের সঙ্গে যোগসাজশ করেও শেষ রক্ষা হল না ৷ নিজেকে অপহরণের গল্প ফেঁদে প্রেমিকের সঙ্গে শ্রীঘরে ছাত্রী ৷ কেমন ছিল সেই ঘটনা ?

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Aug 8, 2023, 4:06 PM IST

কানপুর, 8 অগস্ট: প্রেমিককে সঙ্গে নিয়ে নিজেকে অপহরণের গল্প ফাঁদল ছাত্রী ৷ উত্তরপ্রদেশের কানপুর জেলার বড়রা থানা এলাকার ঘটনা ৷ ষড়যন্ত্র করে ওই ছাত্রী তার পরিবারের সদস্যদের কাছে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে ৷ তাকে অপহরণ করা হয়েছে এমনভাব দেখিয়ে নিজের মোবাইল থেকে ভিডিয়ো করে বাবা ও ভাইকে পাঠায় ৷ রবিবার বস্তি রেলস্টেশন থেকে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ওই ছাত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করে পুলিশ ৷

গত 4 অগস্ট বড়রা থানায় ছাত্রীকে অপহরণের খবর পায় পুলিশ ৷ মেয়েটির পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যায় কোচিংয়ে পড়তে গিয়েছিল ৷ সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় তার কাছে থাকা ফোন নম্বরে কল করে জানার চেষ্টা করা হয় ৷ কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি ৷ এর কিছুক্ষণ পর শুক্রবার রাতে মেয়ের মোবাইল থেকে তার বাবা ও ভাইয়ের মোবাইলে একটি ভিডিয়ো আসে ৷ যেখানে দেখা গিয়েছে তার মুখে রুমাল বাঁধা রয়েছে ৷ ওই অবস্থায় সে নিজেকে বাঁচানোর জন্য অনুরোধ করছিল ৷ ভিডিয়োতে অপরহণকারীরা তাদের মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য 10 লাখ টাকা দাবি করেছে ৷

তবে এই ঘটনার পিছনে স্থানীয় এক যুবকের উপর তাদের সন্দেহের কথা পুলিশকে জানিয়েছিল ওই ছাত্রীর পরিবারের সদস্যরা ৷ সেই যুবকের কিছু ছবি মেয়েটির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে খুঁজে পায় পুলিশ ৷

এই বিষয়ে ডিসিপি দক্ষিণ রবীন্দ্র কুমার সোমবার একটি সাংবাদিক বৈঠকে জানান, অপহৃত ছাত্রীর নাম হংসিকা ভার্মা ৷ বয়স 21 বছর ৷ প্রেমিক রাজের সঙ্গে নিজেকে অপহরণের ষড়যন্ত্র করেছিলেন তিনি ৷ অপহরণের ভিডিয়ো তৈরি করে পরিবারের কাছে 10 লাখ টাকা দাবি করে তারা ৷ হংসিকা তার প্রেমিক রাজের সঙ্গে প্রতিনিয়ত লোকেশন বদল করছিলেন ৷ এর আগেও মেয়েটি তার প্রেমিককে 2 লাখ 21 হাজার টাকা দিয়েছিলেন ৷ এই ঘটনায় প্রেমিকের পাশাপাশি হংসিকাকেও অভিযুক্ত করেছে পুলিশ ৷ দুজনকেই পাঠানো হয়েছে জেল হেফাজতে ৷

আরও পড়ুন : ভেস্তে গেল বন্ধুকে অপহরণের ছক, পুলিশের তৎপরতায় গ্রেফতার 5

কানপুর, 8 অগস্ট: প্রেমিককে সঙ্গে নিয়ে নিজেকে অপহরণের গল্প ফাঁদল ছাত্রী ৷ উত্তরপ্রদেশের কানপুর জেলার বড়রা থানা এলাকার ঘটনা ৷ ষড়যন্ত্র করে ওই ছাত্রী তার পরিবারের সদস্যদের কাছে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে ৷ তাকে অপহরণ করা হয়েছে এমনভাব দেখিয়ে নিজের মোবাইল থেকে ভিডিয়ো করে বাবা ও ভাইকে পাঠায় ৷ রবিবার বস্তি রেলস্টেশন থেকে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ওই ছাত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করে পুলিশ ৷

গত 4 অগস্ট বড়রা থানায় ছাত্রীকে অপহরণের খবর পায় পুলিশ ৷ মেয়েটির পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যায় কোচিংয়ে পড়তে গিয়েছিল ৷ সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় তার কাছে থাকা ফোন নম্বরে কল করে জানার চেষ্টা করা হয় ৷ কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি ৷ এর কিছুক্ষণ পর শুক্রবার রাতে মেয়ের মোবাইল থেকে তার বাবা ও ভাইয়ের মোবাইলে একটি ভিডিয়ো আসে ৷ যেখানে দেখা গিয়েছে তার মুখে রুমাল বাঁধা রয়েছে ৷ ওই অবস্থায় সে নিজেকে বাঁচানোর জন্য অনুরোধ করছিল ৷ ভিডিয়োতে অপরহণকারীরা তাদের মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য 10 লাখ টাকা দাবি করেছে ৷

তবে এই ঘটনার পিছনে স্থানীয় এক যুবকের উপর তাদের সন্দেহের কথা পুলিশকে জানিয়েছিল ওই ছাত্রীর পরিবারের সদস্যরা ৷ সেই যুবকের কিছু ছবি মেয়েটির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে খুঁজে পায় পুলিশ ৷

এই বিষয়ে ডিসিপি দক্ষিণ রবীন্দ্র কুমার সোমবার একটি সাংবাদিক বৈঠকে জানান, অপহৃত ছাত্রীর নাম হংসিকা ভার্মা ৷ বয়স 21 বছর ৷ প্রেমিক রাজের সঙ্গে নিজেকে অপহরণের ষড়যন্ত্র করেছিলেন তিনি ৷ অপহরণের ভিডিয়ো তৈরি করে পরিবারের কাছে 10 লাখ টাকা দাবি করে তারা ৷ হংসিকা তার প্রেমিক রাজের সঙ্গে প্রতিনিয়ত লোকেশন বদল করছিলেন ৷ এর আগেও মেয়েটি তার প্রেমিককে 2 লাখ 21 হাজার টাকা দিয়েছিলেন ৷ এই ঘটনায় প্রেমিকের পাশাপাশি হংসিকাকেও অভিযুক্ত করেছে পুলিশ ৷ দুজনকেই পাঠানো হয়েছে জেল হেফাজতে ৷

আরও পড়ুন : ভেস্তে গেল বন্ধুকে অপহরণের ছক, পুলিশের তৎপরতায় গ্রেফতার 5

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.