মুম্বই, 19 নভেম্বর : নাছোড় কৃষক আন্দোলনের চাপে শুক্রবারই নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মহারাষ্ট্রের শাসন ক্ষমতায় থাকা প্রধান দুই রাজনৈতিক দল শিবসেনা (Shiv Sena) এবং এনসিপি (NCP) ৷
আরও পড়ুন : Farm Laws : তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা মোদির
শুক্রবার গুরু নানকের জন্মজয়ন্তী ৷ লক্ষ্যণীয়ভাবে এই দিনটিকেই কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার জন্য বেছে নেয় কেন্দ্র ৷ এদিন সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ তখনই তিনি জানান, তাঁর সরকার নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ৷ একইসঙ্গে, আন্দোলনরত কৃষকদেরও অবিলম্বে ঘরে ফেরার আবেদন জানান তিনি ৷
কেন্দ্রের এই পদক্ষেপ প্রসঙ্গে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত (Sanjay Raut) বলেন, ‘‘এই প্রথমবার মানুষের মনের কথা (মন কি বাত) প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বেরোল ৷ বিজেপি নেতারা প্রকাশ্যেই আন্দোলনরত কৃষকদের খলিস্তানি এবং পাকিস্তানি বলেছিলেন ৷ কিন্তু, শেষ পর্যন্ত কৃষকদের চাপের সামনে কেন্দ্রকে মাথা নত করতেই হল ৷ দিল্লির সীমানায় আন্দোলন চলাকালীন 400-রও বেশি কৃষকের মৃত্যু হয়েছে ৷ যদি আগেই মোদি আমাদের দাবি মানতেন, তাহলে অনেক প্রাণ বাঁচানো যেত ৷ কিন্তু সরকার প্রথম থেকেই গোঁয়ার্তুমি করে এসেছে ৷ কৃষকদের কোনও কথাই শুনতে চায়নি তারা ৷’’
কেন্দ্রের এদিনের ঘোষণার পর এনিয়ে একটি টুইট করেন এনসিপির প্রধান মুখপাত্র নবাব মালিক (Nawab Malik) ৷ তিনি লেখেন, ‘‘ঝুকতি হ্যায় দুনিয়া, ঝুকানে ওয়ালা চাহিয়ে ৷ (বিশ্ব মাথা নত করে ৷ মাথা নত করানোর মতো লোক চাই ৷ ) আমরা সমস্ত কৃষককে কুর্নিশ জানাচ্ছি ৷ তাঁদের মধ্যে অনেকেই নিজের জীবন দিয়েছেন ৷ তিনটি কৃষি আইনই বাতিল করা হয়েছে ৷’’
আরও পড়ুন : Farm Laws : কৃষি আইন প্রত্যাহার কৃষক সমাজের জয়, বললেন মমতা
-
'झुकती है दुनिया झुकाने वाला चाहिए'
— Nawab Malik نواب ملک नवाब मलिक (@nawabmalikncp) November 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
तीनों कृषि कायदे वापस लिए गए,
हमारे देश के किसानों को मेरा सलाम और शहीद किसानो को अभिवादन
">'झुकती है दुनिया झुकाने वाला चाहिए'
— Nawab Malik نواب ملک नवाब मलिक (@nawabmalikncp) November 19, 2021
तीनों कृषि कायदे वापस लिए गए,
हमारे देश के किसानों को मेरा सलाम और शहीद किसानो को अभिवादन'झुकती है दुनिया झुकाने वाला चाहिए'
— Nawab Malik نواب ملک नवाब मलिक (@nawabmalikncp) November 19, 2021
तीनों कृषि कायदे वापस लिए गए,
हमारे देश के किसानों को मेरा सलाम और शहीद किसानो को अभिवादन
প্রসঙ্গত, 2020 সালের 11 সেপ্টেম্বর সংসদে কৃষি আইন পাস করা হয় ৷ তাতে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন 27 সেপ্টেম্বর ৷ এরপরই প্রতিবাদ শুরু করেন কৃষকরা ৷ শেষমেশ 26 নভেম্বর থেকে দিল্লির সীমানায় ঘাঁটি গাড়েন তাঁরা ৷ শুরু হয় এক তথাকথিত অসম লড়াই ৷ হাজার প্রতিকূলতা মাথায় নিয়েই কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় থাকেন কৃষকরা ৷ বিজেপিবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনকে সমর্থন জানায় ৷ সমর্থন মেলে দেশের নাগরিক সমাজেরও ৷ প্রায় এক বছরের মাথায় অবশেষে জয় ছিনিয়ে নিলেন দেশের অন্নদাতারা ৷