উন্নাও, 26 নভেম্বর: শ্রদ্ধা ওয়াকারের খুনের ঘটনায় অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ (BJP MP Sakshi Maharaj) ৷ শনিবার তিনি বলেন, "সাক্ষীর খুনিকে এনকাউন্টার করে, কেরোসিন ও শুয়োরের চর্বি ঢেলে পোড়ানো উচিত ৷" তদন্ত প্রক্রিয়া চলাকালীন তাঁর এই মন্তব্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে (controversial comment of Sakshi Maharaj)৷
শ্রদ্ধার হত্যা কাণ্ডে আফতাবের নাম জড়ানোর প্রসঙ্গে ক'দিন আগে মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছিলেন, বিষয়টিকে লাভ জিহাদের নজরে দেখা ঠিক নয় ৷ বিজেপি এই ঘটনায় ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে বলে মিম প্রধান বলেছিলেন এই খুনের ঘটনাকে ধর্মের সঙ্গে জড়ানো উচিত নয় ৷
আরও পড়ুন: হরিয়ানায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু কিশোরের !
তাঁর মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন সাক্ষী মহারাজ বলেন, "এই ঘটনাকে ধর্মের সঙ্গে জড়ানো উচিত না ৷ তবে এমন লোকেদের এনকাউন্টার করে, কেরোসিন ও শুয়োরের চর্বি ঢেলে পোড়ানো উচিত ৷" উল্লেখ্য, আফতাব আমিন পুনাওয়ালার বিরুদ্ধে অভিযোগ, তাঁর লিভ-ইন-পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে 6 মাস আগে খুন করে তাঁর দেহ 35 টুকরো করে বাড়িতে রেখে দিয়েছিল (Shraddha Walker Murder Case) ৷ পরে একে একে দেহাংশগুলি সে জঙ্গলে ফেলে দিয়ে আসে ৷ পুলিশের জেরায় ঘটনার কথা স্বীকার করেছে আফতাব (Sakshi Maharaj statement on Shraddha murder case) ৷