পুণে, 13 জুন: মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ এই দুর্ঘটনায় এক নাবালক-সহ 4 জনের মৃত্যু হয়েছে ৷ 2 জন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে বলে এখনও পর্যন্ত খবর পাওয়া গিয়েছে ৷ মঙ্গলবার মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে একটি তেলের ট্যাঙ্কার দুর্ঘটনার কবলে পড়ে ৷ তারপরেই ওই ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায় ৷ লোনাভলার কাছে খন্ডালা ওভারব্রিজের উপর ঘটনাটি ঘটেছে ৷ ওভারব্রিজের সেই আগুন নীচেও গ্রাস করে ৷ ব্রিজের নীচেও একাধিক গাড়িতে আগুন লেগে যায় ৷ ঘটনাস্থলে আসেন পুলিশ ও দমকলের আধিকারিকরা ৷ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ ৷
এই অগ্নিকাণ্ডের জেরে লোনাভলা শহরের দিকে আসা গাড়িগুলিকে অন্যপথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়েতে বড় ধরনের যানজট হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ তাই দ্রুত উদ্ধার কাজ শেষ করার চেষ্টা করছে পুলিশ ও দমকল । দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে ৷
প্রসঙ্গত, এদিন সকালে বিআরটি রোডে একটি তেলের ট্যাঙ্কার উলটে যায় ৷ ওই ঘটনায় কেউ আহত বা মারা যায়নি ৷ তবে ট্যাঙ্কার থেকে তেল চারিদিকে ছড়িয়ে পড়ে ৷ এই খবর জানাজানি হতেই আশেপাশের বাসিন্দারা এসে তেল বালতিতে ভরতে শুরু করে ৷ এর ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয় ৷ সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে ৷ পুলিশ এসে পরে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে ৷
আরও পড়ুন: জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার, গ্রেফতার চালক
অপরদিকে সোমবার মেলঘাটে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে ৷ ওই বাসটি খাদে পড়ে যায় ৷ তবে ঘটনায় কারও মৃত্যু হয়নি ৷ যদিও বাসের সকল যাত্রী সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে ৷ বাসটি খাদে পড়ে একটি গাছে আটকে যায় ৷ যার জেরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে ৷ ওই বাসে 64 জন যাত্রী ছিল ৷ কয়েকজন তাদের মধ্যে এই ঘটনায় আহত হয়েছে ৷ তাদেরকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে বলে খবর ৷