ETV Bharat / bharat

Kishtwar Fire: কিশতোয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 25টি বাড়ি - জম্মু ও কাশ্মরে

জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় অগ্নিকাণ্ড (Kishtwar Fire) ৷ বৃহস্পতিবার মধ্যরাতের ওই আগুনে 25টি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে (25 Houses Gutted in Massive Blaze) ৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ৷

several-houses-gutted-in-massive-blaze-in-jammu-kashmir-kishtwar
Kishtwar Fire: কিশতোয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 25টি বাড়ি
author img

By

Published : Oct 28, 2022, 12:24 PM IST

জম্মু, 28 অক্টোবর: অগ্নিকাণ্ডে অন্তত 25টি বাড়ি পুড়ে গিয়েছে জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় (Kishtwar Fire) ৷ শুক্রবার সরকারি তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে যে বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগে ৷ ঘটনাস্থল কিশতোয়ারের চ্যাগ-গান্ধারি এলাকার পাদ্দার তেহশিল ৷ তবে এখনও পর্যন্ত এই আগুনের জেরে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি ৷

প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন ৷ পরে ঘটনাস্থলে যায় সেনা (Indian Army) ও পুলিশের (Jammu-Kashmir Police) আধিকারিকরা ৷ তাঁরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ কারণ, ওই এলাকায় দমকলের গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব ছিল ৷

ফলে আগুনে 25টি বাড়ি পুড়ে গিয়েছে (25 Houses Gutted in Massive Blaze) ৷ ওই বাড়ির বাসিন্দাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হল এই অগ্নিকাণ্ডের ফলে ৷ তাঁরা গৃহহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছেন কিশতোয়ারের ডেপুটি কমিশনার দেবেংশ যাদব ৷

প্রশাসনের তরফে জানা গিয়েছে, কী কারণে অগ্নিকাণ্ড হল, তা এখনও জানা যায়নি ৷ সেই কারণটি খতিয়ে দেখা হচ্ছে ৷ এর পিছনে কোনও জঙ্গিযোগ (Terror Link in Kishtwar Fire) রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ তাই এখনই এই নিয়ে কেউ কিছু বলতে নারাজ ৷

আরও পড়ুন: গাড়ি পার্ক করা নিয়ে বচসা, গাজিয়াবাদে যুবককে মাথা থেঁতলে খুন

জম্মু, 28 অক্টোবর: অগ্নিকাণ্ডে অন্তত 25টি বাড়ি পুড়ে গিয়েছে জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় (Kishtwar Fire) ৷ শুক্রবার সরকারি তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে যে বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগে ৷ ঘটনাস্থল কিশতোয়ারের চ্যাগ-গান্ধারি এলাকার পাদ্দার তেহশিল ৷ তবে এখনও পর্যন্ত এই আগুনের জেরে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি ৷

প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন ৷ পরে ঘটনাস্থলে যায় সেনা (Indian Army) ও পুলিশের (Jammu-Kashmir Police) আধিকারিকরা ৷ তাঁরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ কারণ, ওই এলাকায় দমকলের গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব ছিল ৷

ফলে আগুনে 25টি বাড়ি পুড়ে গিয়েছে (25 Houses Gutted in Massive Blaze) ৷ ওই বাড়ির বাসিন্দাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হল এই অগ্নিকাণ্ডের ফলে ৷ তাঁরা গৃহহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছেন কিশতোয়ারের ডেপুটি কমিশনার দেবেংশ যাদব ৷

প্রশাসনের তরফে জানা গিয়েছে, কী কারণে অগ্নিকাণ্ড হল, তা এখনও জানা যায়নি ৷ সেই কারণটি খতিয়ে দেখা হচ্ছে ৷ এর পিছনে কোনও জঙ্গিযোগ (Terror Link in Kishtwar Fire) রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ তাই এখনই এই নিয়ে কেউ কিছু বলতে নারাজ ৷

আরও পড়ুন: গাড়ি পার্ক করা নিয়ে বচসা, গাজিয়াবাদে যুবককে মাথা থেঁতলে খুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.