জম্মু, 22 মার্চ : নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম চার জঙ্গি ৷ সোমবার মাঝরাতে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার ঘটনা ৷ তল্লাশি অভিযান চলাকালীন দু'পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷ আপাতত জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷
শোপিয়ান জেলার মানিহিল বাটাপুরা এলাকায় চারজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে পুলিশের কাছে খবর আসে ৷ সেই সূত্রে এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান ৷ বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী। তেমনই একটি বাড়িতে লুকিয়ে ছিল ওই জঙ্গিরা ৷ নিরাপত্তাবাহিনী পৌঁছাতেই শুরু হয় গুলির লড়াই ৷ বাড়ির ভিতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা ৷
আরও পড়ুন : অন্য়ত্র সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে হাথরস মামলা
স্থানীয়রা জানিয়েছেন, রবিবার রাত সাড়ে ন'টা নাগাদ ভারতীয় সেনার 34 রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ উদ্যোগে মানিহিলা বাটাপুরার ইমাম সাহিব এলাকা ঘিরে ফেলা হয় ৷ পরে গুলির লড়াইয়ে খতম হয় চার জঙ্গি ৷ এরপরই গোটা জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷