ETV Bharat / bharat

Sakshi over Power Crisis : এতগুলো বছর ধরে ঝাড়খণ্ডে বিদ্যুৎ সঙ্কট কেন ? প্রশ্ন করদাতা সাক্ষীর - দেশে বিদ্যুৎ সঙ্কট

প্রবল গরমে বিভিন্ন রাজ্য বিদ্যুৎ সঙ্কটের মুখে ৷ এর কারণ জানতে চেয়ে টুইট করলেন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী সিং (Sakshi over Power Crisis) ৷

Cricketer MS Dhoni wife Sakshi questions Jharkhand Government
বিদ্যুৎ সঙ্কট নিয়ে প্রশ্ন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষীর
author img

By

Published : Apr 26, 2022, 9:26 AM IST

নয়াদিল্লি, 26 এপ্রিল : বিদ্যুৎ সঙ্কট নিয়ে প্রশ্ন তুললেন সাক্ষী সিং ৷ রাজ্যে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না ৷ এ নিয়ে টুইট করলেন প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী ৷ বিদ্যুতের অভাবের কারণ কী, ঝাড়খণ্ড সরকারের কাছ থেকে তা জানতে চাইলেন সাক্ষী (Sakshi Singh Dhoni tweets over power crisis in Jharkhand) ৷

দেশজুড়ে বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লার ঘাটতি দেখা দিয়েছে ৷ যার ফল এই বিদ্যুৎ সঙ্কট ৷ এর সঙ্গে দোসর তাপপ্রবাহ ৷ দেশের একাধিক রাজ্যে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে ৷ গিরিডি, পূর্ব ও পশ্চিম সিংভূম, রাঁচি, বোকারো, কোদারমা, পালামৌ, গাড়ওয়া, ছাত্রায় 28 এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ চলবে, জানিয়েছে আবহাওয়া দফতর ৷

এর মধ্যে কাপ্তেনের স্ত্রী টুইট করে লিখেছেন, "ঝাড়খণ্ডের একজন করদাতা হিসেবে আমি জানতে চাই ঝাড়খণ্ডে এত বছর ধরে বিদ্যুৎ সঙ্কট চলছে কেন ? আমরা আমাদের দিক থেকে সচেতন ভাবে শক্তি সংরক্ষণ করে চলেছি ৷"

  • As a tax payer of Jharkhand just want to know why is there a power crisis in Jharkhand since so many years ? We are doing our part by consciously making sure we save energy !

    — Sakshi Singh 🇮🇳❤️ (@SaakshiSRawat) April 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Living Without Electricity : কাঠগড়ায় সিইএসসি, কলকাতার নাগরিক হয়েও বিদ্যুৎহীন 17টি পরিবার

ইতিমধ্যে সোমবার কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং (Union Minister for Power RK Singh) রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Railways Minister Ashwini Vaishnaw) সঙ্গে দেখা করেছেন ৷ বিদ্যুৎ কেন্দ্রে কী ভাবে দ্রুত যথেষ্ট পরিমাণে কয়লা সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে দুই মন্ত্রীর মধ্যে ৷ এই পরিস্থিতিতে বিদ্যুৎ মন্ত্রী কেন্দ্র এবং রাজ্য দু'তরফকেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা দিয়েছেন ৷

আরকে সিং পাওয়ার জেনকোস-এর কাছে আর্জি জানিয়েছেন, রেলমন্ত্রকের প্রকল্পের আওতায় থাকা মালবাহী বগিতে কয়লা পাঠানো যায় কি না, তা দেখতে ৷ মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত এবং মহারাষ্ট্রের বিভিন্ন কয়লা এবং শক্তির বিভিন্ন পিএসইউ প্রতিনিধিরা ভার্চুয়ালি এতে অংশ নিয়েছিলেন ৷ ভারতীয় রেলমন্ত্রক 2021-এর সেপ্টেম্বর এবং 2022-এর মার্চের মধ্যে কয়লা সরবরাহের গতি বৃদ্ধি করেছে ৷ 10 শতাংশ বগিও বাড়ানো হয়েছে, জানিয়েছে মন্ত্রক ৷

নয়াদিল্লি, 26 এপ্রিল : বিদ্যুৎ সঙ্কট নিয়ে প্রশ্ন তুললেন সাক্ষী সিং ৷ রাজ্যে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না ৷ এ নিয়ে টুইট করলেন প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী ৷ বিদ্যুতের অভাবের কারণ কী, ঝাড়খণ্ড সরকারের কাছ থেকে তা জানতে চাইলেন সাক্ষী (Sakshi Singh Dhoni tweets over power crisis in Jharkhand) ৷

দেশজুড়ে বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লার ঘাটতি দেখা দিয়েছে ৷ যার ফল এই বিদ্যুৎ সঙ্কট ৷ এর সঙ্গে দোসর তাপপ্রবাহ ৷ দেশের একাধিক রাজ্যে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে ৷ গিরিডি, পূর্ব ও পশ্চিম সিংভূম, রাঁচি, বোকারো, কোদারমা, পালামৌ, গাড়ওয়া, ছাত্রায় 28 এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ চলবে, জানিয়েছে আবহাওয়া দফতর ৷

এর মধ্যে কাপ্তেনের স্ত্রী টুইট করে লিখেছেন, "ঝাড়খণ্ডের একজন করদাতা হিসেবে আমি জানতে চাই ঝাড়খণ্ডে এত বছর ধরে বিদ্যুৎ সঙ্কট চলছে কেন ? আমরা আমাদের দিক থেকে সচেতন ভাবে শক্তি সংরক্ষণ করে চলেছি ৷"

  • As a tax payer of Jharkhand just want to know why is there a power crisis in Jharkhand since so many years ? We are doing our part by consciously making sure we save energy !

    — Sakshi Singh 🇮🇳❤️ (@SaakshiSRawat) April 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Living Without Electricity : কাঠগড়ায় সিইএসসি, কলকাতার নাগরিক হয়েও বিদ্যুৎহীন 17টি পরিবার

ইতিমধ্যে সোমবার কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং (Union Minister for Power RK Singh) রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Railways Minister Ashwini Vaishnaw) সঙ্গে দেখা করেছেন ৷ বিদ্যুৎ কেন্দ্রে কী ভাবে দ্রুত যথেষ্ট পরিমাণে কয়লা সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে দুই মন্ত্রীর মধ্যে ৷ এই পরিস্থিতিতে বিদ্যুৎ মন্ত্রী কেন্দ্র এবং রাজ্য দু'তরফকেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা দিয়েছেন ৷

আরকে সিং পাওয়ার জেনকোস-এর কাছে আর্জি জানিয়েছেন, রেলমন্ত্রকের প্রকল্পের আওতায় থাকা মালবাহী বগিতে কয়লা পাঠানো যায় কি না, তা দেখতে ৷ মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত এবং মহারাষ্ট্রের বিভিন্ন কয়লা এবং শক্তির বিভিন্ন পিএসইউ প্রতিনিধিরা ভার্চুয়ালি এতে অংশ নিয়েছিলেন ৷ ভারতীয় রেলমন্ত্রক 2021-এর সেপ্টেম্বর এবং 2022-এর মার্চের মধ্যে কয়লা সরবরাহের গতি বৃদ্ধি করেছে ৷ 10 শতাংশ বগিও বাড়ানো হয়েছে, জানিয়েছে মন্ত্রক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.