নাগপুর, 17 ডিসেম্বর: মহারাষ্ট্রে একটি সৌর বিস্ফোরক তৈরির কারখানায় আচমকা বিস্ফোরণ ৷ এই ঘটনায় নয় জনের মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, রবিবার সকাল 9টা নাগাদ নাগপুরের বাজারগাঁও গ্রামে সৌর বিস্ফোরক কোম্পানির কাস্ট বুস্টার প্ল্যান্টে প্যাকিংয়ের সময় এই বিস্ফোরণ ঘটে ৷ ওই কোম্পানিতে তৈরি বিস্ফোরক কয়লাখনিতে বিস্ফোরণের কাজে ব্যবহৃত হয় ৷
কোন্ধালি থানার একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে কোম্পানির থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত ইউনিটে ৷ যার ফলে ভবনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ বিস্ফোরণের সময় ইউনিটে 12 জন কর্মী উপস্থিত ছিলেন । মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এক্স-এ একটি পোস্টে এই ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন এবং নয়জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ।
রাজ্য সরকার মৃতদের পরিবারপিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ ফড়নবীশ বলেন, সোলার ইন্ডাস্ট্রিজে বিস্ফোরণে ছয় জন মহিলা-সহ নয় জনের মৃত্যু হয়েছে ৷ এটি একটি কোম্পানি যা সশস্ত্র বাহিনীর জন্য ড্রোন এবং বিস্ফোরক তৈরি করে ।
রাজ্য সরকার এই দুঃখজনক পরিস্থিতিতে হতাহতদের পরিবারের সঙ্গে রয়েছে বলে জানিয়ে ফড়নবীশ বলেছেন, "আমি নাগপুরের কালেক্টর এবং পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করছি । আইজি, এসপি এবং কালেক্টর ঘটনাস্থলে আছেন ৷"
সোলার ইন্ডাস্ট্রিজের সিনিয়র জেনারেল ম্যানেজার আশিস শ্রীবাস্তব সাংবাদিকদের জানিয়েছেন যে বিল্ডিংটিতে ঘটনাটি ঘটেছে সেখানে কয়লা খনিতে ব্যবহৃত বুস্টার তৈরি করা হয় । তিনি বলেন, পণ্যটি সিল করার কাজ চলছিল তখন এই বিস্ফোরণ ঘটে । ঘটনাস্থলেই নয় জনের মৃত্যু হয় । আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ ভবন থেকে সব শ্রমিককে সরিয়ে নেওয়া হয়েছে ।
পুলিশ ও প্রশাসনের কর্মীরা এবং ম্যানেজমেন্টের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷ সূত্রের খবর, কয়লা খনির বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরক এই কারখানায় তৈরি করা হয় । নিহত নয়জন হলেন যুবরাজ চরোদে, ওমেশ্বর ম্যাকচিরকে, মিতা উইকে, আরতি সাহারে, স্বেতালি মারবাতে, পুষ্প মানাপুরে, ভাগ্যশ্রী লোনারে, রুমিতা উইকে এবং মৌসম পাটলে । আহত অন্য শ্রমিকদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাঁদের অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে ।
পুলিশ সুপার হর্ষ পোদ্দার জানিয়েছেন, কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করছে ৷ বিস্ফোরণের কারণ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে এবং আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে ।
আরও পড়ুন: