শ্রীনগর, 10 অগস্ট : জম্মু ও কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা পুনরায় ফিরে পাওয়ার পরই এখানে নির্বাচন হওয়া উচিৎ ৷ আজ সেন্ট্রাল কাশ্মীরের গান্দেরবাল জেলায় মাতা খের ভবানী মন্দিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা ও জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুুখ্যমন্ত্রী গোলাম নবি আজাদ ৷ তিনি জানান, জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য নির্বাচন প্রয়োজন ৷ কিন্তু, জম্মু ও কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাওয়ার পরই নির্বাচন করা উচিৎ ৷ উল্লেখ্য, রাহুল গান্ধিও দুইদিনের সফরে এখানে এসেছেন ৷
জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) 370 ধারা (Article 370) ফিরে পাওয়ার জন্য লড়াই জারি রয়েছে ৷ এর আগে কেন্দ্রের সঙ্গে বৈঠকে জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ওমর আবদুল্লা, গোলাম নবি আজাদরা ৷ আজ আরও একবার সেই প্রসঙ্গ তুলে দিলেন গোলাম নবি আজাদ ৷ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘370 ধারা প্রত্যাহারের পর থেকে জম্মু -কাশ্মীরে অনেক পরিবর্তন হয়েছে । এখানে উন্নয়নের জন্য নির্বাচন অনিবার্য । তবে, রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের পরেই নির্বাচন হওয়া উচিত ৷‘‘ সেইসঙ্গে কাশ্মীরি পণ্ডিতদের ফিরে আসার বিষয়টি নিয়েও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা উচিৎ বলে জানিয়েছেন তিনি ৷
370 ধারা বাতিল প্রসঙ্গে আজাদ আরও বলেন, "370 ধারা জম্মু ও কাশ্মীরের জমি এবং চাকরির বিষয়ে সুরক্ষা দিয়েছে । সেক্ষেত্রে নির্বাচনের আগে জমি ও চাকরির সুরক্ষা বিষয়টি নিশ্চিত করতে হবে ৷ কারণ, 370 ধারাতে তা নিশ্চিত ছিল ৷
আরও পড়ুন, Jammu and Kashmir : কেন্দ্রের সঙ্গে বৈঠক শেষে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের অধিকারের দাবি ওমরের
জম্মু ও কাশ্মীরে দুইদিনের সফরে এসেছেন রাহুল গান্ধি ৷ আজ সেন্ট্রাল কাশ্মীরের গান্দেরবাল জেলার মাতা খের ভবানী মন্দিরে শ্রদ্ধা নিবেদনের পর হযরতবল পরিদর্শন করেন । এরপর তিনি শ্রীনগরে দলীয় কার্যালয় উদ্বোধন করেন এবং দলীয় কর্মীদের উদ্দেশে কিছু বার্তা দেন । ভবানী মন্দিরেই রাহুল গান্ধির সঙ্গে দেখা করার কথা ছিল গোলাম নবি আজাদের ৷ কিন্তু, তিনি দেরিতে আসেন ।