ETV Bharat / bharat

Massive fire in Gokulpuri : দিল্লির গোকুলপুরীর বস্তিতে ভয়াবহ আগুন, মৃত 7

গতকাল গভীর রাতে দিকে গোকুলপুরীর পিএস এলাকায় আগুন লাগে । ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 13টি ইঞ্জিন । দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 7 জনের (Several died in a massive fire in shanties of Gokulpuri) ।

Fire in Gokulpuri
গোকুলপুরীতে ভয়াবহ আগুন
author img

By

Published : Mar 12, 2022, 9:50 AM IST

Updated : Mar 12, 2022, 12:54 PM IST

নয়াদিল্লি, 12 মার্চ : গোকুলপুরী বস্তিতে ভয়াবহ আগুন । দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সাতজনের । শেষ পাওয়া খবর অবধি, আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বিভাগ (Several died in a massive fire in shanties of Gokulpuri)।

গতকাল গভীর রাতে দিকে গোকুলপুরীর পিএস এলাকায় আগুন লাগে । ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 13টি ইঞ্জিন । ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুড়ে ছাই হয়ে যায় 30টি ঝুপড়ি, প্রাণ হারান 7 জন ।

আরও পড়ুন : মালদার ফলবাজারে বিধ্বংসী আগুন, কোটি টাকা ক্ষতির আশঙ্কা

উত্তর-পূর্ব দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী সরঞ্জাম-সহ ঘটনাস্থলে পৌঁছায় । ফায়ার ডিপার্টমেন্টের ভোর চারটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে । 30টি ঝুপড়ি পুড়ে গিয়েছে, প্রাণ হারিয়েছে 7 জন ।

নয়াদিল্লি, 12 মার্চ : গোকুলপুরী বস্তিতে ভয়াবহ আগুন । দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সাতজনের । শেষ পাওয়া খবর অবধি, আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বিভাগ (Several died in a massive fire in shanties of Gokulpuri)।

গতকাল গভীর রাতে দিকে গোকুলপুরীর পিএস এলাকায় আগুন লাগে । ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 13টি ইঞ্জিন । ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুড়ে ছাই হয়ে যায় 30টি ঝুপড়ি, প্রাণ হারান 7 জন ।

আরও পড়ুন : মালদার ফলবাজারে বিধ্বংসী আগুন, কোটি টাকা ক্ষতির আশঙ্কা

উত্তর-পূর্ব দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী সরঞ্জাম-সহ ঘটনাস্থলে পৌঁছায় । ফায়ার ডিপার্টমেন্টের ভোর চারটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে । 30টি ঝুপড়ি পুড়ে গিয়েছে, প্রাণ হারিয়েছে 7 জন ।

Last Updated : Mar 12, 2022, 12:54 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.