ETV Bharat / bharat

Blast in Noodles Factory : মুজফফরপুরে নুডলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে 10 - several die as a boiler exploded in a noodle factory in Muzaffarpur

মুজফফরনগরের বেলা শিল্পতালুকে রবিবার সকালে এক নুডলস কারখানায় আচমকা একটি বয়লার ফেটে যায় ৷ মৃতের সংখ্যা স্পষ্ট না হলেও প্রাথমিক অনুমান, দুর্ঘটনায় কমপক্ষে 10 জন মারা গিয়েছেন, আহত বহু ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে (The death toll may increase) ৷

Blast in Noodles Factory
বিহারের মুজফফরপুরে নুডলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে 10
author img

By

Published : Dec 26, 2021, 12:18 PM IST

Updated : Dec 26, 2021, 2:25 PM IST

মুজফফরপুর, 26 ডিসেম্বর : মুজফফরপুরে নুডলস তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 10 জনের মৃত্যু (At least 10 died in horrific blast at noodles factory in Muzaffarpur) ৷ মুজফফরনগরের বেলা শিল্পতালুকে রবিবার সকালে এক নুডলস কারখানায় আচমকা একটি বয়লার ফেটে যায় ৷ মৃতের সংখ্যা স্পষ্ট না হলেও প্রাথমিক অনুমান, দুর্ঘটনায় কমপক্ষে 10 জন মারা গিয়েছেন, আহত বহু ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে (The death toll may increase) ৷

স্থানীয় সূত্রে খবর, কারখানার বয়লার বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পাঁচ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে ৷ এমন কী পার্শ্ববর্তী অন্যান্য একাধিক কারখানা বিস্ফোরণের তীব্রতায় গুড়িয়ে গিয়েছে বলে খবর ৷ বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ড আয়ত্তে আনার জন্য প্রাথমিকভাবে দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয় ৷

আরও পড়ুন : Ludhiana court blast update : লুধিয়ানা আদালতে বিস্ফোরণের নেপথ্যে ড্রাগ মাফিয়া, দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

মৃতদের শনাক্তকরণের চেষ্টা চলছে ৷ স্থানীয় মানুষের সহায়তায় পুলিশ উদ্ধারকাজে হাত লাগায় ৷ দুর্ঘটনার সময় কারখানায় কতজন কর্মরত ছিলেন সে বিষয়ে স্পষ্ট ধারণা না থাকলেও ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

মুজফফরপুর, 26 ডিসেম্বর : মুজফফরপুরে নুডলস তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 10 জনের মৃত্যু (At least 10 died in horrific blast at noodles factory in Muzaffarpur) ৷ মুজফফরনগরের বেলা শিল্পতালুকে রবিবার সকালে এক নুডলস কারখানায় আচমকা একটি বয়লার ফেটে যায় ৷ মৃতের সংখ্যা স্পষ্ট না হলেও প্রাথমিক অনুমান, দুর্ঘটনায় কমপক্ষে 10 জন মারা গিয়েছেন, আহত বহু ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে (The death toll may increase) ৷

স্থানীয় সূত্রে খবর, কারখানার বয়লার বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পাঁচ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে ৷ এমন কী পার্শ্ববর্তী অন্যান্য একাধিক কারখানা বিস্ফোরণের তীব্রতায় গুড়িয়ে গিয়েছে বলে খবর ৷ বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ড আয়ত্তে আনার জন্য প্রাথমিকভাবে দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয় ৷

আরও পড়ুন : Ludhiana court blast update : লুধিয়ানা আদালতে বিস্ফোরণের নেপথ্যে ড্রাগ মাফিয়া, দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

মৃতদের শনাক্তকরণের চেষ্টা চলছে ৷ স্থানীয় মানুষের সহায়তায় পুলিশ উদ্ধারকাজে হাত লাগায় ৷ দুর্ঘটনার সময় কারখানায় কতজন কর্মরত ছিলেন সে বিষয়ে স্পষ্ট ধারণা না থাকলেও ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated : Dec 26, 2021, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.