ETV Bharat / bharat

কোভিড রুখতে মুম্বইয়ে জারি 144 ধারা

করোনাভাইরাসের দাপট রুখতে মুম্বইয়ে জারি করা হল 144 ধারা ৷ আজ থেকেই এই নির্দেশ চালু হচ্ছে ৷ চলবে 30 এপ্রিল পর্যন্ত ৷

Section 144 imposed in Mumbai amid spike in coronavirus cases
কোভিড রুখতে মুম্বইয়ে জারি 144 ধারা
author img

By

Published : Apr 5, 2021, 5:26 PM IST

মুম্বই, 5 এপ্রিল: করোনাভাইরাসের সংক্রমণ ক্রমে বৃদ্ধি পাওয়ায় এ বার 144 ধারা জারি করল মুম্বই পুলিশ ৷ 5 এপ্রিল অর্থাত্ আজ থেকে 30 এপ্রিল পর্যন্ত 144 ধারা জারি থাকবে বলে নির্দেশ দেওয়া হয়েছে ৷

ডেপুটি কমিশনার এস চৈতন্যের স্বাক্ষর করা নির্দেশিকায় বলা হয়েছে, কাজের দিনে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত প্রকাশ্য কোনও অবস্থানে পাঁচ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হচ্ছে ৷ এ ছাড়া বাকি সময়ে অর্থাত্ কাজের দিনে রাত 8টা থেকে সকাল 7টার মধ্যে এবং শুক্রবার রাত 8টা থেকে সোমবার সকাল 7টা পর্যন্ত কোনও ব্যক্তি যথাযথ কারণ ছাড়া প্রকাশ্যে স্থানে যেতে পারবেন না ৷ নির্দেশিকায় বলা হয়েছে, "5 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত এই নির্দেশিকা বজায় থাকবে ৷ বিশেষ ক্ষেত্রে অনুমতি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে জ়োনাল ডেপুটি কমিশনারকে ৷"

আরও পড়ুন: করোনা বাগে আনতে মহারাষ্ট্রে সপ্তাহান্তে লকডাউন, নাইট কার্ফু

রবিবার মুম্বইতে নতুন করে কোভিডে আক্রান্ত হন 11,206 জন ৷ এর ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয় 4,52,681 ৷

করোনার দাপট বাগে আনতে সপ্তাহান্তে লকডাউন ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার ৷ যা কার্যকর থাকবে শুক্রবার রাত আটটা থেকে সোমবার সকাল সাতটা পর্যন্ত ৷

মুম্বই, 5 এপ্রিল: করোনাভাইরাসের সংক্রমণ ক্রমে বৃদ্ধি পাওয়ায় এ বার 144 ধারা জারি করল মুম্বই পুলিশ ৷ 5 এপ্রিল অর্থাত্ আজ থেকে 30 এপ্রিল পর্যন্ত 144 ধারা জারি থাকবে বলে নির্দেশ দেওয়া হয়েছে ৷

ডেপুটি কমিশনার এস চৈতন্যের স্বাক্ষর করা নির্দেশিকায় বলা হয়েছে, কাজের দিনে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত প্রকাশ্য কোনও অবস্থানে পাঁচ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হচ্ছে ৷ এ ছাড়া বাকি সময়ে অর্থাত্ কাজের দিনে রাত 8টা থেকে সকাল 7টার মধ্যে এবং শুক্রবার রাত 8টা থেকে সোমবার সকাল 7টা পর্যন্ত কোনও ব্যক্তি যথাযথ কারণ ছাড়া প্রকাশ্যে স্থানে যেতে পারবেন না ৷ নির্দেশিকায় বলা হয়েছে, "5 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত এই নির্দেশিকা বজায় থাকবে ৷ বিশেষ ক্ষেত্রে অনুমতি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে জ়োনাল ডেপুটি কমিশনারকে ৷"

আরও পড়ুন: করোনা বাগে আনতে মহারাষ্ট্রে সপ্তাহান্তে লকডাউন, নাইট কার্ফু

রবিবার মুম্বইতে নতুন করে কোভিডে আক্রান্ত হন 11,206 জন ৷ এর ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয় 4,52,681 ৷

করোনার দাপট বাগে আনতে সপ্তাহান্তে লকডাউন ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার ৷ যা কার্যকর থাকবে শুক্রবার রাত আটটা থেকে সোমবার সকাল সাতটা পর্যন্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.