ETV Bharat / bharat

Thanjavur Electrocution Incident : কালিমেদু আপ্পা মন্দিরের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত কমপক্ষে 11 - Thanjavur Electrocution Incident

কালিমেদু আপ্পা মন্দিরে উৎসব শেষে রথ ফিরছিল মন্দিরে ৷ আজ ভোরে কিছু বুঝে ওঠার আগেই রথের সঙ্গে হাইভোল্টেজ লাইনের সংঘর্ষ হয় ৷ তাতেই মারা গিয়েছেন অন্ততপক্ষে 11 জন (Kalimedu Electrocution Incident) ৷

Devotees died of electrocution in Kalimedu
কালিমেদু আপ্পা মন্দিরের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট
author img

By

Published : Apr 27, 2022, 8:21 AM IST

Updated : Apr 27, 2022, 9:54 AM IST

থাঞ্জাভুর, 27 এপ্রিল : রথযাত্রা উৎসবে বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন কমপক্ষে 11 জন, যাঁদের মধ্যে 2 জন বাচ্চা ৷ বুধবার ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে কারিমেদু আপ্পার মন্দিরে ৷ রথ নিয়ে যাওয়ার সময় হাইটেনশন লাইনের সঙ্গে ধাক্কা লাগে ৷ আর তাতেই মারা গিয়েছেন 10 জন ভক্ত ৷ আহত 15 জনকে সংকটজনক অবস্থায় থাঞ্জাভুর মেডিক্যাল কলেজে (Thanjavur Medical College) ভর্তি করা হয়েছে (Several devotees died of electrocution during Kalimedu Appar Temple chariot procession in Thanjavur Tamil Nadu) ৷ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

উৎসব শেষে রথটি মন্দিরে ফিরে আসছিল ৷ সেই সময়ই এই দুর্ঘটনা ৷ রথটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রথটি হাইটেনশন তারের সংস্পর্শে এসেছিল ৷ তাতে 11 জন প্রাণ হারিয়েছেন এবং 15 জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন ৷ এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে, জানিয়েছেন তিরুচিরাপল্লির সেন্ট্রাল জোনের আইজি ভি বালাকৃষ্ণণ (V Balakrishnan, Inspector General of Police, Central Zone, Tiruchirappalli) ৷

  • Deeply pained by the mishap in Thanjavur, Tamil Nadu. My thoughts are with the bereaved families in this hour of grief. I hope those injured recover soon: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) April 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : MP mine collapse : মধ্যপ্রদেশে খনিতে ধস, মৃত্যু 2 মহিলার

প্রধানমন্ত্রী মোদি টুইট করে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন ৷ টুইটারে তিনি লিখেছেন, "তামিলনাড়ুর থাঞ্জাভুরে দুর্ঘটনায় মৃতদের প্রতিটি পরিবারকে পিএমএনআরএফ থেকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷"

  • Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who have lost their lives due to the mishap in Thanjavur, Tamil Nadu. The injured would be given Rs. 50,000: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) April 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

থাঞ্জাভুর, 27 এপ্রিল : রথযাত্রা উৎসবে বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন কমপক্ষে 11 জন, যাঁদের মধ্যে 2 জন বাচ্চা ৷ বুধবার ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে কারিমেদু আপ্পার মন্দিরে ৷ রথ নিয়ে যাওয়ার সময় হাইটেনশন লাইনের সঙ্গে ধাক্কা লাগে ৷ আর তাতেই মারা গিয়েছেন 10 জন ভক্ত ৷ আহত 15 জনকে সংকটজনক অবস্থায় থাঞ্জাভুর মেডিক্যাল কলেজে (Thanjavur Medical College) ভর্তি করা হয়েছে (Several devotees died of electrocution during Kalimedu Appar Temple chariot procession in Thanjavur Tamil Nadu) ৷ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

উৎসব শেষে রথটি মন্দিরে ফিরে আসছিল ৷ সেই সময়ই এই দুর্ঘটনা ৷ রথটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রথটি হাইটেনশন তারের সংস্পর্শে এসেছিল ৷ তাতে 11 জন প্রাণ হারিয়েছেন এবং 15 জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন ৷ এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে, জানিয়েছেন তিরুচিরাপল্লির সেন্ট্রাল জোনের আইজি ভি বালাকৃষ্ণণ (V Balakrishnan, Inspector General of Police, Central Zone, Tiruchirappalli) ৷

  • Deeply pained by the mishap in Thanjavur, Tamil Nadu. My thoughts are with the bereaved families in this hour of grief. I hope those injured recover soon: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) April 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : MP mine collapse : মধ্যপ্রদেশে খনিতে ধস, মৃত্যু 2 মহিলার

প্রধানমন্ত্রী মোদি টুইট করে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন ৷ টুইটারে তিনি লিখেছেন, "তামিলনাড়ুর থাঞ্জাভুরে দুর্ঘটনায় মৃতদের প্রতিটি পরিবারকে পিএমএনআরএফ থেকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷"

  • Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who have lost their lives due to the mishap in Thanjavur, Tamil Nadu. The injured would be given Rs. 50,000: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) April 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Apr 27, 2022, 9:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.