বারমের (রাজস্থান), 24 এপ্রিল: ভয়াবহ পথ দুর্ঘটনা সোমবার ভোরে ৷ ঘটনাস্থল রাজস্থানের বারমের জেলার গুড়ামালানি এলাকা ৷ দু'টি ট্রলার একে অপরের সঙ্গে ধাক্কা লাগার পরই তাতে আগুন ধরে যায় ৷ এই ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তিনজনের ৷ অপর একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর ৷
ট্রলারগুলি আগুনে পুড়ে গিয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম ট্রলারটি বিকানের থেকে নিত্তি ভর সাঁচোরের দিকে যাচ্ছিল ৷ দ্বিতীয় ট্রেলারটিতে টাইলস লোড করা ছিল ৷ গুড়ামালানি আলপুরা হাইওয়ের কাছে দু'টি ট্রেলারের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয় ৷ আগুনে তিনজন মারা গেলেও একজন ট্রলার থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান ৷ তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক ৷ এই দুর্ঘটনার জেরে হাইওয়েতে যানজটের সৃষ্টি হয় ৷ জ্বলন্ত ট্রলারের বিশাল অগ্নিশিখা যান চলাচলে বিঘ্ন ঘটায় ৷ যার ফলে হাইওয়ের দু'পাশে অনেক যানবাহনের লাইন পড়ে যায় ৷
এই ঘটনায় ডেপুটি সুপারিনটেনডেন্ট শুভাকরণ খিচি জানান, মেগা হাইওয়েতে দু'টি ট্রলারের সংঘর্ষ হয় ৷ এরপর গাড়িগুলিতে আগুন লেগে তিনজন জীবিত দগ্ধ হয় ৷ ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে ৷ বর্তমানে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে আগুন লাগার কোনও সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ ভোররাতে ঘটনাটি ঘটে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা ও পুলিশ ৷ আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷ নিহতদের পরিচয় এখনও জানা যায়নি ৷ দুর্ঘটনার তদন্তের পাশাপাশি নিহতদের নাম জানার চেষ্টা করা হচ্ছে ৷
এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত বাড়লেই দ্রুত গতিতে গাড়ি চলাচল করা শুরু ৷ রাস্তা পারাপার করতেও ভয় করে ৷ গাড়িগুলির গতির কোনও রাশ থাকে না ৷
আরও পড়ুন : কাশ্মীরে সেনাবাহিনীর ট্রাক জ্বালিয়ে দিল জঙ্গিরা, মৃত 5 জওয়ান