উদয়পুর, 29 অগস্ট: রাজস্থানের (Rajasthan) উদয়পুরে (Udaipur) ভয়াবহ ডাকাতি (Robbery) ৷ প্রসিদ্ধ ঋণদাতা সংস্থার কার্যালয় (Gold Loan Agency) থেকে 24 কিলোগ্রাম সোনা (Gold) লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীরা ৷ সেইসঙ্গে, নগদ 11 লক্ষ টাকাও নিয়ে যায় তারা ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাটি সোনার বিনিময়ে সহজ পদ্ধতিতে গ্রাহকদের ঋণ দেয় ৷ ভারতের প্রায় সর্বত্রই এই সংস্থার শাখা রয়েছে ৷ উদয়পুরের প্রতাপনগর (Pratap Nagar) এলাকাতেও এদের একটি কার্যালয় রয়েছে ৷ সোমবার ছিল সপ্তাহের প্রথম কাজের দিন ৷ স্বাভাবিকভাবেই ব্যস্ত ছিলেন সংস্থার কর্মীরা ৷ অভিযোগ, হঠাৎই সেখানে ঢুকে পড়ে পাঁচ দুষ্কৃতী ৷ তাদের সকলেরই মুখ ঢাকা ছিল ৷ ঋণদাতা সংস্থার কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনা ও নগদ টাকা লুঠ করে নিয়ে যায় তারা ৷
আরও পড়ুন: প্রাতঃরাশ নিয়ে ঝামেলা, 3 নাবালিকা কন্যা সহ পরিবারের 5 জনকে নৃশংস খুন
ঋণদাতা সংস্থার ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল ৷ তাতে লুঠের ঘটনা রেকর্ড হয়েছে ৷ দোষীদের খুঁজে বের করতে এই সিসিটিভি ফুটেজই এখন সব থেকে বড় ভরসা পুলিশের ৷ সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন এসিপি চন্দ্রশীল ঠাকুর ৷ তিনি জানিয়েছেন, সোমবার সকালে ঋণদান সংস্থার কার্যালয় খোলার কিছুক্ষণ পরই সেখানে হামলা চালায় দুষ্কৃতীরা ৷ ডাকাতির পর স্থানীয় প্রতাপনগর থানায় খবর দেওয়া হয় ৷ ঘটনাস্থলে পৌঁছে যান কর্তব্যরত পুলিশ আধিকারিকরা ৷ পৌঁছন এসিপি চন্দ্রশীল ঠাকুরও ৷ পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় ডাকাতির অভিযোগ দায়ের করেছে ৷ দুষ্কৃতীদের চিহ্নিত করে খুঁজে বের করতে শুরু হয়েছে তদন্তের কাজও ৷
চন্দ্রশীল ঠাকুর জানিয়েছেন, তাঁরা ওই সংস্থার কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলছেন ৷ সিসিটিভি ফুটেজ ভালো করে খতিয়ে দেখা হচ্ছে ৷ কিন্তু, মুখ ঢাকা থাকায় তাদের পরিচয় উদ্ধার করতে কিছুটা বেগ পেতে হচ্ছে ৷ তবে, পুলিশও হাল ছাড়তে নারাজ ৷ তাদের বক্তব্য, সিসিটিভি ফুটেজ ভালো করে পরীক্ষা করলেই দুষ্কৃতীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে ৷
পুলিশের প্রাথমিক অনুমান, যেভাবে সকালে কার্যালয় খোলার কিছুক্ষণ পরই ডাকাতি হয়েছে, তা থেকে এটুকু স্পষ্ট যে রীতিমতো পরিকল্পনা করে লুঠের ছক কষা হয়েছিল ৷ এর জন্য দীর্ঘদিনের রেইকি দরকার ৷ সেক্ষেত্রে গত কয়েক দিন বা কয়েক মাস ঘটনাস্থলের আশপাশ দিয়ে কারা যাতায়াত করেছে, সেই সংক্রান্ত তথ্য বের করার চেষ্টা করছে পুলিশ ৷ পাশাপাশি, সংস্থার কর্মীদের সম্পর্কেও খোঁজখবর নেওয়া হচ্ছে ৷ তাঁরা কেউ লুঠের পিছনে রয়েছেন কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে ৷ পুলিশের স্ক্য়ানারে রয়েছেন সংস্থার গ্রাহকরাও ৷