লখনউ, 16 সেপ্টেম্বর: একটি দেওয়াল ভেঙে কমপক্ষে 9 জন মারা গিয়েছেন ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে লখনউয়ের দিলকুশা এলাকার একটি আর্মি এনক্লেভের দেওয়াল ভেঙে পড়ে ৷ আহত বহু ৷ উদ্ধার কার্য শুরু করতে এনডিআরএফকে ডেকে পাঠানো হয়েছে ৷ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ৷ সরকারি আধিকারিকদের যথাযথ পদক্ষেপ করতে এবং ধ্বংসস্তূপের নীচ থেকে আটকে থাকা মানুষদের দ্রুত বের করে আনার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী (Several died as wall of an under construction building collapsed in Dilkusha area of Lucknow) ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একজনকে বের করে আনা গিয়েছে ৷ আধিকারিক বলেন, "বেশ কয়েকজন শ্রমিক দিলকুশা এলাকার সামরিক ছাউনির বাইরে কতগুলি ঝুপড়িতে থাকতেন ৷ সারারাত ধরে ভারী বৃষ্টিতে ছাউনির দেওয়ালটি ভেঙে পড়ে ৷" পুলিশের যুগ্ন কমিশনার (আইন ও শৃঙ্খলা) বলেন, "রাত 3টে নাগাদ আমরা ঘটনাস্থলে পৌঁছই ৷ ধ্বংসস্তূপের নীচে থেকে ন'জনের দেহ বের করে আনা হয় ৷ একজনকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷"
আরও পড়ুন: সুরাতে লিফট দুর্ঘটনায় 2 জনের মৃত্যু, আহত 4
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন ৷ তিনি মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা এবং আহতদের 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷