নয়াদিল্লি, 26 এপ্রিল: রিকশাচালককে প্রায় 200 মিটার টেনে নিয়ে গেল গাড়ি ৷ মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির ফিরোজ শাহ রোডে ৷ ঘটনায় গুরুতর আহত রিকশাচালক ৷ ঘটনাস্থলে থেকেই তাঁর জুতো উদ্ধার হয়েছে ৷ সেখানে রক্তের দাগও পাওয়া গিয়েছে ৷ আহত ব্যক্তির নাম মনোজ ৷ বয়স 25 বছর ৷ গৃহস্থালির কাজের পাশাপাশি রিকশাও চালান তিনি ৷ ঘটনায় অভিযুক্ত গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে ৷
এই ঘটনায় নয়াদিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ প্রণব তায়াল জানান, আহত রিকশাচালককে চিকিৎসার জন্য রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ প্রাথমিক চিকিৎসার পর আপাতত তিনি একটু ভালো আছেন ৷ ঠিক কী ঘটেছিল সেই বিবৃতিও নেওয়া হবে তাঁর থেকে ৷ ঘটনাস্থল থেকে অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়েছে ৷ জানা গিয়েছে, 25 বছরের অভিযুক্ত যুবকের নাম ফরমান ৷ গাজিয়াবাদের মুরাদনগরের বাসিন্দা তিনি ৷ গাড়ি চালানোর সময় ফরমান মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা জানার জন্য ডাক্তারি পরীক্ষা করা হবে তাঁর ৷
এক পুলিশ আধিকারিক জানান, ফিরোজ শাহ রোডে গাড়িটি প্রথমে সাইকেল রিকশাটিকে ধাক্কা দেয় ৷ তারপর রিকশাচালক মনোজকে বেশ কিছুদূর টেনে নিয়ে যায় ৷ ডেপুটি কমিশনার জানিয়েছেন, এই ঘটনায় ক্রাইম টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ৷ প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে ৷ দুর্ঘটনাগ্রস্ত মারুতি সুইফট গাড়িটিকে আটক করেছে পুলিশ ৷ এটির সামনের দিকটি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷
এই ঘটনাটি 1 জানুয়ারিতে ঘটা কানঝাওয়ালা দুর্ঘটনার স্মৃতিকে উসকে দিয়েছে ৷ কানঝাওয়ালার ঘটনায় 20 বছর বয়সি এক যুবতিকে একটি গাড়ি প্রায় 1 ঘণ্টা 15 মিনিট টেনে হিঁচড়ে নিয়ে যায় ৷ প্রায় 10 থেকে 12 কিলোমিটার রাস্তা এভাবে নিয়ে যাওয়ার ফলে যুবতির মৃত্যু হয় ৷ নগ্ন ও বিকৃত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করেছিল পুলিশ ৷ পরে দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের আরও কয়েকটি ঘটনা ঘটেছে। এবার আবারও ভয়াবহ ঘটনার সাক্ষী রাজধানী দিল্লি ।
আরও পড়ুন : অঞ্জলির মত্যুতে ঘাতক গাড়ির মালিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ