ETV Bharat / bharat

Delhi Cabinet Reshuffle: অতীশি ও সৌরভকে মন্ত্রী করার প্রস্তাব দিল্লির উপ রাজ্য়পালের কাছে পাঠালেন কেজরিওয়াল

মঙ্গলবার দিল্লির মন্ত্রিসভা (Delhi Cabinet Reshuffle) থেকে পদত্যাগ করেছেন মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন ৷ তাঁদের জায়গায় অতীশি ও সৌরভ ভরদ্বাজকে মন্ত্রী করতে চান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সেই প্রস্তাবই তিনি উপ রাজ্যপালের কাছে পাঠিয়েছেন বলে খবর ৷

Delhi Cabinet Reshuffle
Delhi Cabinet Reshuffle
author img

By

Published : Mar 1, 2023, 2:11 PM IST

নয়াদিল্লি, 1 মার্চ: দুর্নীতিতে জড়িত সন্দেহে গ্রেফতার হওয়ার পর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন আম আদমি পার্টির (Aam Aadmi Party) মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন ৷ তাঁদের জায়গায় এবার দিল্লির ক্যাবিনেটে জায়গা পেতে পারেন দুই আপ বিধায়ক অতীশি (Atishi) ও সৌরভ ভরদ্বাজ (Saurabh Bhardwaj) ৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এই দু’জনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য উপ রাজ্যপালের কাছে প্রস্তাব পাঠিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মণীশ সিসোদিয়া (Manish Sisodia) দিল্লির উপ মুখ্যমন্ত্রী ছিলেন ৷ এছাড়া তাঁর হাতে আরও 18টি দফতর ছিল ৷ তার মধ্যেই ছিল আবগারি ৷ আর ওই দফতরের নীতি প্রণয়নে দুর্নীতির (Delhi Excise Policy Scam) অভিযোগ উঠেছে ৷ 2020-21 সালে দিল্লির আবগারি নীতি প্রণয়নের সময় বিশেষ ব্যবসায়িক গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ এই ঘটনার তদন্ত করছে সিবিআই ৷ মাস কয়েক আগে সিসোদিয়ার বাড়িতে তল্লাশি করে সিবিআই ৷ তাঁর ব্যাংকের লকারেও তল্লাশি হয়েছে ৷ গত রবিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ৷ দীর্ঘক্ষণ পর জানানো হয় যে তাঁকে গ্রেফতার করা হল ৷

সোমবার তাঁকে আদালতে পেশ করা হয় ৷ আদালত তাঁকে পাঁচদিনের জন্য সিবিআই (CBI) হেফাজতে পাঠিয়েছে ৷ অন্যদিকে কেজরিওয়াল সরকারের আরও এক মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে (Satyendra Jain) গত বছরের মে মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) গ্রেফতার করে ৷ অর্থ তছরূপ সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেফতার করা হয় ৷ আপাতত তিনি জেলবন্দি রয়েছেন ৷ তবে তিনি এতদিন মন্ত্রিসভার সদস্য ছিলেন ৷ ফলে এই নিয়ে বিজেপি বারবার অভিযোগ তুলেছে ৷ জেলবন্দি একজন বিধায়ক কীভাবে মন্ত্রী থাকেন, সেই প্রশ্নে একাধিকবার কেজরিওয়ালকে বিদ্ধ করেছে গেরুয়া শিবির ৷

ফলে সিসোদিয়া ও সত্যেন্দ্রের পদত্য়াগে বিজেপির (BJP) অভিযোগকে কিছুটা হলে মোকাবিলা করতে পারলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ কিন্তু এই দু’জনের জায়গায় নতুন মুখ প্রয়োজন ছিল ৷ আর সেই কারণে অতীশি ও সৌরভের নাম প্রস্তাব করা হয়েছে বলে খবর ৷

আরও পড়ুন: আট বছর সততার সঙ্গে কাজ করেছি, কেজরিওয়ালকে আবেগঘন চিঠি সিসোদিয়ার

নয়াদিল্লি, 1 মার্চ: দুর্নীতিতে জড়িত সন্দেহে গ্রেফতার হওয়ার পর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন আম আদমি পার্টির (Aam Aadmi Party) মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন ৷ তাঁদের জায়গায় এবার দিল্লির ক্যাবিনেটে জায়গা পেতে পারেন দুই আপ বিধায়ক অতীশি (Atishi) ও সৌরভ ভরদ্বাজ (Saurabh Bhardwaj) ৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এই দু’জনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য উপ রাজ্যপালের কাছে প্রস্তাব পাঠিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মণীশ সিসোদিয়া (Manish Sisodia) দিল্লির উপ মুখ্যমন্ত্রী ছিলেন ৷ এছাড়া তাঁর হাতে আরও 18টি দফতর ছিল ৷ তার মধ্যেই ছিল আবগারি ৷ আর ওই দফতরের নীতি প্রণয়নে দুর্নীতির (Delhi Excise Policy Scam) অভিযোগ উঠেছে ৷ 2020-21 সালে দিল্লির আবগারি নীতি প্রণয়নের সময় বিশেষ ব্যবসায়িক গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ এই ঘটনার তদন্ত করছে সিবিআই ৷ মাস কয়েক আগে সিসোদিয়ার বাড়িতে তল্লাশি করে সিবিআই ৷ তাঁর ব্যাংকের লকারেও তল্লাশি হয়েছে ৷ গত রবিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ৷ দীর্ঘক্ষণ পর জানানো হয় যে তাঁকে গ্রেফতার করা হল ৷

সোমবার তাঁকে আদালতে পেশ করা হয় ৷ আদালত তাঁকে পাঁচদিনের জন্য সিবিআই (CBI) হেফাজতে পাঠিয়েছে ৷ অন্যদিকে কেজরিওয়াল সরকারের আরও এক মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে (Satyendra Jain) গত বছরের মে মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) গ্রেফতার করে ৷ অর্থ তছরূপ সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেফতার করা হয় ৷ আপাতত তিনি জেলবন্দি রয়েছেন ৷ তবে তিনি এতদিন মন্ত্রিসভার সদস্য ছিলেন ৷ ফলে এই নিয়ে বিজেপি বারবার অভিযোগ তুলেছে ৷ জেলবন্দি একজন বিধায়ক কীভাবে মন্ত্রী থাকেন, সেই প্রশ্নে একাধিকবার কেজরিওয়ালকে বিদ্ধ করেছে গেরুয়া শিবির ৷

ফলে সিসোদিয়া ও সত্যেন্দ্রের পদত্য়াগে বিজেপির (BJP) অভিযোগকে কিছুটা হলে মোকাবিলা করতে পারলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ কিন্তু এই দু’জনের জায়গায় নতুন মুখ প্রয়োজন ছিল ৷ আর সেই কারণে অতীশি ও সৌরভের নাম প্রস্তাব করা হয়েছে বলে খবর ৷

আরও পড়ুন: আট বছর সততার সঙ্গে কাজ করেছি, কেজরিওয়ালকে আবেগঘন চিঠি সিসোদিয়ার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.