ETV Bharat / bharat

Fire Broke Out in Shop: ইলেকট্রনিক্স ও হার্ডওয়্যারের দোকানে বিধ্বংসী আগুন! পুনেতে পুড়ে মৃত্যু চারজনের - আগুন

পুনের পিম্পরি চিঞ্চওয়াড় এলাকার একটি ইলেকট্রনিক্স ও হার্ডওয়্যারের দোকানে ভয়াবহ আগুন! তাতে পুড়ে মৃত্যু হয়েছে 4 জনের ৷ দুর্ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনী ৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, শর্টসার্কিটের কারণে ওই দোকানটিতে আগুন লেগেছে ৷

Fire Broke Out in Shop
পুনেতে দোকানে বিধ্বংসী আগুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 9:17 AM IST

Updated : Aug 30, 2023, 12:11 PM IST

পুনে, 30 অগস্ট: ভোররাতে ভয়াবহ আগুন! বুধবার ভোররাতে মহারাষ্ট্রের পুনের পিম্পরি চিঞ্চওয়াড়ের পূর্ণনগরে একটি দোকানে ভয়াবহ আগুন লাগে ৷ আগুনে ঝলসে মৃত্যু হয়েছে 4 জনের। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রী ও দুই সন্তান-সহ একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের নাম চিমনরাও দেবরাম চৌধুরী (41), নম্রতা চিমনরাও চৌধুরী (38), ভাবেশ চিমনরাও চৌধুরী (15) এবং শচীন চিমনরাও চৌধুরী (13)। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দোকানের ভিতরে থাকা সব পুড়ে ছাই হয়ে যায়।

যে জায়গায় আগুন লেগেছে তার আশপাশে আরও কয়েকটি দোকান রয়েছে এবং এলাকাটি ঘিঞ্জি ৷ আগুন লাগার কারণে এলাকায় চাঞ্চল্যে ছড়িয়েছে ৷ পাশে থাকা দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়েছে । দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দলকল কর্মীরায় মৃত 4 জনের দেহ উদ্ধার করেন। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, শর্টসার্কিটের কারণে ওই দোকানটিতে আগুন লেগেছে ৷ এই পরিবারই ছিল দোকানের মালিক ৷ আগুন লাগার সময় তাঁরা দোকানে ঘুমোচ্ছিলেন ৷ বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে ৷ দমকল বিভাগের কর্মীরা মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন ৷ দুর্ঘটনাস্থলে চলছে কুলিংয়ের কাজ ।

  • VIDEO | Several people dead in a fire that broke out due to short circuit in an electronics and hardware store in Pune in the wee hours of Wednesday. More details are awaited.

    (Source: Third Party) pic.twitter.com/d3TzvpFhqm

    — Press Trust of India (@PTI_News) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে প্রাথমিক তথ্য দেওয়া হয়েছে, শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ৷ তবে, আগুনে আরও কয়েকজন আটকে থাকার সম্ভাবনা রয়েছে। দোকানে থাকা জিনিসপত্রেরও ক্ষতি হয়েছে। আগুন লাগার সময় ওই এলাকার বাসিন্দাদের নজরে আসে যে দোকানের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে ৷ তারপরেই দমকলে খবর দেওয়া হয় ৷ দুর্ঘটনাস্থলে রয়েছে চিখলী থানার পুলিশ ও ফায়ার সার্ভিস টিম। পৌর কমিশনার শেখর সিং এবং অতিরিক্ত কমিশনার এবং দুর্ঘটনাস্থলে গিয়েছেন। মিউনিসিপ্যাল ​​কমিশনার শেখর সিং বলেছেন, একই পরিবারের চারজন মারা গিয়েছেন ৷ এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: দত্তপুকুরে বিস্ফোরণ-কাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট পেশ করল এনআইএ

পুনে, 30 অগস্ট: ভোররাতে ভয়াবহ আগুন! বুধবার ভোররাতে মহারাষ্ট্রের পুনের পিম্পরি চিঞ্চওয়াড়ের পূর্ণনগরে একটি দোকানে ভয়াবহ আগুন লাগে ৷ আগুনে ঝলসে মৃত্যু হয়েছে 4 জনের। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রী ও দুই সন্তান-সহ একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের নাম চিমনরাও দেবরাম চৌধুরী (41), নম্রতা চিমনরাও চৌধুরী (38), ভাবেশ চিমনরাও চৌধুরী (15) এবং শচীন চিমনরাও চৌধুরী (13)। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দোকানের ভিতরে থাকা সব পুড়ে ছাই হয়ে যায়।

যে জায়গায় আগুন লেগেছে তার আশপাশে আরও কয়েকটি দোকান রয়েছে এবং এলাকাটি ঘিঞ্জি ৷ আগুন লাগার কারণে এলাকায় চাঞ্চল্যে ছড়িয়েছে ৷ পাশে থাকা দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়েছে । দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দলকল কর্মীরায় মৃত 4 জনের দেহ উদ্ধার করেন। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, শর্টসার্কিটের কারণে ওই দোকানটিতে আগুন লেগেছে ৷ এই পরিবারই ছিল দোকানের মালিক ৷ আগুন লাগার সময় তাঁরা দোকানে ঘুমোচ্ছিলেন ৷ বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে ৷ দমকল বিভাগের কর্মীরা মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন ৷ দুর্ঘটনাস্থলে চলছে কুলিংয়ের কাজ ।

  • VIDEO | Several people dead in a fire that broke out due to short circuit in an electronics and hardware store in Pune in the wee hours of Wednesday. More details are awaited.

    (Source: Third Party) pic.twitter.com/d3TzvpFhqm

    — Press Trust of India (@PTI_News) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে প্রাথমিক তথ্য দেওয়া হয়েছে, শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ৷ তবে, আগুনে আরও কয়েকজন আটকে থাকার সম্ভাবনা রয়েছে। দোকানে থাকা জিনিসপত্রেরও ক্ষতি হয়েছে। আগুন লাগার সময় ওই এলাকার বাসিন্দাদের নজরে আসে যে দোকানের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে ৷ তারপরেই দমকলে খবর দেওয়া হয় ৷ দুর্ঘটনাস্থলে রয়েছে চিখলী থানার পুলিশ ও ফায়ার সার্ভিস টিম। পৌর কমিশনার শেখর সিং এবং অতিরিক্ত কমিশনার এবং দুর্ঘটনাস্থলে গিয়েছেন। মিউনিসিপ্যাল ​​কমিশনার শেখর সিং বলেছেন, একই পরিবারের চারজন মারা গিয়েছেন ৷ এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: দত্তপুকুরে বিস্ফোরণ-কাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট পেশ করল এনআইএ

Last Updated : Aug 30, 2023, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.