আসানসোল, 9 জুলাই: অমরনাথ দর্শনের পরে লঙ্গরখানায় ব্যাগ-পত্র রেখে খেতে বসেছিলেন । মুহূর্তে মেঘভাঙা গর্জন আর মানুষের আর্তনাদ । ভয়ে বেরিয়ে এসে দেখেন উপর থেকে ধেয়ে আসছে বড় বড় পাথর আর জল । প্রাণভয়ে যে যেদিকে খুশি ছুটতে শুরু করেন । মুহূর্তে সাফ হয়ে যায় লঙ্গরখানা । পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা জলে ভেসে যান । ভেসে যায় সঙ্গে থাকা ব্যাগ, টাকা-পয়সা, নথি, মোবাইল (Several devotees of Asansol are returning from Amarnath)।
কথাগুলো বলতে গিয়ে এখনও যেন গলা কেঁপে উঠছে আসানসোলের শ্যামলেন্দু রায় ওরফে ছোটনের । অমরনাথের দুর্ঘটনা শোনার পর থেকেই উদ্বিগ্ন পরিবার-পরিজন । তবু শেষ পর্যন্ত গতকাল মধ্যরাতে মা'কে ফোন করে শ্যামলেন্দু জানাতে পেরেছিলেন, "বেঁচে আছি" । তারপর কার্যত মৃত্যুকে ছুঁয়েই বাড়িতে ফিরছে আসানসোলের শ্যামলেন্দু-সহ তাঁর বন্ধুরা ।
আরও পড়ুন : অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে 16, উদ্ধারে বায়ুসেনা