ETV Bharat / bharat

Delhi Liquor Policy Scam: দিল্লি আবগারি দুর্নীতিতে অভিযুক্ত পাঁচজনের জামিন খারিজ করল আদালত

কেউ জামিন পাবে না, নির্দেশে স্পষ্ট জানাল দিল্লির রাউস কোর্ট অ্যাভিনিউ আদালত ৷ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে তথ্যপ্রমাণের ভিত্তিতে এই রায় দিল দিল্লির একটি আদালত (Delhi Liquor Policy Scam Accused) ৷

Delhi Liquor Policy
দিল্লির আদালত
author img

By

Published : Feb 17, 2023, 8:05 PM IST

নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: কাউকে জামিন দেওয়া হবে না, সাফ জানিয়ে দিলেন বিচারক ৷ সব তথ্যপ্রমাণ খতিয়ে দেখে পাঁচজনের জামিনের আবেদন খারিজ করল আদালত ৷ বৃহস্পতিবার বিকেলে দ্য রাউস অ্যাভিনিউ কোর্ট (The Rouse Avenue court) স্পষ্ট জানায়, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডি 5 জনকে গ্রেফতার করেছে ৷ স্পেশ্যাল কোর্টের বিচারক এমকে নাগপাল 123 পৃষ্ঠার একটি নির্দেশে অন্যতম পাঁচ মূল অভিযুক্ত সমীর মহেন্দ্রু, পি শরৎচন্দ্র রেড্ডি, বিজয় নায়ার, অভিষেক বইনাপল্লি, বিনয় বাবুর জামিনের আবেদন নাকচ করে দেন ৷ তাদের বিরুদ্ধে আর্থিক তছরূপের মতো গুরুতর অভিযোগ রয়েছে ৷

অভিযুক্তদের আচরণের যে রেকর্ড আছে, সেই অনুযায়ী তাদের জামিন দিলে অভিযুক্তরা প্রমাণ নষ্ট করে দিতে পারে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অভিযোগ তুলেছে, ফোন নষ্ট করে একাধিক প্রমাণ মুছে ফেলা এবং বদলানোর চেষ্টা চালিয়েছে তারা ৷ বিশেষত পি শরৎচন্দ্র রেড্ডি ডিজিটাল ডাটা নষ্ট করেছে ৷ সাউথ লিকার লবি বিজয় নায়ার নামের এক ব্যক্তিকে 100 কোটি টাকা ঘুষ দিয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এদিকে বিজয় নায়ার আপ দলের মিডিয়া ইন-চার্জ ৷ তিনি আপের ও দিল্লি সরকারের পক্ষ থেকে আবগারি ব্যবসায়ী ও সরকারের মধ্যে হওয়া বৈঠকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ৷ শুধু তাই নয়, নায়ার আপ মন্ত্রিসভার এক বরিষ্ঠ সদস্যের জন্য বরাদ্দ করা সরকারি বাড়িতে থাকছেন ৷ তাই দিল্লি আবগারি দুর্নীতিতে আপ নেতা নায়ারের ভূমিকাটিও গুরুত্বপূর্ণ ৷ মনে করা হচ্ছে, দিল্লি সরকারের আবগারি দফতরের ক্ষমতাবলেই তিনি ওই বৈঠকে অংশ নিয়েছিলেন ৷ তিনি ছাড়া দিল্লি সরকার এবং আপের তরফে আর কেউ উপস্থিত ছিলেন না ৷ বিচারপতি নির্দেশে জানিয়েছেন, অভিযুক্ত অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন ৷ তিনি বিশাল টাকা ঘুষের বদলে আবগারি ব্যবসার সঙ্গে যুক্ত অনেককে অযাচিত সুবিধে পাইয়ে দিয়েছেন ৷

আরও পড়ুন: দিল্লি আবগারি দুর্নীতিতে জড়িত কে কবিতা ? গ্রেফতার তাঁর প্রাক্তন হিসাবরক্ষক

বিচারক এমকে নাগপাল শরৎচন্দ্র রেড্ডির ভূমিকা প্রসঙ্গে উল্লেখ করেন, তিনি 100 কোটি টাকা অনুদান দেওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ৷ তিনি 2টি রিটেল লাইসেন্স পাওয়ার যোগ্য ৷ সেখানে তিনি 5টি রিটেল জোনের লাইসেন্স আদায় করেছেন ৷ টিসিএল নামের একটি কোম্পানিকে 2টি লাইসেন্স এবং অবন্তিকা ও অরগানিক্স নামের বেনামি কোম্পানির জন্য তিনটি লাইসেন্স দেওয়া হয় ৷ এর প্রমাণ আছে ৷ দিল্লি আবগারী নীতি তৈরি করার সময় এবং লাইসেন্স পাওয়ার পরে তিনি বিজয় নায়ারের সঙ্গে দেখা করেন, সেই রেকর্ড আদালতের পেয়েছে ৷ সাউথ লিকার লবিতে কে কবিতা, মাগুন্তা শ্রীনিবাসুলুরেড্ডি, রাঘব মাগুন্তা এবং শরৎচন্দ্র রেড্ডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ একদিকে রাউস অ্যাভিনিউ কোর্ট পাঁচজনের জামিনের অভিযোগ বাতিল করে ৷ একই সময় অরুণ রামচন্দ্র পিল্লাইকে দিল্লির অফিসে জিজ্ঞাসাবাদ করে ইডি ৷

নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: কাউকে জামিন দেওয়া হবে না, সাফ জানিয়ে দিলেন বিচারক ৷ সব তথ্যপ্রমাণ খতিয়ে দেখে পাঁচজনের জামিনের আবেদন খারিজ করল আদালত ৷ বৃহস্পতিবার বিকেলে দ্য রাউস অ্যাভিনিউ কোর্ট (The Rouse Avenue court) স্পষ্ট জানায়, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডি 5 জনকে গ্রেফতার করেছে ৷ স্পেশ্যাল কোর্টের বিচারক এমকে নাগপাল 123 পৃষ্ঠার একটি নির্দেশে অন্যতম পাঁচ মূল অভিযুক্ত সমীর মহেন্দ্রু, পি শরৎচন্দ্র রেড্ডি, বিজয় নায়ার, অভিষেক বইনাপল্লি, বিনয় বাবুর জামিনের আবেদন নাকচ করে দেন ৷ তাদের বিরুদ্ধে আর্থিক তছরূপের মতো গুরুতর অভিযোগ রয়েছে ৷

অভিযুক্তদের আচরণের যে রেকর্ড আছে, সেই অনুযায়ী তাদের জামিন দিলে অভিযুক্তরা প্রমাণ নষ্ট করে দিতে পারে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অভিযোগ তুলেছে, ফোন নষ্ট করে একাধিক প্রমাণ মুছে ফেলা এবং বদলানোর চেষ্টা চালিয়েছে তারা ৷ বিশেষত পি শরৎচন্দ্র রেড্ডি ডিজিটাল ডাটা নষ্ট করেছে ৷ সাউথ লিকার লবি বিজয় নায়ার নামের এক ব্যক্তিকে 100 কোটি টাকা ঘুষ দিয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এদিকে বিজয় নায়ার আপ দলের মিডিয়া ইন-চার্জ ৷ তিনি আপের ও দিল্লি সরকারের পক্ষ থেকে আবগারি ব্যবসায়ী ও সরকারের মধ্যে হওয়া বৈঠকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ৷ শুধু তাই নয়, নায়ার আপ মন্ত্রিসভার এক বরিষ্ঠ সদস্যের জন্য বরাদ্দ করা সরকারি বাড়িতে থাকছেন ৷ তাই দিল্লি আবগারি দুর্নীতিতে আপ নেতা নায়ারের ভূমিকাটিও গুরুত্বপূর্ণ ৷ মনে করা হচ্ছে, দিল্লি সরকারের আবগারি দফতরের ক্ষমতাবলেই তিনি ওই বৈঠকে অংশ নিয়েছিলেন ৷ তিনি ছাড়া দিল্লি সরকার এবং আপের তরফে আর কেউ উপস্থিত ছিলেন না ৷ বিচারপতি নির্দেশে জানিয়েছেন, অভিযুক্ত অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন ৷ তিনি বিশাল টাকা ঘুষের বদলে আবগারি ব্যবসার সঙ্গে যুক্ত অনেককে অযাচিত সুবিধে পাইয়ে দিয়েছেন ৷

আরও পড়ুন: দিল্লি আবগারি দুর্নীতিতে জড়িত কে কবিতা ? গ্রেফতার তাঁর প্রাক্তন হিসাবরক্ষক

বিচারক এমকে নাগপাল শরৎচন্দ্র রেড্ডির ভূমিকা প্রসঙ্গে উল্লেখ করেন, তিনি 100 কোটি টাকা অনুদান দেওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ৷ তিনি 2টি রিটেল লাইসেন্স পাওয়ার যোগ্য ৷ সেখানে তিনি 5টি রিটেল জোনের লাইসেন্স আদায় করেছেন ৷ টিসিএল নামের একটি কোম্পানিকে 2টি লাইসেন্স এবং অবন্তিকা ও অরগানিক্স নামের বেনামি কোম্পানির জন্য তিনটি লাইসেন্স দেওয়া হয় ৷ এর প্রমাণ আছে ৷ দিল্লি আবগারী নীতি তৈরি করার সময় এবং লাইসেন্স পাওয়ার পরে তিনি বিজয় নায়ারের সঙ্গে দেখা করেন, সেই রেকর্ড আদালতের পেয়েছে ৷ সাউথ লিকার লবিতে কে কবিতা, মাগুন্তা শ্রীনিবাসুলুরেড্ডি, রাঘব মাগুন্তা এবং শরৎচন্দ্র রেড্ডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ একদিকে রাউস অ্যাভিনিউ কোর্ট পাঁচজনের জামিনের অভিযোগ বাতিল করে ৷ একই সময় অরুণ রামচন্দ্র পিল্লাইকে দিল্লির অফিসে জিজ্ঞাসাবাদ করে ইডি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.