লন্ডন, 7 জুলাই: মহেন্দ্র সিং ধোনি 41তম জন্মদিন পালনের আবহেই সৌরভ 50-এর উৎসবের ঢাকে কাঠি । শুক্রবার পঞ্চাশ বছর পূর্ণ করবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । ছুটি কাটাতে আপাতত লন্ডনে রয়েছেন তিনি । সেখানেই আয়োজিত হল প্রি-বার্থ ডে সেলিব্রেশন । আর সেই সেলিব্রেশনে হাজির সচিন তেন্ডুলকর । লন্ডনের সেই পার্টিতে ফের দেখা গেল বিখ্যাত জুটিকে । এই জুটি দেশের হয়ে অনবদ্য সমস্ত ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন । এঁরা ভারতকে জিতিয়েছেন প্রচুর ম্যাচ (Sourav Ganguly with Sachin Tendulkar in pre birthday celebration in London)।
একটা সময় ক্রিকেট বিশ্বের সেরা ওপেনার বলা হত এই সৌরভ-সচিন জুটিকে । এদিন দু'জনকেই দেখা গেল খোশমেজাজে । প্রিয় 'দাদির' প্রি-বার্থ ডে পার্টি চুটিয়ে উপভোগ করলেন মাস্টার ব্লাস্টারও ।
তবে শুধু সচিন নন, এই পার্টিতে ছিলেন সচিন-পত্নী অঞ্জলি । এক ফ্রেমে ধরা দিলেন সচিন, অঞ্জলি, সৌরভ ও ডোনা । সৌরভের প্রি-বার্থ ডে পার্টিতে কেক কাটা হল। আর কেক কেটে সৌরভ সবার আগে সেই কেক খাওয়ালেন কন্যা সানাকে । সানা উচ্চশিক্ষার জন্য এখন লন্ডনেই রয়েছেন ।
আরও পড়ুন: প্রমাণ সাইজ কেক, বিশাল কাট-আউট ! 41-এ পা দিয়ে শুভেচ্ছায় ভাসছেন ধোনি
এই মুহূর্তে বোর্ডের কর্তারাও রয়েছেন লন্ডনে । সৌরভের পার্টিতেও দেখা গেল তাঁদের । রাজিব শুক্লা, জয় শাহ, অরুণ ধুমলরাও হাজির হয়েছিলেন এই পার্টিতে । নানা রকম কেক, পেস্ট্রি ও ভারতীয় খাবারের বিপুল সম্ভার ছিল এদিনের মেনুতে ।