জম্মু, 21 জানুয়ারি: ফের ভয়াবহ পথদুর্ঘটনা ৷ এবার ঘটনাস্থল জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলা (Jammu and Kashmir Kathua district) ৷ সেখানে শুক্রবার গভীর রাতে একটি পথদুর্ঘটনায় একজন মহিলা-সহ পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং কমপক্ষে 15 জন আহত হয়েছেন ৷ পুলিশ জানিয়েছে, কাঠুয়ার বিল্লাওয়ার এলাকার সিলা গ্রামে একটি মিনি-বাস নিয়ন্ত্রণ হারিয়ে (mini bus lost control) গভীর খাদে পড়ে যায় । পুলিশ আরও জানায়, একটি অন্ধকার বাঁক দিয়ে পোরনোর সময় বুঝতে না পেরে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন । বাসটি মন্ডলি গ্রাম থেকে ধনু পারোল গ্রামের দিকে যাচ্ছিল ।
এক পুলিশ আধিকারিক বলেন, "মিনি বাসটি একটি খাদে পড়ে যায় ৷ ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন । আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রাণ হারান আরও একজন ৷" মৃত ব্যক্তিদের নাম বান্টু, হংস রাজ, অজিত সিং, আমরু এবং কাকু রাম বলে জানা গিয়েছে । আহতরা সকলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ৷ পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে (police investigation the matter) । ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ।
আরও পড়ুন: মুম্বই-গোয়া হাইওয়েতে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে মৃত 9
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের রায়গড় জেলার মুম্বই-গোয়া জাতীয় সড়কে বড়সড় দুর্ঘটনা ঘটে ৷ যেখানে ট্রাক এসে সজরে ধাক্কা মারে ভ্যানে ৷ ঘটনায় মৃত্যু হয় কমপক্ষে ন'জনের ৷ আহত হয় একটি শিশু । মুম্বই থেকে 130 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত রায়গড়ের রেপোলি গ্রামে ভোর 4.45 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে ।
শুক্রবার রাত সাড়ে 10টা নাগাদ আরও একটি পথদুর্ঘটনা ঘটে ৷ তেলাঙ্গানার কোঠাগুড়েম জেলার ইয়েলান্দু মন্ডলের কোটিলিঙ্গালা মোড়ে পথদুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে (Four People kill in Road Accident while Going to Pre-Wedding Shoot) ৷ দুর্ঘটনায় আরও একজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ জানা গিয়েছে, একটি গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷