ETV Bharat / bharat

Tripura Assembly Elections 2023: ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনের বাসিন্দারও সামিল ত্রিপুরার ভোট উৎসবে - ত্রিপুরা বিধানসভা নির্বাচনে

ত্রিপুরার পশ্চিম জেলায় ভারত ও বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে 139 জন ভোটার থাকেন ৷ বৃহস্পতিবার তাঁদের মধ্যে 20 জন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Polls 2023) ভোটাধিকার প্রয়োগ করেছেন ৷

Tripura Assembly Elections 2023
Tripura Assembly Elections 2023
author img

By

Published : Feb 16, 2023, 7:43 PM IST

জিরো লাইনের বাসিন্দারও সামিল ত্রিপুরার ভোট উৎসবে

আগরতলা (ত্রিপুরা), 16 ফেব্রুয়ারি: ত্রিপুরার পশ্চিম জেলার জয়পুর এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে (India-Bangladesh Border Zero Line) বসবাসকারী 20 জন ভোটার বৃহস্পতিবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ৷ তাঁদের দাবি, তাঁরা রাজ্যের শান্তি ও উন্নয়নের আশায় ভোট দিয়েছেন । নির্বাচন কমিশনের (ECI) তরফে জানা গিয়েছে, ভারত ও বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে যাঁরা বসবাস করেন, তাঁদের মধ্যে ভোটারের সংখ্যা 139 জন ৷ তাঁদের মধ্যে 20 জন এদিন সীমান্ত পেরিয়ে এসে ভোট দিয়েছেন বলে জানা গিয়েছে ৷

ভারত ও বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনে বসবাসকারী ভারতীয় ভোটারদের জন্য ওই এলাকায় মোতায়েন থাকা বিএসএফ (BSF) জওয়ানরা এদিন সকাল 6টা নাগাদ সীমান্তের গেট খুলে দেন । নাম প্রকাশ না করার শর্তে একজন বিএসএফ আধিকারিক জানান যে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে বসবাসকারী ভারতীয় ভোটাররা বায়োমেট্রিকের মাধ্যমে নিজেদের উপস্থিতি নথিভুক্ত করেন ৷ তাদের পরিচয়পত্র সঙ্গে আনা বাধ্যমূলক করা হয়েছিল ৷ নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁদের আবার নিজেদের জায়গায় ফিরে যেতে হয় ৷

এই ভোটারদের একজন 65 বছর বয়সী সাহার খাতুন ৷ যিনি এক সপ্তাহ আগে সীমান্ত পেরিয়ে মেয়ের বাড়িতে বসবাস করছিলেন ৷ তিনি বলেন, "আমি খুব ভোরে ভোট দিয়েছি ৷ কারণ সীমান্ত পেরিয়ে নিজের বাড়িতে ফিরে যেতে হবে । আমি এক সপ্তাহ আগে ভারতে প্রবেশ করি । আমি মেয়ের সঙ্গে এই ক’দিন ছিলাম ।"

Tripura Assembly Elections 2023
জিরো লাইনের ভোটারের ভোট দিতে ভারতে প্রবেশ

অন্য এক ভোটার হালিমা বেগম জানান যে বিএসএফ কর্মীরা খুব সহায়ক ও সহযোগিতামূলক ৷ তাই জিরো লাইনে বসবাস করতে তাঁদের কোনও সমস্যা হয় না ৷ 75 বছর বয়সী ওই ভোটারের দাবি, "শুধু এই নির্বাচনই নয়, অন্যান্য নির্বাচনেও বিএসএফ আমাদের সীমান্ত অতিক্রম করতে সাহায্য করে এবং ভোটের সময় কী করা উচিত ও কী করা উচিত নয়, তা আমাদের জানায় ৷" ছেলেকে নিয়ে ভোট দিতে এসেছিলেন তসলিমা বেগম ৷ তিনি বলেন, ‘‘আমরা উৎসবের মতো ভোট দিয়েছি এবং শিক্ষা ও শান্তির জন্য এই ভোট প্রয়োজন ।’’

আরও পড়ুন: 'ত্রিপুরায় ফের সরকার গড়বে বিজেপি', ভোট দিয়ে দাবি আত্মবিশ্বাসী মানিক সাহার

জিরো লাইনের বাসিন্দারও সামিল ত্রিপুরার ভোট উৎসবে

আগরতলা (ত্রিপুরা), 16 ফেব্রুয়ারি: ত্রিপুরার পশ্চিম জেলার জয়পুর এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে (India-Bangladesh Border Zero Line) বসবাসকারী 20 জন ভোটার বৃহস্পতিবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ৷ তাঁদের দাবি, তাঁরা রাজ্যের শান্তি ও উন্নয়নের আশায় ভোট দিয়েছেন । নির্বাচন কমিশনের (ECI) তরফে জানা গিয়েছে, ভারত ও বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে যাঁরা বসবাস করেন, তাঁদের মধ্যে ভোটারের সংখ্যা 139 জন ৷ তাঁদের মধ্যে 20 জন এদিন সীমান্ত পেরিয়ে এসে ভোট দিয়েছেন বলে জানা গিয়েছে ৷

ভারত ও বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনে বসবাসকারী ভারতীয় ভোটারদের জন্য ওই এলাকায় মোতায়েন থাকা বিএসএফ (BSF) জওয়ানরা এদিন সকাল 6টা নাগাদ সীমান্তের গেট খুলে দেন । নাম প্রকাশ না করার শর্তে একজন বিএসএফ আধিকারিক জানান যে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে বসবাসকারী ভারতীয় ভোটাররা বায়োমেট্রিকের মাধ্যমে নিজেদের উপস্থিতি নথিভুক্ত করেন ৷ তাদের পরিচয়পত্র সঙ্গে আনা বাধ্যমূলক করা হয়েছিল ৷ নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁদের আবার নিজেদের জায়গায় ফিরে যেতে হয় ৷

এই ভোটারদের একজন 65 বছর বয়সী সাহার খাতুন ৷ যিনি এক সপ্তাহ আগে সীমান্ত পেরিয়ে মেয়ের বাড়িতে বসবাস করছিলেন ৷ তিনি বলেন, "আমি খুব ভোরে ভোট দিয়েছি ৷ কারণ সীমান্ত পেরিয়ে নিজের বাড়িতে ফিরে যেতে হবে । আমি এক সপ্তাহ আগে ভারতে প্রবেশ করি । আমি মেয়ের সঙ্গে এই ক’দিন ছিলাম ।"

Tripura Assembly Elections 2023
জিরো লাইনের ভোটারের ভোট দিতে ভারতে প্রবেশ

অন্য এক ভোটার হালিমা বেগম জানান যে বিএসএফ কর্মীরা খুব সহায়ক ও সহযোগিতামূলক ৷ তাই জিরো লাইনে বসবাস করতে তাঁদের কোনও সমস্যা হয় না ৷ 75 বছর বয়সী ওই ভোটারের দাবি, "শুধু এই নির্বাচনই নয়, অন্যান্য নির্বাচনেও বিএসএফ আমাদের সীমান্ত অতিক্রম করতে সাহায্য করে এবং ভোটের সময় কী করা উচিত ও কী করা উচিত নয়, তা আমাদের জানায় ৷" ছেলেকে নিয়ে ভোট দিতে এসেছিলেন তসলিমা বেগম ৷ তিনি বলেন, ‘‘আমরা উৎসবের মতো ভোট দিয়েছি এবং শিক্ষা ও শান্তির জন্য এই ভোট প্রয়োজন ।’’

আরও পড়ুন: 'ত্রিপুরায় ফের সরকার গড়বে বিজেপি', ভোট দিয়ে দাবি আত্মবিশ্বাসী মানিক সাহার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.