রেওয়া, (মধ্যপ্রদেশ), 22 অক্টোবর: ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশ । রেয়া এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমকরে 14 জন । জখম হয়েছেন কমবেশি 40 জন । পুলিশ সূত্রে জানা গিয়েছে সোহাগি পর্বতের কাছে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় (Road accident in Rewa area of MP) । জেলার পুলিশ সুপার নভনীত ভাসিন সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছে, বাসটি হায়দ্রাবাদ থেকে গোরখপুরের দিকে যাচ্ছিল । আর বাসে থাকা সব যাত্রীই উত্তরপ্রদেশের বাসিন্দা ।
মাত্র কয়েকদিন আগে কর্নাটকের হাসানে পথ দুর্ঘটনায় প্রাণ যায় একই পরিবারের 6 জন-সহ মোট 9 জনের। তার মধ্যে 4 জন শিশুও ছিল । ঘটনায় আহতও হন বেশ কয়েকজন। সকলেই কন্নড় জেলার একটি প্রসিদ্ধ মন্দিরে দর্শনে গিয়েছিলেন । ফেরার সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা । এবার মর্মান্তিক পথদুর্ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশ ।
আরও পড়ুন:মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পথদুর্ঘটনা, কর্নাটকে মৃত কমপক্ষে 9