ETV Bharat / bharat

উত্তরাখণ্ডে হিমবাহে ফাটল, আকাশপথে বিজ্ঞানীরা খতিয়ে দেখলেন চামোলি - ভারত-চিন সীমান্তে চামোলি জেলা

গ্রামের লোকেরা জানিয়েছিলেন, হিমবাহে ফাটল দেখা দিয়েছে ৷ তাঁদের কথার উপর ভিত্তি করে আকাশপথে চামোলি ঘুরে দেখলেন বিজ্ঞানীদের একটি দল ৷

চামোলি উপত্যকা
চামোলি উপত্যকা
author img

By

Published : May 30, 2021, 3:36 PM IST

চামোলি (উত্তরাখণ্ড), 30 মে : বিজ্ঞানীদের একটি দল পরিদর্শন করল ঋষিগঙ্গার তীরে অবস্থিত চামোলির বর্তমান পরিস্থিত ৷ সেখানে হিমবাহগুলির বর্তমান অবস্থা ঠিক কী রকম, তা দেখতেই শনিবার আকাশপথে এই জেলার বিস্তীর্ণ অঞ্চল ঘুরে দেখলন তাঁরা ৷ ওই অঞ্চলের গ্রামবাসীরা জানিয়েছিলেন যে, হিমবাহে ফাটল দেখা দিয়েছে ৷ তাঁদের তথ্যের উপর নির্ভর করে এই পদক্ষেপ করা হয়েছে ৷

আরও পড়ুন : দেশে দশগুণ বেশি মেডিক্যাল অক্সিজেন উৎপাদন হচ্ছে, মন কি বাতে বললেন মোদি

23 এপ্রিল, ভারত-চিন সীমান্তে চামোলি জেলার সুমনা, নিটি উপত্যকায় হিমবাহ বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ এর আগে ফেব্রুয়ারি মাসে জোশিমঠে একইরকম বিস্ফোরণের ফলে ধৌলি-গঙ্গায় জলপ্লাবনে ভেসে গিয়েছিল বিস্তীর্ণ এলাকা ৷ প্রাণ হারিয়েছিলেন 50 জন ৷ বহু মানুষ আজও নিখোঁজ ৷

বিজ্ঞানীরা তাঁদের পর্যবেক্ষণের রিপোর্ট পাঠাবে কেন্দ্রীয় সরকারকে ৷

চামোলি (উত্তরাখণ্ড), 30 মে : বিজ্ঞানীদের একটি দল পরিদর্শন করল ঋষিগঙ্গার তীরে অবস্থিত চামোলির বর্তমান পরিস্থিত ৷ সেখানে হিমবাহগুলির বর্তমান অবস্থা ঠিক কী রকম, তা দেখতেই শনিবার আকাশপথে এই জেলার বিস্তীর্ণ অঞ্চল ঘুরে দেখলন তাঁরা ৷ ওই অঞ্চলের গ্রামবাসীরা জানিয়েছিলেন যে, হিমবাহে ফাটল দেখা দিয়েছে ৷ তাঁদের তথ্যের উপর নির্ভর করে এই পদক্ষেপ করা হয়েছে ৷

আরও পড়ুন : দেশে দশগুণ বেশি মেডিক্যাল অক্সিজেন উৎপাদন হচ্ছে, মন কি বাতে বললেন মোদি

23 এপ্রিল, ভারত-চিন সীমান্তে চামোলি জেলার সুমনা, নিটি উপত্যকায় হিমবাহ বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ এর আগে ফেব্রুয়ারি মাসে জোশিমঠে একইরকম বিস্ফোরণের ফলে ধৌলি-গঙ্গায় জলপ্লাবনে ভেসে গিয়েছিল বিস্তীর্ণ এলাকা ৷ প্রাণ হারিয়েছিলেন 50 জন ৷ বহু মানুষ আজও নিখোঁজ ৷

বিজ্ঞানীরা তাঁদের পর্যবেক্ষণের রিপোর্ট পাঠাবে কেন্দ্রীয় সরকারকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.