ETV Bharat / bharat

Sidhu Moosewala Murder Case: একে-47 রাইফেল, 9এমএম পিস্তল থেকে গুলি করা হয়েছিল সিধু মুসেওয়ালাকে

একে-47 রাইফেল, 9এমএম পিস্তল থেকে গুলি করে খুন করা হয়েছিল পঞ্জাবী সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালাকে (Sidhu Moosewala Murder Case) ৷ ফরেনসিক রিপোর্ট উদ্ধৃত করে দাবি সূত্রের ৷

sources claim Weapons used in Sidhu Moosewala Murder Case identified by forensic team
Sidhu Moosewala Murder Case: একে-47 রাইফেল, 9এমএম পিস্তল থেকে গুলি করা হয়েছিল সিধু মুসেওয়ালাকে
author img

By

Published : Aug 7, 2022, 8:58 PM IST

অমৃতসর, 7 অগস্ট: পঞ্জাবী সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার (Sidhu Moosewala) খুনে যে আগ্নেয়াস্ত্রগুলি ব্যবহার করা হয়েছিল, তার মধ্যে অন্তত দু'টি শনাক্ত করা সম্ভব হয়েছে ৷ পুলিশের একটি সূত্র মারফত এমনটাই দাবি করা হয়েছে ৷ সিধু মুসেওয়ালার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে প্রাণ গিয়েছে অন্যতম দুই অভিযুক্তের ৷ সূত্রের দাবি, যেখানে এই এনকাউন্টার হয়েছিল, সেখান থেকেই দু'টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ ৷ এরপর সেগুলির ফরেনসিক পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয় ৷ সূত্রের দাবি, আগ্নেয়াস্ত্রগুলি খতিয়ে দেখে বিশেষজ্ঞরা নিশ্চিত সেগুলি সিধু মুসেওয়ালার খুনেই ব্যবহার করা হয়েছিল ৷

সিধু মুসেওয়ালার খুনের পর ঘটনার তদন্তে নেমে দুই শার্প শুটারের খোঁজ পায় পুলিশ ৷ এরা হল মনপ্রীত মান্নু এবং জগরূপ রূপা ৷ পুলিশ দুই অভিযুক্তকে জীবন্ত পাকড়াও করার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি ৷ এনকাউন্টারে দু'জনেরই মৃত্যু হয় ৷ পুলিশের দাবি, মনপ্রীত এবং জগরূপ, দু'জনেই সিধুকে গুলি করেছিল ৷ অমৃতসরের আট্টারির কাছে পুলিশের গুলিতে নিহত হয় তারা ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি একে-47 রাইফেল এবং একটি 9এমএম পিস্তল ৷ ফরেনসিক বিশেষজ্ঞরা নিশ্চিত, এই দু'টি আগ্নেয়াস্ত্রই সিধুর খুনে ব্যবহার করা হয়েছিল ৷

আরও পড়ুন: Encounter in Amritsar: পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ গেল সিধু মুসেওয়ালার 2 'খুনির'!

পুলিশের দাবি, গোল্ডি ব্রার (Goldie Brar) নামে এক গ্যাংস্টার সিধুর খুনের জন্য অস্ত্র সরবরাহ করেছিল ৷ এই গোল্ডি কানাডার বাসিন্দা ৷ তদন্তে (Sidhu Moosewala Murder Case) জানা গিয়েছে, সিধুর উপর যেদিন হামলা হয়েছিল, উদ্ধার হওয়া একে-47 রাইফেল থেকেই সেদিন গুলি চালিয়েছিল মনপ্রীত ৷ কোনও কারণে মনপ্রীত আর জগরূপ ব্যর্থ হলে সিধুকে মারার জন্য আরও একটি দল প্রস্তুত করে রাখা হয়েছিল ৷ সশস্ত্র সেই দলে ছিল কাশিশ, ফৌজি এবং সেরসা নামে তিন আততায়ী ৷ তাদের কাছে অন্য হাতিয়ার ছিল ৷

গত মাসে মনপ্রীত এবং জগরূপের সন্ধান পায় পুলিশ ৷ অমৃতসরের আট্টারির কাছে একটি গ্রামে তাদের কোণঠাসা করে ফেলা হয় ৷ কিন্তু, তারপরও আত্মসমর্পণ করতে রাজি হয়নি দুই অভিযুক্ত ৷ উলটে পুলিশকেই নিশানা করে তারা ৷ ফলে পুলিশকেও পালটা গুলি চালাতে হয় ৷

অমৃতসর, 7 অগস্ট: পঞ্জাবী সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার (Sidhu Moosewala) খুনে যে আগ্নেয়াস্ত্রগুলি ব্যবহার করা হয়েছিল, তার মধ্যে অন্তত দু'টি শনাক্ত করা সম্ভব হয়েছে ৷ পুলিশের একটি সূত্র মারফত এমনটাই দাবি করা হয়েছে ৷ সিধু মুসেওয়ালার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে প্রাণ গিয়েছে অন্যতম দুই অভিযুক্তের ৷ সূত্রের দাবি, যেখানে এই এনকাউন্টার হয়েছিল, সেখান থেকেই দু'টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ ৷ এরপর সেগুলির ফরেনসিক পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয় ৷ সূত্রের দাবি, আগ্নেয়াস্ত্রগুলি খতিয়ে দেখে বিশেষজ্ঞরা নিশ্চিত সেগুলি সিধু মুসেওয়ালার খুনেই ব্যবহার করা হয়েছিল ৷

সিধু মুসেওয়ালার খুনের পর ঘটনার তদন্তে নেমে দুই শার্প শুটারের খোঁজ পায় পুলিশ ৷ এরা হল মনপ্রীত মান্নু এবং জগরূপ রূপা ৷ পুলিশ দুই অভিযুক্তকে জীবন্ত পাকড়াও করার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি ৷ এনকাউন্টারে দু'জনেরই মৃত্যু হয় ৷ পুলিশের দাবি, মনপ্রীত এবং জগরূপ, দু'জনেই সিধুকে গুলি করেছিল ৷ অমৃতসরের আট্টারির কাছে পুলিশের গুলিতে নিহত হয় তারা ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি একে-47 রাইফেল এবং একটি 9এমএম পিস্তল ৷ ফরেনসিক বিশেষজ্ঞরা নিশ্চিত, এই দু'টি আগ্নেয়াস্ত্রই সিধুর খুনে ব্যবহার করা হয়েছিল ৷

আরও পড়ুন: Encounter in Amritsar: পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ গেল সিধু মুসেওয়ালার 2 'খুনির'!

পুলিশের দাবি, গোল্ডি ব্রার (Goldie Brar) নামে এক গ্যাংস্টার সিধুর খুনের জন্য অস্ত্র সরবরাহ করেছিল ৷ এই গোল্ডি কানাডার বাসিন্দা ৷ তদন্তে (Sidhu Moosewala Murder Case) জানা গিয়েছে, সিধুর উপর যেদিন হামলা হয়েছিল, উদ্ধার হওয়া একে-47 রাইফেল থেকেই সেদিন গুলি চালিয়েছিল মনপ্রীত ৷ কোনও কারণে মনপ্রীত আর জগরূপ ব্যর্থ হলে সিধুকে মারার জন্য আরও একটি দল প্রস্তুত করে রাখা হয়েছিল ৷ সশস্ত্র সেই দলে ছিল কাশিশ, ফৌজি এবং সেরসা নামে তিন আততায়ী ৷ তাদের কাছে অন্য হাতিয়ার ছিল ৷

গত মাসে মনপ্রীত এবং জগরূপের সন্ধান পায় পুলিশ ৷ অমৃতসরের আট্টারির কাছে একটি গ্রামে তাদের কোণঠাসা করে ফেলা হয় ৷ কিন্তু, তারপরও আত্মসমর্পণ করতে রাজি হয়নি দুই অভিযুক্ত ৷ উলটে পুলিশকেই নিশানা করে তারা ৷ ফলে পুলিশকেও পালটা গুলি চালাতে হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.