ETV Bharat / bharat

Military Chopper Crash : 6 বছর আগেও একইভাবে বিমান দুর্ঘটনায় পড়েছিলেন সেনাপ্রধান - 6 বছর আগেও একইভাবে বিমান দুর্ঘটনায় পড়েছিলেন সেনাপ্রধান

চপার দুর্ঘটনায় প্রয়াত চিফ অফ ডিভেন্স স্টাফ বিপিন রাওয়াত ৷ তামিলনাড়ুর কোয়েম্বাটুর এবং সুলুরের মাঝে বায়ুসেনার এম-আই সিরিজের চপারটি ভেঙে পড়ে ৷ এবারই প্রথম নয়, এর আগেও কপ্টার দুর্ঘটনায় পড়েছিলেন সেনাপ্রধান ৷

Rawat
বিমান দুর্ঘটনায় পড়েছিলেন সেনাপ্রধান
author img

By

Published : Dec 8, 2021, 8:43 PM IST

নয়াদিল্লি, 8 ডিসেম্বর : প্রয়াত সেনাপ্রধান বিপিন রাওয়াত ৷ তামিলনাড়ুর কুন্নুরের কাছে দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে বায়ুসেনার হেলিকপ্টার (Military Chopper Crashes) ৷ দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারেই সওয়ার ছিলেন চিফ অফ ডিভেন্স স্টাফ বিপিন রাওয়াত-সহ 9 জন সেনা আধিকারিক (Mi-17V-5 Military Transport Helicopter crashes in Tamil Nadu) ৷ তবে এবারই প্রথম নয়, এর আগেও কপ্টার দুর্ঘটনায় পড়েছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ ৷

ছ'বছর আগে নাগাল্যান্ডের ডিমাপুরে কপ্টার দুর্ঘটনায় পড়েছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত ৷ যদিও Mi-17V-5 নয়, সেবার দুর্ঘটনার কবলে পড়েছিল বায়ুসেনার ‘চিতা’ ৷ ডিমাপুরের রাঙাপাহাড় হেলিপ্যাড থেকে রাওয়াত-সহ আরও দু'জন সেনা আধিকারিককে নিয়ে উড়েছিল চিতা ৷ প্রায় 20 ফুট উচ্চতায় থাকাকালীন ইঞ্জিন বন্ধ হয়ে মাটিতে আছড়ে পড়ে কপ্টারটি ৷ 2015 সালের সেই দুর্ঘটনায় আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি ৷ সেসময় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ছিলেন বিপিন রাওয়াত ৷

আরও পড়ুন : About MI-17V-5 Chopper : বায়ুসেনার অন্যতম নির্ভরযোগ্য কপ্টারে ছিলেন রাওয়াত, জেনে নিন তার বিশেষত্ব

আজ দুপুর বারোটার কিছু পরেই তামিলনাড়ুর কুন্নুরের কাছে দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে বায়ুসেনার হেলিকপ্টার (Mi-17V-5 Military Transport Helicopter Crash) ৷ দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারেই সওয়ার ছিলেন ভারতের তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত (CDS Bipin Rawat) ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ কয়েকজন পদস্থ সেনা আধিকারিক (Mi-17V-5 Military Transport Helicopter Crash) ৷ 14 জন সওয়ারীর মধ্য়ে 13 জনই প্রয়াত হয়েছেন ৷

আরও পড়ুন : Rajnath Singh Meeting on Chopper Crash : চপার দুর্ঘটনার পর জরুরি বৈঠকে রাজনাথ, নীলগিরি যাচ্ছেন স্ট্য়ালিন

ইতিমধ্যেই দুর্ঘটনার প্রাথমিক তদন্তের কাজ শুরু হয়েছে ৷ ঘন কুয়াশায় দুর্ঘটনা ঘটেছে, নাকি এর পিছনে রয়েছে কোনও যান্ত্রিক ত্রুটি, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এদিন কোয়েম্বাটোর জেলার সুলুর থেকে যাত্রা শুরু করেছিল হেলিকপ্টারটি ৷ গন্তব্য ছিল কুন্নুরের ওয়েলিংটন আর্মি সেন্টার ৷ কিন্তু, গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷

নয়াদিল্লি, 8 ডিসেম্বর : প্রয়াত সেনাপ্রধান বিপিন রাওয়াত ৷ তামিলনাড়ুর কুন্নুরের কাছে দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে বায়ুসেনার হেলিকপ্টার (Military Chopper Crashes) ৷ দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারেই সওয়ার ছিলেন চিফ অফ ডিভেন্স স্টাফ বিপিন রাওয়াত-সহ 9 জন সেনা আধিকারিক (Mi-17V-5 Military Transport Helicopter crashes in Tamil Nadu) ৷ তবে এবারই প্রথম নয়, এর আগেও কপ্টার দুর্ঘটনায় পড়েছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ ৷

ছ'বছর আগে নাগাল্যান্ডের ডিমাপুরে কপ্টার দুর্ঘটনায় পড়েছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত ৷ যদিও Mi-17V-5 নয়, সেবার দুর্ঘটনার কবলে পড়েছিল বায়ুসেনার ‘চিতা’ ৷ ডিমাপুরের রাঙাপাহাড় হেলিপ্যাড থেকে রাওয়াত-সহ আরও দু'জন সেনা আধিকারিককে নিয়ে উড়েছিল চিতা ৷ প্রায় 20 ফুট উচ্চতায় থাকাকালীন ইঞ্জিন বন্ধ হয়ে মাটিতে আছড়ে পড়ে কপ্টারটি ৷ 2015 সালের সেই দুর্ঘটনায় আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি ৷ সেসময় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ছিলেন বিপিন রাওয়াত ৷

আরও পড়ুন : About MI-17V-5 Chopper : বায়ুসেনার অন্যতম নির্ভরযোগ্য কপ্টারে ছিলেন রাওয়াত, জেনে নিন তার বিশেষত্ব

আজ দুপুর বারোটার কিছু পরেই তামিলনাড়ুর কুন্নুরের কাছে দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে বায়ুসেনার হেলিকপ্টার (Mi-17V-5 Military Transport Helicopter Crash) ৷ দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারেই সওয়ার ছিলেন ভারতের তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত (CDS Bipin Rawat) ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ কয়েকজন পদস্থ সেনা আধিকারিক (Mi-17V-5 Military Transport Helicopter Crash) ৷ 14 জন সওয়ারীর মধ্য়ে 13 জনই প্রয়াত হয়েছেন ৷

আরও পড়ুন : Rajnath Singh Meeting on Chopper Crash : চপার দুর্ঘটনার পর জরুরি বৈঠকে রাজনাথ, নীলগিরি যাচ্ছেন স্ট্য়ালিন

ইতিমধ্যেই দুর্ঘটনার প্রাথমিক তদন্তের কাজ শুরু হয়েছে ৷ ঘন কুয়াশায় দুর্ঘটনা ঘটেছে, নাকি এর পিছনে রয়েছে কোনও যান্ত্রিক ত্রুটি, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এদিন কোয়েম্বাটোর জেলার সুলুর থেকে যাত্রা শুরু করেছিল হেলিকপ্টারটি ৷ গন্তব্য ছিল কুন্নুরের ওয়েলিংটন আর্মি সেন্টার ৷ কিন্তু, গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.