কলকাতা, 10 নভেম্বর : একেই হয়ত বলে ভোটের গুঁতো ৷ বিহার নির্বাচনের ফল প্রকাশ হতে না হতেই তড়তড়িয়ে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার ৷ গণনায় NDA শিবির এগিয়ে থাকার খবর সামনে আসতেই 43 হাজারে পৌঁছাল সেনসেক্স ৷ যে অঙ্কটা 43 হাজার 248 পয়েন্ট ছুঁয়ে রেকর্ড তৈরি করেছে ৷ মঙ্গলবার বিহারের ভোট গণনা শুরু হওয়ার পর প্রথম দিকে এগিয়ে ছিল বিরোধী মহাজোট ৷ কিন্তু, ঘণ্টাখানেক সময় পেরোতেই খেলা ঘুরে যায় ৷ বিহারের ক্ষমতা দখলের লড়াইয়ে এগিয়ে যায় নীতীশ কুমারের নেতৃত্বাধীন NDA। যেখানে BJP-র আসন সংখ্য়া নীতীশ কুমারের JDU-র থেকেও বেশি দেখা যায় ৷ আর তাতেই চাঙ্গা হতে শুরু করে শেয়ার বাজার ৷
এদিন বাজার খুলতেই শেয়ারের সূচক প্রায় সাড়ে ছ’শো পয়েন্ট বেড়ে 43 হাজারের ঘরে ঢুকে পড়ে ৷ যা সর্বকালীন রেকর্ড তৈরি করেছে বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা ৷ দিনের শেষে শেয়ার মার্কেট বন্ধ হওয়ার আগে কিছুটা কমে 43 হাজার 145 পয়েন্টে থামে শেয়ার সূচক ৷ শুধু শেয়ার সূচক নয়, নিফটিও অনেকটাই বেড়েছে এদিন ৷ 164 পয়েন্ট বেড়ে নিফটি পৌঁছায় 12 হাজার 624 পয়েন্টে ৷ তবে, শেয়ার সূচকের মতো নিফটিও শেষ বেলায় কিছুটা নেমে যায় ৷ কমে গিয়ে 12 হাজার 592 পয়েন্টে থামে নিফটি ৷
বিহারে BJP-র এগিয়ে থাকায় শেয়ার বাজার সর্বকালের সেরা অঙ্কে পৌঁছানোয় খুশি ব্য়বসায়ী মহল ৷ বিহারের এই লিড ধরে রাখতে পারলে বুধবার শেয়ার বাজারের এই গ্রাফ আরও উপরে উঠবে বলে মনে করছে দালাল স্ট্রিটের কারবারিরা ৷